close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
গেল ৬ বছরের তুলনায় এবছর দিনাজপুর শিক্ষাবোর্ডে পাশের কমের কারন জানালেন শিক্ষক
1
0
689 ভিউ·
10/07/25
ভিতরে
ধর্ম ও শিক্ষা
দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসিতে এবার পাশের হার ৬৭.৩ শতাংশ। গেল ৬ বছরের মধ্যে ওই হার সর্বনিম্ন। গত বছর হার ছিল ৭৮ দশমিক ৪৩ শতাংশ। ২৩ সালে ৭৬ দশমিক ৮৭ শতাংশ এবং ২১ সালে পাশের হার ছিল ৯৪ দশমিক ৮০ শতাংশ। অনুরুপভাবে গেল ৬ বছরের মধ্যে ২০১৯,২০২০ এবং ২০২২ সালে পাশের হার ছিল ৮০ শতাংশের উপরে।
জেলা শহরের হলিল্যান্ড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান বলেন, এবার পাশের হার কম মানে ফল বিপর্যয় নয়। প্রকৃত মেধার মূল্যায়ন ঘটেছে। শিক্ষার গুনগত মান বজায় রাখতে বিগত বছরগুলোর মত খাতা মূল্যায়নে উদারতা দেখানো হয়নি৷ তাছাড়া এসএসসির আগে ৮ম এবং ৯ম শ্রেণিতে সংক্ষিপ্ত সিলেবাস পেরোতে হয়েছে শিক্ষার্থীদের। শিক্ষাবোর্ডগুলোর প্রতিযোগিতায় ফলাফলে উদারতা নয়, শিক্ষা এবং শিক্ষার্থীদের গুনগত মান নির্নয় করা হয়েছে।
আরো দেখুন
0 মন্তব্য
sort ক্রমানুসার