লাইক দিন পয়েন্ট জিতুন!
ঝালকাঠিতে ইসলামি আন্দোলনের মিছিল ও সমাবেশ
ঝালকাঠিতে ইসলামী আন্দোলনের গণ মিছিল ও সমাবেশ করেছেন ইসলামি আন্দোলন বাংলাদেশ।
পি আর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে গণ মিছিল ও গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এ মিছিল বের হয়।
মিছিল শেষে জেলা শহর সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, বর্তমান নির্বাচন ব্যবস্থা জনগণের ভোটাধিকার সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারছে না। প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পি আর) পদ্ধতিতে নির্বাচন হলে জনগণের ভোটের যথাযথ প্রতিফলন ঘটবে এবং সুশাসন প্রতিষ্ঠিত হবে। তারা অবিলম্বে এ পদ্ধতিতে নির্বাচন বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
গণ সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
G