close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

تا بعدی

গণসংযোগে ব্যস্ত বিএনপি’র মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট মাসুদ পারভেজ মাদারীপুর প্রতিনিধ মেহেদী হাসান

10 بازدیدها· 15/06/25
Mehedi Hasan
Mehedi Hasan
مشترکین
0
که در سیاست

⁣মাদারীপুরে গণসংযোগে ব্যস্ত বিএনপি’র মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট মাসুদ পারভেজ

মাদারীপুর প্রতিনিধ মেহেদী হাসান


জাতীয় সংসদের আসন্ন নির্বাচনে মাদারীপুর-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মাসুদ পারভেজ বৃহস্পতি বার (১২/০৬/২৫ ইং) দিনব্যাপী সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে গণসংযোগ করেছেন।

সরকারি নাজিমউদ্দীন কলেজের সাবেক ভাইস প্রেসিডেন্ট (ভি.পি) এবং মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ পারভেজ স্থানীয় জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির বিভিন্ন উন্নয়ন ভাবনা তুলে ধরেন।

গণসংযোগকালে তিনি বলেন, “জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য। যদি দল আমাকে মনোনয়ন দেয়, তাহলে আমি জনগণের পাশে থেকে কাজ করবো।”

এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বলেন, অ্যাডভোকেট মাসুদ পারভেজ একজন পরিচ্ছন্ন ও জনপ্রিয় নেতা, যার প্রতি তৃণমূলের আস্থা রয়েছে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, বহু বছর ধরে মাঠে সক্রিয় থেকে দলের জন্য কাজ করে যাচ্ছেন মাসুদ পারভেজ। সাধারণ মানুষ ও তরুণদের মাঝে তার গ্রহণযোগ্যতাও চোখে পড়ার মতো।

بیشتر نشان بده، اطلاعات بیشتر

 0 نظرات sort   مرتب سازی بر اساس


تا بعدی