Suivant

যশোরের অভয়নগরে দুর্বৃত্তদের গুলিতে উপজেলা কৃষকদলের সভাপতি তরিকুল ইসলাম নিহত হয়েছেন।

13 Vues· 22/05/25
সুভাষ মজুমদার
0

⁣যশোরের অভয়নগরে দুর্বৃত্তদের গুলিতে উপজেলা কৃষকদলের সভাপতি তরিকুল ইসলাম নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি ঘের সংক্রান্ত বিরোধের জেরে আজ বিকেলে এক সালিশে অংশ নিতে যান তরিকুল ইসলাম। সালিশ সংক্রান্ত বিষয় নিয়ে গোলোযোগ বাধে। এক পর্যায় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে তিনি পথেই মারা যান। নিহত তরিকুল ইসলাম অভয়নগর উপজেলার ধোপাদি গ্রামের বাসিন্দা এবং পৌর কৃষকদলের সভাপতি ছিলেন।

Montre plus

 0 commentaires sort   Trier par


Suivant