লাইক দিন পয়েন্ট জিতুন!
আনোয়ারায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
চট্টগ্রামের আনোয়ারায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) বিকালে আনোয়ারা উপজেলা শাখার আয়োজনে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নঈম উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আবু তৈয়ব মাহির সঞ্চালনায় শোভাযাত্রা শেষে সমাবেশে বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হায়দার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গাজী ফোরকান।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাষ্টার মোহাম্মদ রফিক, জাকির আহমদ সাওদাগর, দিল মোহাম্মদ মঞ্জু, উপজেলা যুগ্ম আহবায়ক আতিকুর রহমান, শামসুল ইসলাম, সদস্য মোহাম্মদ মুছা, নাছির উদ্দিন, মোহাম্মদ মুরাদ, জসিম উদ্দিন, মো ফোরকান, আবদুর রহিম, হাসান, মাসুম, সজিব, এনাম, মনির, মালেক, কামাল, আলমগীর, ইসমাঈল প্রমুখ।
মিছিলটি উপজেলার কালাবিবির দিঘির মোড় থেকে শুরু হয়ে টানেল সংযোগ সড়ক প্রদক্ষিণ করে চাতরী চৌমহনী বাজারের টানেল চত্ত্বরে গিয়ে শেষ হয়।