close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
ঝালকাঠিতে ইসলামি ছাত্র আন্দোলন এর উদ্যোগে জুলাই জাগরণ ও স্বৈরাচার দিবস পালন।
1
0
5 意见·
18/07/25
在
政治
আজ আসর বাদ ঝালকাঠিতে ইসলামী ছাত্র আন্দোলন কর্তৃক জুলাই জাগরণ ও স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি ২ আসনের এমপি পদপ্রার্থী জনাব ডা.মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মোহাম্মদ আলমগীর হোসেন সভাপতি ইসলামী আন্দোলন ঝালকাঠি।
সংক্ষিপ্ত বক্তব্যতে বক্তারা বলেন অতি দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ এর ঘোষণা। সকল শহীদ পরিবারের আর্থিক সহায়তা প্রাপ্তি, হাতেদের যথাযথ চিকিৎসা। এছাড়াও দেশব্যাপী ধর্ষণ খুন চাঁদাবাজি নৈরাজ্য ও টেন্ডারবাজদের দ্রুত বিচার কার্যক্রম।
সমাজের তথা দেশের সকল সর্বস্তরের জনগণের ভোট প্রদানের নিশ্চয়তা পিআর পদ্ধতির নির্বাচনের দাবি করেছেন।
显示更多
0 注释
sort 排序方式