close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

تا بعدی

হাটহাজারীতে ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি আব্দুল জব্বার

16 بازدیدها· 15/04/25
সালাউদ্দীন মুন্না
1

মোঃ সালাউদ্দীন মুন্না, চট্টগ্রাম (হাটহাজারী) প্রতিনিধিঃ
৩ এপ্রিল, বৃহস্পতিবার দুপুর ১২:৩০ মিনিট সময় হাটহাজারী নাজিরহাট পুরাতন বাস স্টান্ড এলাকায় ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সহ চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রশিবিরের নেতাকর্মীদের দেখা যায়। নাজিরহাট পুরাতন বাস স্টান্ড সংলগ্ন মসজিদ পাশে শহীদ আফাজ উদ্দীন কবর জেয়ারত শেষে ফটিকছড়ির অন্য একটি প্রোগ্রামে যোগ দিতে দ্রুত চলে যান। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রশিবির সূত্রে জানা যায়, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রশিবিরের উদ্যোগে সাবেক ও বর্তমান দায়িত্বশীলদের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ২০১৪ ও ২০১৫ সেশনে ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি দায়িত্বপালন শেষে বর্তমানে নারায়ণগঞ্জ জামায়াতের আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন।

بیشتر نشان بده، اطلاعات بیشتر

 0 نظرات sort   مرتب سازی بر اساس


تا بعدی