close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

Susunod

জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত: শহীদ সোহাগ মিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ.....

20,329 Mga view· 05/08/25
Al Mamun Gazi
Al Mamun Gazi
12 Mga subscriber
12

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫’। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে ভীমখালি ইউনিয়নের গোলামীপুর গ্রামে শহীদ সোহাগ মিয়ার কবরস্থানে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, জেলা পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম, ভীমখালি ইউপি চেয়ারম্যান মো. আখতারুজ্জামান তালুকদার, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান, জামালগঞ্জ উপজেলা ফায়ার ষ্টেশনের ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার উত্তম কুমার সরকার, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভুষন চক্রবর্তী।
এছাড়াও উপস্থিত ছিলেন জামালগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান উপদেষ্টা আব্দুল আহাদ, প্রেসক্লাবের সভাপতি মো. শাহীন আলম, সহ-সভাপতি আল মামুন চৌধুরী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ এবং শহীদ সোহাগ মিয়ার পরিবারের সদস্যরা।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা শহীদ সোহাগ মিয়ার আত্মত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার দেশপ্রেম ও আদর্শকে আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
পরে জামালগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে জামালগঞ্জ উপজেলায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।

Magpakita ng higit pa

 0 Mga komento sort   Pagbukud-bukurin Ayon


Susunod