close

লাইক দিন পয়েন্ট জিতুন!

次に

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে উত্তাল নরসিংদী: রাস্তায় নেমেছে হাজারো জনতা

6 ビュー· 07/04/25
Gourob Shaha
Gourob Shaha
1 加入者
1
国立

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে উত্তাল নরসিংদী: রাস্তায় নেমেছে হাজারো জনতা

নরসিংদী, ৭ এপ্রিল — গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন ও নির্মম গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়েছে সারাদেশের মতো নরসিংদীর মানুষও। আজ দুপুরের পর থেকেই নরসিংদীর বিভিন্ন সড়কে হাজারো মানুষ হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও ফিলিস্তিনি পতাকা নিয়ে নেমে আসেন।

প্রতিবাদ মিছিলে অংশগ্রহণকারী মানুষ ‘আল্লাহু আকবর’, ‘ফিলিস্তিনের বিজয় চাই’, ‘ইসরায়েল নিপাত যাক’ স্লোগানে মুখর করে তোলে পুরো শহর। নরসিংদীর প্রধান সড়কগুলোতে মিছিল ছড়িয়ে পড়ে এবং শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্থানীয়রা জানান, গাজায় শিশু, নারী ও সাধারণ মানুষের উপর বর্বরোচিত হামলার ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সেই ক্ষোভ থেকেই এই প্রতিবাদে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন নরসিংদীর হাজার হাজার মানুষ।

মিছিল শেষে আয়োজকরা বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান, যেন ইসরায়েলের এই মানবতা বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা নেয়া হয় এবং ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো হয়।

もっと見せる

 0 コメント sort   並び替え


次に