ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
- National
- Politics
- International
- Crime
- Law-Court
- Entertainment
- Religion and Education
- District News
- Exclusive
- Sports News
- Agriculture-Economy and Trade
- Interview
- Ramadan
- Documentary
- Health & Beauty
- Earn Money Online
- Kids
- Tech Review
- Book Review
- History
- Tour and Travel
- Stock Market
- Bangladesh
- Stock Video Footage
- Podcast
- Other
বাজিতপুরে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে প্রবাসীর সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জের বাজিতপুরে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার এবং সম্মানহানীর অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন প্রবাসী শিমুল মিয়া ও তাঁর প্রতিবেশী আঃ কাদির। গত ৫ আগস্ট ২০২৫ তারিখে অনিবন্ধিত একটি ওয়েবসাইটে প্রকাশিত ‘বিদেশে চাকরির প্রলোভনে নির্যাতন’ শীর্ষক সংবাদকে তারা সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে দাবি করেছেন।
মঙ্গলবার বিকেলে বাজিতপুর উপজেলার হিলোচিয়া ইউনিয়নের বাগমারা মোড়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিমুল মিয়া। তিনি বলেন, উক্ত সংবাদে তাদের বিরুদ্ধে বিদেশগামী এক ব্যক্তিকে নির্যাতন ও প্রতারণার অভিযোগ আনা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করা এবং ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্যই এই সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি করেন তিনি।
শিমুল মিয়া জানান, সংবাদে উল্লিখিত লিটন বর্তমানে বিদেশে সুস্থভাবে কর্মরত আছেন এবং নিয়মিত বেতন পাচ্ছেন। তাকে কেউ কোথাও নির্যাতন করেনি—এমন তথ্য তারা নিশ্চিত হয়েছেন। বরং লিটন বিদেশে প্রথম দিকে তিন মাস তাঁর (শিমুল) সঙ্গে ছিলেন এবং থাকার সময় সমস্ত খরচ তিনিই বহন করেছেন।
তিনি অভিযোগ করেন, লিটনের কাছ থেকে পাওনা টাকা চাইতে গেলে উল্টো তাঁর বিরুদ্ধে সাজানো নাটক তৈরি করে মিথ্যা অভিযোগ তোলা হয়। একই সঙ্গে এক ব্যাক্তি সাংবাদিক পরিচয়ে তাদের কাছে টাকা দাবি করেছিলেন, টাকা না দেওয়ায় মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি করেন তিনি।
আঃ কাদির তাঁর বক্তব্যে বলেন, তাঁরা কোনো প্রতারণা বা অবৈধ কর্মকাণ্ডে জড়িত নন। এলাকার মানুষের সঙ্গে কথা বললেই সত্যতা যাচাই করা যাবে। মিথ্যা সংবাদে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রকাশিত সংবাদের সমস্ত অভিযোগের কোনো আইনি ভিত্তি নেই এবং তা ব্যক্তিগত স্বার্থসিদ্ধি ও মানহানি করার উদ্দেশ্যে প্রচার করা হয়েছে।