close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

تا بعدی

⁣আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কুমিল্লা গণজমায়েত ও অবস্থান কর্মসূচি

4 بازدیدها· 10/05/25
Rabiul Alam
Rabiul Alam
3 مشترکین
3
که در سیاست

⁣গনহত্যাকারী সন্ত্রাসী দল বাংলাদেশ আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে গনজমায়েত ও অবস্থান কর্মসূচি করেছে কুমিল্লা জুলাই ঐক্যমঞ্চ।

শনিবার (১০ মে) বিকেলে নগরীর কান্দিরপাড়ের পূবালী চত্বরে এ গণজমায়েত ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় তারা বিভিন্ন স্লোগান দিয়,আওয়ামী লীগ ব্যান ব্যান’, ‘আমার সোনার বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই’, ‘ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর’, ‘আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ ,ইত্যাদি স্লোগান দেয় বিক্ষোভকারীরা।

গনজমায়েতে অংশ নেয় ফ্যাসসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের সংগঠনের নেতা কর্মী, এনসিপি, ইসলামী আন্দোলন,এবিপার্টি, জামায়াতে ইসলামী, চরমনাইের নেতাকর্মীসহ অনেকে।

এসময় বক্তারা ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে বলেন, অবিলম্বে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তা না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে বলে জানান তারা।

بیشتر نشان بده، اطلاعات بیشتر

 0 نظرات sort   مرتب سازی بر اساس


تا بعدی