close

লাইক দিন পয়েন্ট জিতুন!

次に

বৃষ্টির বাধায় মন্দা প্রাচীনতম সরারচর গরু হাটের কেনাবেচা।

24 ビュー· 02/06/25
MD JAHANGIR ALAM
MD JAHANGIR ALAM
2 加入者
2

⁣বাজিতপুর প্রতিনিধিঃ কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ঐতিহাসিক সরারচর গরুর হাটে এবারের চিত্র একেবারেই ভিন্ন। বর্ষণ ও কাদাপানিতে হাটের পরিবেশ বিপর্যস্ত হয়ে পড়েছে, আর এর প্রভাব পড়েছে গরুর কেনাবেচায়। হাটে গরুর সংখ্যা থাকলেও কেনাবেচা হয়েছে কম, দামও ওঠেনি প্রত্যাশামতো।

স্থানীয় ও মৌসুমি ব্যবসায়ীরা জানাচ্ছেন, হাটে এবার দুই লাখ টাকার বেশি দামের গরু আসেনি। বেশিরভাগ গরুর দাম এক থেকে দেড় লাখ টাকার মধ্যে। বড় গরু আনতে পরিবহন সমস্যা, খরচ ও বাজার অনিশ্চয়তার কারণেই অনেকে পিছিয়ে আছেন।

এক বিক্রেতা বলেন, “বৃষ্টির কারণে মাঠে কাদা জমেছে, গরু হাঁটানো যাচ্ছে না। ক্রেতারা এসে ঘুরে যাচ্ছেন, কিনছেন না।”
এক ক্রেতা জানান, “ভালো গরু আছে, কিন্তু কাদা আর পানির কারণে গরুগুলো ঠিকমতো দেখা যাচ্ছে না। দামও অনেকটাই অপরিষ্কার।”

হাট কর্তৃপক্ষ জানায়, পূর্বপ্রস্তুতি থাকলেও হঠাৎ ভারি বৃষ্টিতে হাটে পানি জমে গেছে। পরিস্থিতি সামাল দিতে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরবর্তী হাটে এমন অবস্থা না হয়, তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন তারা।


ঈদুল আযহা মাত্র ৬ দিন পর। এই সময়টায় গরুর হাটে সবচেয়ে বেশি কেনাবেচা হওয়ার কথা। কিন্তু সরারচরের মতো গুরুত্বপূর্ণ হাটে এমন মন্দা বাজারের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিক্রেতা ও খামারিরা।

もっと見せる

 0 コメント sort   並び替え


次に