close

লাইক দিন পয়েন্ট জিতুন!

Næste

ঝিনাইদহের নিহত এমপি আনারের গাড়ি মিলল কুষ্টিয়ায়

3 Visninger· 10/06/25
Badsha Alamgir
Badsha Alamgir
8 Abonnenter
8

⁣কুষ্টিয়ায় একটি বহুতল ভবনের গ্যারেজে কয়েক কোটি টাকা মূল্যের একটি গাড়ির সন্ধান মিলেছে। বিলাসবহুল গাড়িটি ঝিনাইদহের নিহত সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের বলে জানতে পেরেছে পুলিশ।


জানা গেছে, তিন মাস আগে কুষ্টিয়ার পুলিশ লাইনের সামনে শাফিনা টাওয়ারের গ্যারেজে টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো ব্র্যান্ডের কালো রঙের একটি গাড়ি আনা হয়। কয়েক কোটি টাকার বিলাসবহুল ওই গাড়ি নিয়ে সন্দেহ সৃষ্টি হলে পুলিশ গাড়ির মালিকের সন্ধানে নামে।


গতকাল সোমবার রাতে যাচাইবাছাই করে পুলিশ জানতে পারে, গাড়িটির মালিক ছিলেন কলকাতায় হত্যাকাণ্ডের শিকার হওয়া এমপি আনার।


ঘটনাস্থলে থাকা কুষ্টিয়া মডেল থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) স্বপন বলেন, তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে সংসদ সদস্যর স্টিকার ও গাড়ির কাগজপত্র পাওয়া গেছে। কাগজে গাড়িটির মালিক হিসেবে সাবেক এমপি আনোয়ারুল আজিম আনারের নাম রয়েছে। তবে গাড়িটি এখানে কীভাবে এল, তা নিয়ে তদন্ত চলছে।


বিলাসবহুল গা‌ড়ি‌টি কা‌রো কা‌ছে বি‌ক্রি ক‌রেন‌নি জানি‌য়ে‌ছেন সা‌বেক এম‌পি আনা‌রের মে‌য়ে ড‌রিন। তি‌নি গা‌ড়ি ফেরত পে‌তে আইনশৃঙ্খলা বা‌হিনীর সহায়তা চাইবেন।


কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, গাড়িটির তথ্য দেওয়ার জন্য ভবন মালিক সময় নিয়েছেন। বিষয়টি যাচাইবাছাই করে ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগ নেতা আনোয়ারুল আজিম আনার ছিলেন ঝিনাইদহ-৪ আসনের তিনবারের সংসদ সদস্য। গত বছরের মে মাসে চিকিৎসার জন্য ভারতে গিয়ে তিনি নিখোঁজ হন। পরে কলকাতায় তিনি খুন হয়েছেন বলে জানা যায়।

Vis mere

 0 Kommentarer sort   Sorter efter


Næste