close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

পরবর্তী আসছে

দিনাজপুরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ

6 ভিউ· 22/12/25
Sifat Asmain
Sifat Asmain
1 সাবস্ক্রাইবার
1
ভিতরে জেলার খবর

⁣নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদার করার লক্ষ্যে ব্র্যাক জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি (জিজেডি) কর্মসূচির আয়োজনে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার ২২ ডিসেম্বর ২০২৫, সকালে দিনাজপুর ব্র্যাক লার্নিং সেন্টারে ডায়ালগ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মোট ৩৯ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন, যার মধ্যে ১৩ জন নারী ও ২৬ জন পুরুষ। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির জেলা পর্যায়ের ব্যবস্থাপক, কমিউনিটি ভলান্টিয়ার—যেমন কমিউনিটি হেলথ ওয়ার্কার, সিএসএ, অ্যাডোলেসেন্ট লিডার—এ ছাড়া পাঁচটি বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক এবং সরকারি সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্মকর্তারা।

ডায়ালগের মূল উদ্দেশ্য ছিল নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগসমূহ সমন্বয় করা, বিদ্যমান চ্যালেঞ্জ চিহ্নিত করা এবং যৌথ উদ্যোগ নির্ধারণ করা।

মূল আলোচনা উপস্থাপন করেন ব্র্যাক জিজেডি কর্মসূচির রিজিওনাল ম্যানেজার মোঃ জাহিদুর রহমান। তিনি ব্র্যাকের নারী ও কন্যা শিশুর সুরক্ষা উদ্যোগ, বিশেষ করে VAWG (Violence Against Women and Girls) ফ্রেমওয়ার্ক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অংশগ্রহণকারীরা সমাজে সহিংসতা প্রতিরোধে বিদ্যমান চ্যালেঞ্জ, তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের উদ্যোগ এবং অভিজ্ঞতা তুলে ধরেন। শেষে প্রত্যেকে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে একটি করে ব্যক্তিগত প্রতিশ্রুতি প্রদান করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোর্শেদ আলী খান। তিনি বলেন, “নারীর প্রতি সহিংসতা একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধি দূর করতে হলে আমাদের ধারাবাহিকভাবে সচেতনতা বাড়াতে হবে। অনেকেই মনে করেন মিটিং-সেমিনার দিয়ে সহিংসতা কমানো যায় না, কিন্তু বাস্তবে সমাজে যে ইতিবাচক পরিবর্তন এসেছে, তা এসব সচেতনতারই ফল।”

যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক খন্দকার মোঃ রওনাকুল ইসলাম বলেন, “নারী নির্যাতন বন্ধ করতে হলে পারিবারিক শিক্ষাকে আরও শক্তিশালী করতে হবে। নৈতিক শিক্ষা পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করা জরুরি। আমাদের সন্তানদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারলে সহিংস আচরণ কমে আসবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক রেগুলেটরি অ্যাফেয়ার্স ইউনিটের ডিভিশনাল ম্যানেজার এ কে এম জাহেদুল ইসলাম।

দিনাজপুর জেলা ব্র্যাক সমন্বয়ক অমল কুমার দামের সমাপনী বক্তব্যের মাধ্যমে অ্যাডভোকেসি ডায়ালগ শেষ হয়।

আরো দেখুন

 0 মন্তব্য sort   ক্রমানুসার


পরবর্তী আসছে