close
লাইক দিন পয়েন্ট জিতুন!
দিনাজপুরের ফুলবাড়ী পাবর্তীপুর ( ৫) আসনে মনোয়ন পরিবর্তনের দাবিতে মহিলা দলের বিক্ষোভ
0
0
7 ভিউ·
10/12/25
ভিতরে
রাজনীতি
স্টাফ রিপোর্টার, দিনাজপুর > দিনাজপুর ফুলবাড়ী পাবর্তীপুর ( ৫) স্দটালীয় মনোনয়ন বাতিল করে এজেডএম রেজোয়ানুল হককে মনোনয়ন দেওয়ার দাবিতে আজ বিকালে পাবর্তীপুর শহরে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা। এসময় দাবি সম্বলিত ব্যানার প্লাকার্ড বহনসহ বিভিন্ন শ্লোগান দেন তারা।
মিছিলটি ঢাকা মোড়ের দলীয় কার্যালয় চত্তর থেকে বের হয়ে শহরের প্রধান সড়কে বিক্ষোভ করেন তারা।
এসময় পাশাপাশি যুবদলের নেতাকর্মীরাও প্রত্যাশিত প্রার্থী হকের পক্ষে শ্লোগান দেন তারা।
আরো দেখুন
0 মন্তব্য
sort ক্রমানুসার
