הבא

যশোর অভয়নগরের পায়রা ইউনিয়নে যুবদলের মানবিক উদ্যোগ — কৃষকদের মাঝে খাবার স্যালাইন বিতরণ

9 צפיות· 15/05/25
Al Mamun Gazi
Al Mamun Gazi
3 מנויים
3



যশোর অভয়নগরের পায়রা ইউনিয়নে যুবদলের মানবিক উদ্যোগ
— কৃষকদের মাঝে খাবার স্যালাইন বিতরণ করে প্রশংসা কুড়ালেন তরুণরা

নিজস্ব প্রতিবেদক, যশোর:
যশোরের অভয়নগর উপজেলার ৪ নম্বর পায়রা ইউনিয়নে এক ব্যতিক্রমধর্মী ও প্রশংসনীয় মানবিক কর্মসূচি বাস্তবায়ন করেছে পায়রা ইউনিয়ন যুবদল। প্রখর রোদে মাঠে দিনভর কাজ করা কৃষকদের শারীরিক দুর্বলতা ও পানিশূন্যতা দূর করতে বিনামূল্যে খাবার স্যালাইন বিতরণ করেছেন তারা। এই উদ্যোগ সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

এই মহতী উদ্যোগের মূল উদ্যোক্তা ছিলেন পায়রা গ্রামের কৃতি সন্তান, যুবদল নেতা সাগর ভাই। তাঁর সঙ্গে স্বেচ্ছাশ্রমে সহযোগিতা করেন তরুণ সমাজকর্মী জিহাদুল ইসলাম, আল মামুন, গাজী রাব্বি এবং এলাকার আরো অনেক তরুণ।

প্রচণ্ড গরমে যখন কৃষকেরা মাঠে হালচাষ, রোপণ বা ফসল কাটার মতো কঠোর পরিশ্রমে নিয়োজিত, তখন তাদের মাঝে বিনামূল্যে খাবার স্যালাইন বিতরণ করে এক নজিরবিহীন উদাহরণ স্থাপন করেছে এই তরুণ সমাজ। স্যালাইন বিতরণের সময় দেখা গেছে— মাঠে মাঠে গিয়ে কৃষকদের হাতে হাতে পৌঁছে দেওয়া হচ্ছে ঠান্ডা পানি মিশ্রিত স্যালাইন, যাতে করে তাঁরা ক্লান্তি দূর করে আবারও কাজে ফিরতে পারেন।

সাগর ভাই বলেন, “কৃষকের ঘামেই দেশের অন্ন জোটে। তাদের কষ্টকে সম্মান জানাতেই আমাদের এই ছোট্ট প্রচেষ্টা। আমরা চাই, সমাজের সবাই কৃষকদের পাশে এসে দাঁড়াক।”

এ সময় তিনি জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং পায়রা ইউনিয়নের যুব সমাজকে জনসেবামূলক কাজে আরও সক্রিয়ভাবে যুক্ত করা হবে।

স্থানীয়দের অনেকেই বলেন, “এই গরমে মাঠে কাজ করা সত্যিই কঠিন। যুবদলের এই সহযোগিতা আমাদের জন্য অনেক উপকারে এসেছে। এমন উদ্যোগ আগে কেউ নেয়নি।”

এই মানবিক উদ্যোগ পায়রা ইউনিয়নে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। তরুণদের এ ধরনের সামাজিক দায়িত্ববোধপূর্ণ কর্মকাণ্ড ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করে।

להראות יותר

 0 הערות sort   מיין לפי


הבא