close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

下一个

গয়লা গ্রামে দুই মহল্লার সংঘর্ষ থামাতে বিএনপি নেতৃবৃন্দের হস্তক্ষেপ

7 意见· 16/06/25
Juwel Hossain
Juwel Hossain
18 订户
18

⁣সিরাজগঞ্জ শহরের গয়লা গ্রামে ঈদ-পরবর্তী সময়ে দুই মহল্লার মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ ১৬ জুন (রবিবার) বিকেলে ঘটনাস্থলে ছুটে যান বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় ওয়ার্ড এবং থানা পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ। তারা দুই পক্ষের সঙ্গে আলোচনায় বসে উত্তেজনা প্রশমনে উদ্যোগ নেন। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে এবং দুই পক্ষই শান্তিপূর্ণ সহাবস্থানের আশ্বাস দেন।

নেতৃবৃন্দ এলাকাবাসীকে সম্প্রীতি ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানান।

显示更多

 0 注释 sort   排序方式


下一个