close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

अगला

বড়াইগ্রামে মহিলা সমিতির প্রতিষ্ঠাতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

8 विचारों· 15/05/25
Belhaj Badhon
Belhaj Badhon
8 ग्राहकों
8

বড়াইগ্রামে মহিলা সমিতির প্রতিষ্ঠাতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নাটোরের বড়াইগ্রামের জোনাইল আদর্শ মহিলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান মতিউর রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার জোনাইল বাজারে আয়োজিত এ কর্মসূচিতে সমিতির পাঁচ শতাধিক নারী সদস্যরা অংশ নেন। মানববন্ধনকালে সমিতির সম্পাদক তানভীর আহমেদ তরুণ, সার্চ কমিটির সভাপতি সেলিনা খাতুন, সম্পাদক অঞ্জনা খাতুন, সমিতির বোর্ড কমিটির সদস্য পারভীন বেগম ও ইসমাইল হোসেন বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, একটি কুচক্রিমহল নিজেদের অসৎ উদ্দেশ্য হাসিল করতে না পেরে সমিতির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মতিউর রহমানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের প্রপাগান্ডা ছড়াচ্ছে। বাস্তবে চেয়ারম্যান সমিতির আর্থিক কোন কর্মকান্ডের সাথে জড়িত নেই। প্রতিষ্ঠানের এসব বিষয় দেখ ভালের দায়িত্ব ম্যানেজার, ক্যাশিয়ার ও অন্যান্য কর্মকর্তাদের। অথচ গুটি কয়েক ব্যক্তি তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এনে লিফলেট বিলি করছেন। এতে চেয়ারম্যানসহ সমিতির সুনাম ক্ষুন্ন হচ্ছে।

এ ব্যাপারে সমিতির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মতিউর রহমান মতিন বলেন, আমার বিরুদ্ধে এসব অভিযোগের কোন ভিত্তি নেই, একটা পক্ষ আমার প্রতি ঈর্ষান্বিত হয়ে এসব ছড়াচ্ছে, সঠিক তদন্তের মাধ্যমে সত্যটা বের হয়ে আসবে।

और दिखाओ

 0 टिप्पणियाँ sort   इसके अनुसार क्रमबद्ध करें


अगला