close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

تا بعدی

আনোয়ারায় মাওলানা রইস উদ্দিন হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ

5 بازدیدها· 05/05/25
Imran Hossain
Imran Hossain
2 مشترکین
2
که در ملی

মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন হত্যার প্রতিবাদ এবং এ ঘটনার বিচার দাবিতে চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী টানেল প্রান্ত চাতরী চৌমুহনী এলাকার সড়ক অবরোধ করা হয়েছে। সোমবার সকাল থেকে চলা এই সড়ক অবরোধের কারণে দুর্ভোগে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা।


সোমবার সকাল নয়টা থেকে দুপুর বারটা পর্যন্ত আনোয়ারা ও কর্ণফুলী প্রান্ত চাতরী চৌমুহনী এলাকার স্থানীয় সুন্নী জনতা ও ছাত্রসেনার নেতাকর্মীদের ব্যানারে সড়কে বিভিন্নস্থানে ওপর বসার টেবিল ও বাঁশ রেখে অবরোধ করা হয়। সড়কে অবস্থান নিয়ে অবরোধকারী ব্যক্তিরা মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন হত্যার বিচার দাবিতে শ্লোগান দেন। অবরোধে প্রায় কয়েক হাজার সুন্নী জনতা অংশ নেন।
বিক্ষোভে বক্তব্য দেন ডিআইএম জাহাঙ্গীর আলম, মাওলানা আহমদ নুর আলকাদেরী, আবদুর রহিম, মোরশেদ আলম মুন্সি, মাওলানা নাজিম উদ্দীন, মোজাম্মেল হক, শাহাদাত, এনামুল হক, শায়ের আলী জিন্নাহ, নাছির উদ্দীন, ইসমাইল, মুফিজ প্রমূখ।


জানা গেছে, গত ২৭ এপ্রিল সকালে গাজীপুর সিটি করপোরেশনের হায়াদরাবাদ এলাকার একটি মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনকে শিশু ধর্ষণের অভিযোগে গাছে বেঁধে মারধর করে একদল লোক। পরে সকাল ১০টার দিকে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। পরদিন ভোরেই কারাগারে তিনি মারা যান। এ ঘটনার পর থেকে চট্টগ্রামে টানা কর্মসূচি দিয়ে আসছে আহলে সুন্নাত ওয়াল জমা’আত। সর্বশেষ গত শনিবার নগরের লালদীঘি মাঠে প্রতিবাদ সমাবেশ করা হয়। গতকাল রোববার ছিল ‘মার্চ টু গাজীপুর’ কর্মসূচি। এরআগেই আজকের কর্মসূচি হিসেবে তিন ঘণ্টা সড়ক অবরোধ করার কথা জানান নেতা-কর্মীরা।

بیشتر نشان بده، اطلاعات بیشتر

 0 نظرات sort   مرتب سازی بر اساس


تا بعدی