Tiếp theo

দিনাজপুর–৩ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

4 Lượt xem· 24/12/25
Sifat Asmain
Sifat Asmain
1 Người đăng ký
1
Trong Chính trị / Giấy phép Quyền được Quản lý (RM)

⁣দিনাজপুর–৩ (সদর) আসনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছে জেলা বিএনপি। ২৪ ডিসেম্বর ২০২৫ দুপুর ২টায় রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

মনোনয়নপত্র সংগ্রহের সময় জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র সংগ্রহকে ঘিরে উৎসবমুখর পরিবেশ দেখা যায়।

নেতাকর্মীরা জানান, বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র গ্রহণের মাধ্যমে দিনাজপুর–৩ আসনে বিএনপির নির্বাচনী প্রস্তুতি আরও সুসংগঠিত হলো। এই আসনে বিপুল ভোটে বেগম খালেদা জিয়াকে নির্বাচিত করে, আসনটি উপহার দিবো।

Cho xem nhiều hơn

 0 Bình luận sort   Sắp xếp theo


Tiếp theo