close

লাইক দিন পয়েন্ট জিতুন!

下一个

গাইবান্ধায় ওভার ব্রিজের কাজের জন্য যানজট, জনদুর্ভোগে সাধারণ মানুষ গাইবান্ধার গোবিন্দগঞ্জে ওভার ব্র

3 意见· 28/07/25
独家

⁣গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার চার মাথা মোড়ে ওভার ব্রিজের নির্মাণকাজের জন্য সৃষ্ট যানজটে ভোগান্তিতে পড়েছে সাধারণ জনগণ। এই অবস্থায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, ওভার ব্রিজের কাজ শুরু হওয়ায় এই যানজটের সৃষ্টি হয়েছে। পণ্যবাহী ট্রাক ও বাসের দীর্ঘ সারি রাস্তায় আটকে থাকায় সাধারণ যাত্রীদের পাশাপাশি ব্যবসায়ীরাও সমস্যায় পড়েছেন।

সরেজমিনে দেখা যায়, চার মাথা মোড়ে যানবাহনের চাপ এতটাই বেড়েছে যে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, পণ্য পরিবহনের ক্ষেত্রে এই যানজট তাদের ব্যবসায়িক কার্যক্রমে গুরুতর প্রভাব ফেলছে।

গোবিন্দগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান জানান, 'ওভার ব্রিজের কাজ যত দ্রুত সম্ভব শেষ করার চেষ্টা চলছে। আমরা জনগণের দুর্ভোগ কমাতে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দিচ্ছি।' এছাড়া জেলা পুলিশ যানজট নিরসনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে।

জনপ্রশাসন সূত্রে জানা যায়, এই ব্রিজটি নির্মাণের ফলে ভবিষ্যতে যানজট সমস্যা অনেকাংশে কমবে। তবে বর্তমানে এই কাজ চলাকালীন সময়ে সকলকে ধৈর্য ধারণ করার আহ্বান জানানো হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, উন্নয়নমূলক কাজের জন্য যানজট সাময়িক সমস্যা হলেও দীর্ঘমেয়াদে এটি এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাবে। তারা আরও বলেন, 'এই ধরনের অবকাঠামো উন্নয়ন সাধনার জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা ও বাস্তবায়ন।'

এদিকে, সাধারণ জনগণের অভিযোগ, যানজটের কারণে তাদের দৈনন্দিন কার্যক্রমে ব্যাঘাত ঘটছে এবং জরুরি প্রয়োজনে শহরের বিভিন্ন স্থানে পৌঁছাতে প্রচুর সময় ব্যয় হচ্ছে। যানজটের কারণে স্কুলগামী শিক্ষার্থীরাও সমস্যায় পড়ছে, যা তাদের শিক্ষা কার্যক্রমকে ব্যাহত করছে।

সামাজিক-সাংস্কৃতিক প্রভাবের দিক থেকে দেখা যায়, এই যানজট এলাকাবাসীর মধ্যে অসন্তোষ সৃষ্টি করছে এবং উন্নয়ন প্রকল্পের যথাযথ ব্যবস্থাপনা না থাকায় জনগণের মধ্যে হতাশা বাড়ছে।

পরিশেষে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ থাকবে যে, যানজট নিরসনে এবং ওভার ব্রিজের কাজ দ্রুত শেষ করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা উচিত। এই উদ্যোগগুলো বাস্তবায়িত হলে যানজট সমস্যা কমবে এবং জনদুর্ভোগ লাঘব হবে।

显示更多

 0 注释 sort   排序方式


下一个