close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

Следующий

দিনাজপুর জাতীয় পার্টির নব গঠিত কমিটির পরিচিতিসহ বর্ধিত সভা অনুষ্ঠিত

16 Просмотры· 18/10/25
Salahuddin Ahmed
Salahuddin Ahmed
4 Подписчики
4

স্টাফ রিপোর্টার,দিনাজপুর > জাতীয় পার্টির ( জাপা) দিনাজপুর জেলায় নব গঠিত আহবায়ক কমিটির পরিচিতি এবং বর্ধিতসভা শনিবার দুপুরে দিনাজপুর প্রেস ক্লাবের ভিআইপি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন ১৩টি উপজেলা কমিটিসহ তৃনমূলের নেতারা।
সভায় সভাপতিত্ব করেন নব গঠিত কমিটির আহবায়ক কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ শফি রুবেল। সভা পরিচালনা করেন কমিটির সদস্য সচিব জুলফিকার হোসেন।
সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ শফি রুবেল বলেন, এখনকার জাতীয় পার্টিই হচ্ছে সত্যিকারের জাতীয় পার্টি। পরষ্পরের প্রতি দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে অতিতের ব্যর্থতা অভিযোগ ভুলে গিয়ে জিএম কাদেরের নেতৃত্বে সংগঠনকে নতুন শক্তিশালী গতিশীল করতে পারলে জাতীয় পার্টিকে কেউ দাবিয়ে রাখতে পারবেনা। এক হাজার মিথ্যাবাদীর চেয়ে একজন সত্যবাদী অনেক বেশী শক্তিশালী।
হুসেন মোহাম্মদ এরশাদ এদেশের যে উন্নয়ন করেছে ইসলামের জন্য যে কাজ করেছেন, এদেশের মাটি ও মানুষের জন্য যে উন্নয়ন করেছেন, অন্য কোন সরকার তা করেনাই। কেউ বড়বড় প্রজেক্ট দিয়ে লুটপাট করেছে, কেউ হত্যা করেছে মানুষ। কিন্তু এরশাদের হাতে কোন রক্তের দাগ নেই। জেল খানায় থাকার পরেও ৫টি আসনে জয় লাভ করেছিলেন। পৃথিবীর ইতিহাসে এত বড় নেতা নেই।
সদস্য সচিব জুলফিকার হোসেন বলেন, জাতীয় পার্টি আদর্শ লালন করে, এই আদর্শকে সারা বাংলায় সাধারন মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। জাতীয় পার্টি ক্ষমতায় নিয়ে আসলে প্রকৃত অর্থে মানুষের মুক্তি হবে,গণতন্ত্রের মুক্তি হবে স্বাধীনতার মুক্তি হবে বৈষম্যে সমাপ্তি ঘটবে। জিএম কাদেরের নের্তৃত্বে সুন্দর নতুন বাংলাদেশ গঠন হবে।
সভায় বক্তব্য দেন যুগ্ম আহবায়ক সাইফুল্লাহ চৌধুরী, এ্যাডভোকেট রায়হানুল ইসলাম বাবুল,রোকেয়া বেগম লাইজু, বিধান চক্রবর্তী বাসু,ডাঃ আনোয়ার হোসেন, শফিক আহমেদ এব তৌহিদুল ইসলাম স্বপনসহ অন্যান্যরা।

আগামী তিন মাসের মধ্যে উপজেলাসহ তৃনমূলের সব কমিটি গঠনের তাগিদ দিয়েছেন বক্তারা।

Показать больше

 0 Комментарии sort   Сортировать по


Следующий