close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

Следующий

গাইবান্ধা সাদুল্লাপুরে খামারের বিষ প্রয়োগে ক্ষতি ১৫ লক্ষ টাকা নিঃস্ব তিন পরিবার।

3 Просмотры· 16/06/25
Al Mamun Gazi
Al Mamun Gazi
3 Подписчики
3

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ০৬ নং ধাপেরহাট ইউনিয়নের বড় ছত্রগাছা গ্রামের শফিকুল ইসলাম ও তার ছেলে ফারুক মিয়া এবং লাভলু মিয়া হাতীমারা বিলের ৬৩ বিঘা সরকারী খাশ জমি ১২ লক্ষ টাকা দিয়ে লিজ নিয়ে ৩ বছর ধরে মাছ ও হাস পালন করে আসছে।
গত কাল ১৬ জুন ২০২৫ ইং আনুমানিক রাত দেড়টার দিকে ঐ গ্রামের ডিসকো,সবুজ,আতিয়ারসহ ৫/৭ জন সন্ত্রাসী কায়দায় ধারালো অস্ত্র নিয়ে রাতের আধারে ফারুক মিয়াকে জিম্মি করে পুকুরে বিষ প্রয়োগ করে এবং ১টি ছেচ পাম্প তুলে নিয়ে যায়।
বিষক্রিয়ার ফল পুকুরের সমস্ত মাছ এবং হাসের খামারের প্রায় ৫০০ টি হাস মারা যায়। এতে খামারিদের প্রায় আনুমানিক ১৫ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

এব্যাপারে খামারিরা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মৎস্য অফিসারের নিকট লিখিত অভিযোগ করেন এবং সাদুল্লাপুর থানায় মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছে খামারিরা।

Показать больше

 0 Комментарии sort   Сортировать по


Следующий