close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
হকারিদের আক্রমণ ও হত্যার হুমকি......
0
0
4,962 مناظر·
12/07/25
میں
سیاست
নারায়ণগঞ্জ শহরের রাস্তাঘাট আর ফুটপাতজুড়ে দিনভর ঠেলা-গাড়ি আর পসরা সাজিয়ে জীবিকা চালান হাজারো হকার। তারা শহরের অগণিত মানুষের সেবা দেন, নিজের পরিবার চালান। কিন্তু রাজনীতির মারপ্যাঁচ আর ক্ষমতার পালাবদলে বারবার উচ্ছেদ, হয়রানি আর নির্যাতনের শিকার হন এ খেটে খাওয়া মানুষগুলো।
স্থানীয় প্রভাবশালী গোষ্ঠী আর রাজনৈতিক নেতাদের দ্বন্দ্বের বলি হয়েই তাদের জীবিকা পড়ে অনিশ্চয়তায়। কেউ কেউ দিনের পর দিন বসার জায়গা হারিয়ে বেকার হয়ে পড়েন। অথচ প্রতিশ্রুতি আর আশ্বাস ছাড়া মেলে না কোনো স্থায়ী সমাধান।
চলমান অবস্থায় তাদের দাবি— টিকে থাকার লড়াইয়ে অন্তত রাজনীতির শিকার যেন না হতে হয়।
مزید دکھائیں
0 تبصرے
sort ترتیب دیں