close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

تا بعدی

বাজিতপুরে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত

18 بازدیدها· 24/08/25
MD JAHANGIR ALAM
MD JAHANGIR ALAM
3 مشترکین
3
که در سیاست

⁣জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বাজিতপুর উপজেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্ত কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল ১১টায় উপজেলার পাটুলি ঘাটে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুর রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক জিএস বদরুল আলম শিপু, কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আশরাফুল আলম, কিশোরগঞ্জ জেলা সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শ্যামল মিল্কি।

এছাড়াও বাজিতপুর উপজেলা শাখার সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক কাউসার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে যোগ দেন।

এ সময় পাটুলি ঘাটে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় মৎস্যজীবীরাও এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

بیشتر نشان بده، اطلاعات بیشتر

 0 نظرات sort   مرتب سازی بر اساس


تا بعدی