close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

Tiếp theo

গণহত্যাকারীদের বিচার না করে নির্বাচন নয়: নাহিদ ইসলাম

6,606 Lượt xem· 07/07/25
Juwel Hossain
Juwel Hossain
18 Người đăng ký
18
Trong Chính trị

⁣সিরাজগঞ্জে এক পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “জুলাই ঘোষণাপত্র ও সনদ বাস্তবায়নে টালবাহানা চলছে। আমরা যে পরিবর্তনের স্বপ্ন দেখেছিলাম, তা এখনো বাস্তব হয়নি।”

সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় স্টেশন বাজার গোলচত্বরে মুক্তির সোপান শহীদ মিনারে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। এর আগে স্টেশন বাজার থেকে শুরু হওয়া পদযাত্রা কদম ফোয়ারা হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

নাহিদ ইসলাম বলেন, “জুলাই গণ–অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের রক্তের দাম দিতে হবে। গুম-খুন, আয়নাঘরসহ সকল অন্যায়ের বিচার ছাড়া নির্বাচনের প্রশ্নই আসে না। প্রয়োজন নতুন সংবিধান, সুবিচার ও সংস্কার।”

তিনি সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁতশিল্পের কথা তুলে ধরে বলেন, “এই শিল্প বিশ্বদরবারে তুলে ধরা সম্ভব। আগামীর বাংলাদেশে সিরাজগঞ্জ হবে গর্বের কেন্দ্রবিন্দু।”

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের হাসনাত আবদুল্লাহ, যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার ও যুব সংগঠক দ্রুতী আরণ্য চৌধুরী।

সভায় জুলাই আন্দোলনের তিন কেন্দ্রীয় নেতা সাঈদ মোস্তাফা, মাহিন সরকার ও দ্রুতী আরণ্য চৌধুরীকে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করা হয়।

Cho xem nhiều hơn

 0 Bình luận sort   Sắp xếp theo


Tiếp theo