close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

הבא

আনোয়ারা-কর্ণফুলীতে অবৈধ যান এবং লাইসেন্সবিহীন চালকদের হামলার প্রতিবাদে মানববন্ধন

13 צפיות· 19/04/25
Imran Hossain
Imran Hossain
2 מנויים
2

দক্ষিণ চট্টগ্রামের পিএবি সড়কে অবৈধ যান এবং লাইসেন্সবিহীন চালকদের হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে পিএবি সড়ক পরিবহন মালিক-শ্রমিক ইউনিয়ন।

শনিবার (১৯ এপ্রিল) দুপুর দুইটায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারের ট্রাফিক পুলিশ বক্সের সামনে আনোয়ারা উপজেলার বাস-শ্রমিক ইউনিয়নের নেতা মোস্তাক আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের।

এতে আরও বক্তব্য রাখেন মোটরচালক দলের সভাপতি জরিপ আলী, চালক দলের সিনিয়র সহ সভাপতি শ্রমিক নেতা মো. মহিউদ্দিন খোকন, মনছুর, মিন্টু, আবদুল মান্নান, আবদুল করিম, মোহাম্মদ মুসা, মোহাম্মদ কায়সার, জসিম উদ্দিন, দিদারুল আলম প্রমুখ।

সকাল থেকে বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন দক্ষিণ চট্টগ্রামের কয়েকশত যাত্রী। ওই সড়ক দিয়ে আনোয়ারা, কর্ণফুলী, চন্দনাইশ, বাঁশখালী ও কক্সবাজারের পেকুয়াা উপজেলার লোকজন চট্টগ্রাম শহরে যাতায়াত করেন।

להראות יותר

 0 הערות sort   מיין לפי


הבא