close
লাইক দিন পয়েন্ট জিতুন!
বেগম জিয়ার জন্মদিনে সাবেক ছাত্রনেতা রাশেদুল হাসান রঞ্জনের দোয়ার আয়োজন
1
0
39 ビュー·
16/08/25
の
政治 (せいじ)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে সিরাজগঞ্জে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে শহরের নিজ বাড়ির সংলগ্ন সাবেক ছাত্রনেতা রাশেদুল হাসান রঞ্জনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের অগ্রণী নেতৃত্ব দিয়েছেন। আজ তিনি শারীরিকভাবে অসুস্থ থাকলেও তার নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র আবারও শক্ত ভিত্তি ফিরে পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
দোয়া মাহফিলে জাতির কল্যাণ, দেশ ও দলের অগ্রগতি এবং বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করা হয়।
もっと見せる
0 コメント
sort 並び替え
