下一个

জাতিসংঘের মানবাধিকার কমিশন কার্যালয় স্হাপন চুক্তির প্রতিবাদে বিক্ষোভ

8,573 意见· 25/07/25
Salahuddin Ahmed
Salahuddin Ahmed
4 订户
4
政治

⁣স্টাফ রিপোর্টার, দিনাজপুর > বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয় স্হাপন চুক্তির প্রতিবাদে এবং ওই চুক্তি বাতিলের দাবিতে দিনাজপুরে সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করেছে জমিয়াত ওলামায়ে ইসলাম বাংলাদেশ এর জেলা শাখার সদস্যরা। আজ শুক্রবার জুমার নামাজ শেষে ইনস্টিটিউটের চত্তরে সমাবেশ করেন তারা।
এর আগে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করেন তারা।
সমাবেশে বক্তব্য দেন কমিটির জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা মতিউর রহমান কাসেমী, সাধারন সম্পাদক মুফতি সোয়েব, পৌর কমিটির সভাপতি আব্দুর রাকিব, সাধারন সম্পাদক নামজুল ইসলাম এবং খায়রুজ্জামান সহ অন্যান্যরা।

বক্তারা বলেন, গাজায় হাজার হাজার ফিলিস্তিনি নারী শিশুকে বর্বরোচিত হত্যা করা হচ্ছে সেখানে জাতিসংঘের মানবাধিকার কমিশন চুপ করে আছে।সিরিয়া লিবিয়া ইরাকে লাখ লাখ মুসলিমকে হত্যা বন্ধে কমিশন কিছু বলেনা। বাংলাদেশের সেনারা বিশ্বে বহু দেশে শান্তি ফিরিয়ে আনছে। এই দেশে মানবাধিকার কমিশনের প্রয়োজন নেই। ইসলাম বিরোধীরা ৯০ শতাংশের মুসলিম প্রধান বাংলাদেশে সমকামি ট্রানজেন্ডার প্রতিষ্ঠা করতে চায়। পার্বত্য চট্রাগ্রামকে আলাদা করে ফেলতে জাতিসংঘ মানবাধিকার কমিশনের নামে কার্যালয় খুলে ব্রিটিশদের মধ্যে প্রবেশ করতে চায় মার্কিন চক্র। ইউনুস সরকারকে ভাড়াটিয়া সরকার আখ্যা দিয়ে অন্তবর্তী সরকারের এধরনের বৈদেশিক চুক্তির ৃঅধিকার নেই বলে তা বাতিলের দাবি জানিয়েছেন বক্তারা। চুক্তি বাতিল না হওয়া পর্যন্ত বিক্ষোভসহ আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবার ঘোষনা দিয়েছেন তারা।

显示更多

 0 注释 sort   排序方式


下一个