close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

تا بعدی

জামালগঞ্জের ছান্দেরনগরে একাধিক হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

8 بازدیدها· 19/07/25
Al Mamun Gazi
Al Mamun Gazi
11 مشترکین
11
که در جرم

⁣সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ছান্দেরনগর গ্রামে একের পর এক সংঘবদ্ধ হামলা, হুমকি ও নিরাপত্তাহীনতায় ভুগছেন একাধিক পরিবার। গত দুই মাসে একটি নির্দিষ্ট পরিবারের ওপর চারবার দেশীয় অস্ত্র স্বজ্জিত হয়ে হামলার ঘটনায় পুরো গ্রামে বিরাজ করছে চরম আতঙ্ক।

শনিবার (১৯ জুলাই) জামালগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কুরবান আলী জানান, গত ২৪ মে থেকে ১৮ জুলাইয়ের মধ্যে তার পরিবারের সদস্যদের ওপর ধারাবাহিকভাবে হামলা চালিয়েছে প্রতিপক্ষ আবুল খয়ের, ময়না ও তোয়ায়েল গংয়ের নেতৃত্বাধীন একটি সংঘবদ্ধ গোষ্ঠী। এসব হামলায় অন্তত ৭ জন আহত হয়ে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

ঘটনাগুলোর প্রেক্ষিতে জামালগঞ্জ থানায় ১৯ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর-১০, তারিখ: ২৬/০৬/২০২৫)।
মামলাটি আদালতে বিচারাধীন আছে। ভুক্তভোগীদের দাবি, ঘটনার পরও অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাদের নিরাপত্তা আরও হুমকির মুখে ফেলেছে।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, অভিযুক্ত গোষ্ঠী ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থীদের ইভটিজিং, হুমকি ও চলাচলের রাস্তায় বাধা সৃষ্টি করে চলেছে।

প্রশাসনের কাছে আক্রান্ত পরিবারের জোর দাবি
অতিবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আনলে যেকোন সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের সমূহ সম্ভাবনা বিরাজমান।

بیشتر نشان بده، اطلاعات بیشتر

 0 نظرات sort   مرتب سازی بر اساس


تا بعدی