গরুর মাংসে চিংড়ির কাঁটা! সুনামগঞ্জের পানসী রেস্টুরেন্টে খাবার নিয়ে আবারও অভিযোগ
3
0
1,074 ভিউ·
28/05/25
সুনামগঞ্জের জনপ্রিয় খাবার হোটেল পানসী রেস্টুরেন্ট। প্রতিদিন শত শত মানুষ এখানে খেতে আসেন। কিন্তু এবার সেখানে খেতে গিয়ে ঘটলো এক অস্বস্তিকর ঘটনা।
এক ভোক্তা গরুর মাংস দিয়ে খাবার খাওয়ার সময় হঠাৎ দেখতে পান চিংড়ির পায়ের কাটাযুক্ত অংশ, যেটাকে প্রাণিবিজ্ঞানে বলা হয় রোস্ট্রাম। বিষয়টি নজরে আসতেই তিনি বিস্মিত হয়ে পড়েন।
এ নিয়ে প্রশ্ন করা হলে পানসী রেস্টুরেন্টের ম্যানেজার বলেন, "ভুলবশত রান্নার সময় এটা হয়তো পড়ে গেছে, আমরা দুঃখিত।"
আরো দেখুন
kemne ki