close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

Sljedeći

ছবি নিয়ে ঘৃণ রাজ*নীতি প্রতিবা*দে বিএন*পির সংবা*দ সম্মে*লন

579 Pogledi· 28/08/25
Md Abu Rayhan
Md Abu Rayhan
Pretplatnici
0

⁣ছবি নিয়ে ঘৃণ রাজনীতি মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে হোমনায় ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন

হোমনা (কুমিল্লা) প্রতিনিধির তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত

কুমিল্লার হোমনা উপজেলা বিএনপি'র যুগ্ম-আহবায়ক ও দুলালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশিদ হারুন এবং সাধরণ সম্পাদক জামাল সরকারসহ বিভিন্ন নেতাকর্মীদের সঙ্গে ইউনিয়ন বিএনপির রাজনৈতিক কার্যালয়ে কুমিল্লা - ২ আসনে সংসদ সদস্য প্রার্থী পরিচয়ে গণসংযোগকালে মনোয়ার সরকার নামে এক ব্যক্তি ছবি উঠিয়ে গণমাধ্যমে মিথ্যা তথ্য পরিবেশনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন দুলালপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।

২৭ আগস্ট বুধবার সকাল ১১টার দিকে উপজেলার দুলালপুর মধ্য বাজার জনতা ব্যাংকের নিচে অত্র ইউনিয়ন বিএনপির রাজনৈতিক কার্যালয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশিদ হারুন, সাধরণ সম্পাদক জামাল সরকার, যুবদলের সাধারণ সম্পাদক ওমর ফারুক, কৃষক দলের সভাপতি ইউনুছ মিয়া প্রধান, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল আউয়াল মনোয়ার সরকারকে অবাঞ্চিত ঘোষণা করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সংবাদ সম্মেলনে সভাপতি হারুন অর রশিদ হারুন এবং সাধরণ সম্পাদক জামাল সরকার ছবি উঠানোর বিষয়টি মিথ্যা অপপ্রচার দাবী করে বলেন, মনোয়ার সরকার তার সমর্থিত লোকজন নিয়ে হঠাৎ আমাদের দলীয় কার্যালয়ে আসেন। তখন সৌজন্য রক্ষার্থে আমরা তাকে চায়ের আপ্যায়ন করলে। সেই সুযোগে কিছু ছবি উঠিয়ে গণমাধ্যম, ফেইসবুক ও ইউটিউব চ্যানেলে নেতাকর্মীদের মাঝে বিভ্রান্ত ছড়িয়ে আমাদের কে হেয় প্রতিপন্ন করতে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করা হয়। ভিত্তিহীন এসব সংবাদের সঙ্গে আমাদের কোন সংশ্লিষ্টতা নেই। মনোয়ার সরকারকেও আমরা তেমন ভাবে চিনি না। সে ছবি উঠিয়ে সাংবাদিকদের ভুল এবং মিথ্যা বিভ্রান্ত কব তথ্য দিয়ে ছড়িয়ে দেয়। যা ঘৃণ রাজনীতি ও মিথ্যা তথ্য প্রচার আইনলঙ্ঘন করেছে। আমরা এর তীব্র নিন্দা ও জোরালো প্রতিবাদ জানাই।

নেতাকর্মীদের সতর্ক করে বলেন, মনোয়ার একজন প্রতারক দুলালপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমরা তাকে এই এলাকায় অবাঞ্চিত ঘোষণা করছি। এবং আড়ালে যদি কোনো নেতাকর্মী তার সাথে কোনো প্রকার সম্পর্ক রাখে কিংবা ছবি উঠায় তা হলে ওই ব্যক্তির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে দুলালপুর ইউনিয়ন বিএনপি। আমাদের নেতা অধ্যক্ষ সেলিম ভূইয়া ছিলেন আছেন এবং থাকবেন। আমরা তার নেতৃত্বেই রাজনৈতিক পথে চলবো।

এসময় দুলালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা দাদন মিয়া, ৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আল-আমিন (মিষ্টার), ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোসলেম, ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি শ্যামল মাহমুদ, ইউনিয়ন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মোঙ্গল মিয়া প্রমুখসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Prikaži više

 1 Komentari sort   Poredaj po


Md Hamidul Islam
Md Hamidul Islam 12 sati prije

G

1    0 Odgovor
Prikaži više

Sljedeći