Up next

⁣পাঁচবিবিতে শত্রুতায় ঘরে আগুন ও বিষ দিয়ে মাছ নিধন

4 Views· 29/08/25
Md Babul Hossain
Md Babul Hossain
Subscribers
0

⁣পাঁচবিবিতে শত্রুতায় ঘরে আগুন ও বিষ দিয়ে মাছ নিধন

‎পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা : ২৯ আগষ্ট/২৫

‎জয়পুরহাটের পাঁচবিবিতে শত্রুতায় ঘরে আগুন, বাগানের বেড়া ভাঙচুর সহ গাছ কাটা ও পুকুরে বিষ ঢেলে লক্ষাধিক টাকার ক্ষতি করার অভিযোগ পাওয়া গেছে। জমি-জমার জেরে ঘটনাটি উপজেলার রামভদ্রপুর গ্রামে ঘটে।

প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ করেন উপজেলার বাগজানা ইউপির রামভদ্রপুর গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে নফির উদ্দিন। ‎অভিযোগে জানা যায়, একই গ্রামের মৃত অচিমদ্দিনের ছেলে রাজুর পরিবারের সাথে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ আগস্ট নফিরের ঘরে আগুন দেয়, পরদিন বাগানের নেটের বেড়া ভাংচুর সহ গাছ কেটে ও উপরে ফেলে লক্ষাধিক টাকার ক্ষতি করে। এর প্রতিবাদ করায় উল্টো প্রাণনাশের হুমকি দেয় রাজু। গত ২৮ আগস্ট বৃহস্পতিবার রাতে পুকুরে (গ্যাস বড়ি) বিষ প্রয়োগে মাছ মেরে ফেলে। ‎মাছ মেরে ক্ষতি করায় নফির থানায় আবারো অভিযোগ করেন। ‎অভিযোগের বিষয়ে রাজু বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সম্পূর্ণ মিথ্যা। যারা এ কাজ করেছে তাদেরকে ধরতে পারছে না। আমি জমি পাই তাই আমাকে সন্দেহ করেছে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল ইসলাম জানান, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



Show more

 0 Comments sort   Sort By


Up next