下一个

দেশের বৃহত্তম দিনাজপুরের গোর এ শহীদ ময়দানে লক্ষাধিক মুসল্লীর ঈদুল আযহার নামাজ আদায়

17 意见· 07/06/25
Salahuddin Ahmed
Salahuddin Ahmed
3 订户
3

⁣দেশে বৃহত্তর ঈদগামাঠ দিনাজপুরের গোর

স্টাফ রিপোর্টার> স্হানীয় এবং দুর দুরান্তেরসহ লক্ষাধিক মুসল্লীর অংশ গ্রহনে দেশের বৃহত্তর ঈদগা মাঠ দিনাজপুরের গোর এ শহীদ বড় ময়দানে শোলাকিয়ার মত একসাথে ঈদুল নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লীরা। সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত ঈদ জামাতে ইমামতি করেন মাওলানা মাহফুজুর রহমান।
বেশী সওয়াবের আশায় পুলিশ র‍্যাব আনছারসহ আইনশৃঙ্খলা বাহিনীর তিন স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্হার মধ্য দিয়ে উপমহাদেশের মধ্যে বৃহত্তম এবং সুদৃর্শ মিনার বিশিষ্ট ঈদগা মাঠে কাতার বন্ধী হতে সকাল থেকে মাঠে আসন পাতেন মুসল্লীরা।
নামাজিদের সুবিধার্থে মাঠের প্রান্তে প্রয়প্রনালী, ওজুখানা, যানবাহন পার্কিং ব্যবস্থা, মেডিকেল টিম, খাবার পানি সরবরাহের পাশাপাশি ৮০টি মাইক রাখা হয়েছিল।
শান্তিপূর্ণ সুষ্ঠু পরিবেশে নামাজ আদায় শেষে সামর্থ অনুযায়ী পশু কোরবানী দিয়েছেন অনেকে।
###

显示更多

 0 注释 sort   排序方式


下一个