Up next

ঝালকাঠিতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫: অভয়াশ্রম গড়ে তোলার আহ্বান

5 Views· 18/08/25
MD  IMRAN MUNSHI
MD IMRAN MUNSHI
5 Subscribers
5

⁣ঝালকাঠি জেলায় এই বছর জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপিত হয়, যেখানে প্রধান স্লোগান ছিল 'অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি'। ঝালকাঠি জেলার বিভিন্ন উপজেলায় এই উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান ও কার্যক্রমের আয়োজন করা হয়।

রাজাপুর ও কাঠালিয়ায় অনুষ্ঠিত এই সপ্তাহের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম এবং রাহুল চন্দ। রাজাপুরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইসমাইল হোসেন। তারা সকলেই দেশি মাছের উৎপাদন বাড়াতে অভয়াশ্রম গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা এবং মাছের পোনা অবমুক্তকরণ। রাজাপুর উপজেলায় এই শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয় এবং সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, "দেশি মাছ রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে অভয়াশ্রম গড়ে তোলা সময়ের দাবি। স্থানীয় জনগণের অংশগ্রহণ ছাড়া মাছের টেকসই উন্নয়ন সম্ভব নয়।" এছাড়া বিভিন্ন স্কুল-কলেজে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে বলে উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে।

ঝালকাঠি জেলা শহরের শিল্পকলা একাডেমিতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলার জেলা প্রশাসক জনাব আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় এবং সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ হুমায়ূন কবীর।

এই সপ্তাহের আয়োজনের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পরিবেশ রক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। বিশেষজ্ঞরা মনে করেন, স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দেশি মাছের উৎপাদন ও সংরক্ষণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করা সম্ভব।

জাতীয় মৎস্য সপ্তাহের এই আয়োজন ঝালকাঠি জেলা প্রশাসন এবং মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়। ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি আরও বিস্তৃতভাবে পরিচালনা করার পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে।

Show more

 0 Comments sort   Sort By


Up next