close
লাইক দিন পয়েন্ট জিতুন!
ফেনীর ফুলগাজী বাজারে ভয়াবহ বন্যা পরিস্থিতি: মুহুরী নদীর পানি বিপদসীমার ১৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রব
0
0
1 ビュー·
11/07/25
の
地区ニュース
ফেনীর বন্যা পরিস্থিতির সর্বশেষ আপডেট অনুযায়ী, মুহুরী নদীর পানি বর্তমানে বিপদসীমার ১৩৭ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। ফুলগাজী উপজেলার গুরুত্বপূর্ণ এলাকা ফুলগাজী বাজারে পানি ঢুকে পড়েছে।
ফ্লাড কন্ট্রোল বাঁধের অন্তত পাঁচটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এই ভাঙনের স্থানগুলো হলো—জঙ্গলঘোনা, গদনগর, দরপাড়া, সাহেবনগরসহ আরও কিছু এলাকা। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
সূত্র: পানি উন্নয়ন বোর্ড, নির্বাহী প্রকৌশলী।
もっと見せる
0 コメント
sort 並び替え