আটকে পড়া দুবাইয়ের জাহাজ দেখতে ভীড়
1
0
21 ভিউ·
01/06/25
ভিতরে
জাতীয়
চট্টগ্রামের আনোয়ারার উপকূল রায়পুরে ঘূর্ণিঝড় শক্তির প্রচন্ড টেউয়ে আটকে পড়া কয়লা বোঝায় নাভিমার-৩ লাইটার জাহাজ ও মারমেইড-৩ কার্গো দেখতে সকাল থেকে ভীড় করছেন শিশু থেকে শুরু করে বৃদ্ধরাও।
রোববার বিকেলে এমনই দৃশ্য চোখে পড়ে উপজেলার রায়পুর ইউনিয়নের উঠানমাঝির ঘাট এলাকায়।
এরআগে বৃহস্পতিবার দিবাগত রাতে ঘূর্ণিঝড় ‘শক্তি’ প্রভাবে প্রবল জোয়ারের ধাক্কায় ওই দুইটি জাহাজ কুলে এসে আটকে যায়। শুক্রবার দুপুরে চট্টগ্রাম কোস্টগার্ড সাঙ্গু স্টেশনের সদস্যরা জাহাজ দুটির নিয়ন্ত্রণে নেন। বালু চরে আটকে থাকা জাহাজ গুলো দেখতে ভীড় জমান স্থানীয় উৎসুক জনতা।
আরো দেখুন
0 মন্তব্য
sort ক্রমানুসার