Bir sonraki

ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক থেকে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার

33 Görünümler· 11/03/25
Rabiul Alam
Rabiul Alam
3 Aboneler
3
İçinde Hukuk-Duruşma

⁣ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক থেকে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে দুইটি বিদেশী পিস্তল, একটি দেশীয় তৈরী পাইপগান ও গুলি উদ্ধার করা হয়।

Hide quoted text
মঙ্গলবার ১১ (মার্চ) বেলা সাড়ে ১২টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, ঈদকে সামনে রেখে বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশ। এছাড়া সম্প্রতি ঢাকা-চট্রগ্রাম মহাসগকের বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে জেলা পুলিশ মাঠে কাজ শুরু করে। বিভিন্ন তথ্যর ভিত্তিতে সোমবার (১১ মার্চ) সন্ধা থেকে মঙ্গলবার ভোর রাত পর্যন্ত মহাসড়কের দাউদকান্দির মোহন পাম্প এলাকা ও গৌরপুর থেকে মোঃ মামুন (৩৭) ও আরিফ নামে ডাকাত দলের দু সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিভিন্ন একাধিক ডাকাতির মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রাশেদুজ্জামান,জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ সহ অন্যরা।

Daha fazla göster

 0 Yorumlar sort   Göre sırala


Bir sonraki