close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

Breaking news

Shazzadul Alam Khan
8 Views · 2 months ago

⁣রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা উপলক্ষে মল্লিকবাড়ি বাজারে বিএনপির লিফলেট বিতরণে অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল

Nazrul Islam
8 Views · 2 months ago

⁣আজ ১০ মহররম। মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ দিন। হিজরি বর্ষের প্রথম মাস মহররমের ১০ তারিখ পবিত্র আশুরা হিসেবেও পরিচিত।
মহান আল্লাহর রহমত ও ক্ষমা পাওয়ার আশায় ধর্মপ্রাণ মুসলমানরা নফল রোজা, নামাজ, দান-খয়রাত ও জিকির-আসকারের মধ্য দিয়ে দিনটি পালন করেন।
আরবি ‘আশারা’ শব্দের অর্থ দশ। আর আশুরা মানে দশম। আর মহররম অর্থ সম্মানিত। হিজরি ৬১ সনের ১০ মহররম সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) এবং তাঁর পরিবারের সদস্যরা কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে নির্মমভাবে শহীদ হন।

MD IMRAN MUNSHI
6,569 Views · 2 months ago

⁣বিয়ের দাবিতে ঝালকাঠির কাঁঠালিয়াতে পরীক্ষা একদিকে আরেকদিকে হৃদয় ভাঙার আর্তনাদ। প্রেমিকের বিয়েতে অস্বীকৃতির পর ঝালকাঠির কাঠালিয়া উপজেলার জোড়খালী গ্রামে প্রেমিকের বাড়িতে গিয়ে অনশন শুরু করেছেন এক এইচএসসি পরীক্ষার্থী তরুণী। জানিয়েছেন, বিয়ে না করলে আত্মহত্যা করবেন। প্রেম, প্রতারণা আর পারিবারিক চাপের এই নাটকীয় ঘটনায় তোলপাড় পুরো এলাকা।

বিয়ের দাবিতে প্রেমিক বায়জিদ হোসেনের বাড়িতে হাজির হন ফারজানা আক্তার (১৮)। দীর্ঘদিন প্রেমের সম্পর্ক চললেও হঠাৎ করেই বায়জিদ সরে যান। সেই আঘাতে চরম সিদ্ধান্ত নেন ফারজানা। প্রেমিকের বাড়ির উঠোনেই রাত কাটান অনশন করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফারজানা স্থানীয় একটি কলেজের মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। আগামীকাল তার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে। কিন্তু অনশন ও মানসিক চাপের কারণে পরীক্ষা দেওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

ফারজানা সাংবাদিকদের বলেন,
“আমি কারও বাড়িতে এসে ঘরজামাই বানাতে আসিনি, আমি আমার অধিকার চাই। বিয়ে না করলে আমি ম রে যাব।”

বায়জিদের পরিবারের ভাষ্য, ছেলেকে ফাঁসানোর জন্য পরিকল্পিতভাবে ফারজানা এমন কাণ্ড করছেন। তবে মেয়েটির পরিবার বলছে, “আমরা গ্রামবাসীর সামনে মাথা উঁচু করে থাকতে চাই। মেয়েকে নিয়ে কেউ খেললে তাকে ছাড় দেওয়া হবে না।”

এদিকে প্রেম ও অনশনের এমন নাটকীয় ঘটনায় পুরো জোড়খালী গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বাড়িতে ভিড় করছেন উৎসুক মানুষ। কেউ কেউ বলছেন, এটি প্রেমের জয়—আবার কেউ বলছেন, তরুণ প্রজন্মের বিপর্যস্ত মানসিকতার করুণ চিত্র।

Md Uzzal Mia
19,649 Views · 2 months ago

"যারা ১৭ বছর আন্দোলন সংগ্রামে ছিলেন তাদের বক্তব্য দিতে দেন " দুঃখ প্রকাশ করলেন পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, আনোয়ারুল হক আনার।

Shakil Hasan
5,454 Views · 2 months ago

⁣শাকচরে বিএনপির তৃণমূল নেতৃত্ব নির্বাচন শেষে বক্তব্য রাখছেন সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া

Jiten Das
44 Views · 2 months ago

⁣কুড়িগ্রামের রৌমারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে বহুতল ভবনের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। শনিবার (৫ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার রৌমারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এ মানববন্ধন করা হয়। এতে অংশ নেন প্রায় ৪০০জন শিক্ষার্থী-শিক্ষকরা।

Syed Mohammad Imran Hasan
590 Views · 2 months ago

⁣মুক্তিযোদ্ধাদের রাজনৈতিক ভাবে ব্যবহার করা হয়েছে; প্রধান উপদেষ্ঠার মুখ্য সচিব


#narsingdi #bangladesh #chiefadvisor #নরসিংদী #মুখ্যসচিব

Shazzadul Alam Khan
2,483 Views · 2 months ago

⁣⁣রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা এর উপলক্ষে মল্লিকবাড়ি বাজার লিফলেট বিতরণে ⁣এ্যাড: আনোয়ার আজিজ টুটুল। ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও ময়মনসিংহ জেলার পিপি এ্যাড: আনোয়ার আজিজ টুটুল।

Shazzadul Alam Khan
13 Views · 2 months ago

⁣রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা এর উপলক্ষে মল্লিকবাড়ি বাজার লিফলেট বিতরণ। ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও ময়মনসিংহ জেলার পিপি এ্যাড: আনোয়ার আজিজ টুটুল।

Al Mamun Gazi
5,860 Views · 2 months ago

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের হীরকপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও প্রযুক্তি সামগ্রীসহ চারজন শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার (৪ জুলাই) দিবাগত রাতে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানটি চলে পুরো রাতব্যাপী। হীরকপাড়ার আজাদের বসতবাড়ির পিছনের একটি স্থানে মাটি খুঁড়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আটক চার সন্ত্রাসী হলেন – আজাদ, আসাদ, মোশাররফ ও ছোটন। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিল বলে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, তাদের বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।

অভিযানে উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে শতাধিক পিস ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র, একাধিক মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও একটি নকল পিস্তল। এসব সরঞ্জাম সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

সেনাবাহিনীর এ সফল অভিযানে স্থানীয় জনগণ স্বস্তি প্রকাশ করেছেন এবং গোবিন্দগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত এমন অভিযান চালানোর দাবি জানিয়েছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Al Mamun Gazi
27 Views · 2 months ago

যশোরের অভয়নগরের ৪ নম্বর পায়রা ইউনিয়নের পায়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আজ পায়রা পল্লী উন্নয়ন যুব সংঘের আয়োজনে একটি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অলিয়ার রহমান মোল্লা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও আল-আরাফাহ ইসলামী ব্যাংকের কর্মকর্তা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলাটি উপভোগ করতে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন, যা এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

IBRAHIMSHEAK
13 Views · 2 months ago

খুলনায় তরুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে ঝিনেদা ৪ নির্বাচন এলাকার সাইফুল ইসলাম ফিরোজ ভাইয়ের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দল ছাত্রদল ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নিয়ে খুলনার সমাবেশ সফল করার লক্ষ্যে উপস্থিত থাকেন

IBRAHIMSHEAK
12 Views · 2 months ago

⁣পতিত স্বৈরাচার সরকারের দোসরদের অব্যাহত ষড়যন্ত্র এবং মাদক, সন্ত্রাস ও চাদাবাজদের বিরুদ্ধে ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে সোমবার বিকালে ওই মিছিল ও সমাবেশে হাজারো নেতাকর্মী অংশ নেয়। শহরের থানা রোডস্থ্য ধান হাটায়, নিমতলা বাস স্ট্যান্ড,আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রিয় সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন- সাধারন সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। তিনি বলেন, পতিত হাসিনা সরকারের দোসররা এখনও বিভিন্ন ষড়যন্ত্রে সোচ্চার রয়েছে। তারা সন্ত্রাস, চাদাবাজীসহ বিভিন্ন অপকর্মে জড়াচ্ছে। এসব দোসরদের বিরুদ্ধে বিএনপির সকল পর্ষায়ের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। আরো বলেন, প্রশাসনের বিভিন্ন স্তরে এখনও স্বৈরাচারের দোসররা ঘাপটি মেরে আছে। তাদের ষড়যন্ত্রেই বিএনপির একজন সিনিয়র নেতা ডাঃ নুরুল ইসলামসহ অনেক নেতা কর্মী মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির স্বীকার হচ্ছে। ওইসব ষড়যন্ত্রকারীদের অচিরেই উৎখাত করতে হবে। সেই সাথেই তিনি কালীগঞ্জকে মাদকমুক্ত করতে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেন।
বিএনপির কালীগঞ্জ উপজেলার সকল অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহব্বায়ক ইলিয়াস রহমান মিঠুর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন, সাবেক যুগ্ন আহববায়ক শহিদুল ইসলাম সাইদুল, বিএনপি নেতা মিজানুর রহমান, জবেদ আলী, যুবদল নেতা, সুজাউদ্দিন মাহমুদ পিয়াল , কালিগঞ্জ উপজেলা কৃষক দলের, আহ্বায়ক, মোকছেদুল মোমিন, ছাত্রদলের নেতৃবৃন্দ সহ সকল অঙ্গ সংগঠনের নেতা বর্গ উপস্থিত ছিলেন, এক বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।


মোঃ ইব্রাহিম শেখ

Abdus Samad
18 Views · 2 months ago

⁣হাওর ও নদী রক্ষা আন্দোলনের আহ্বায়ক কমিটির শপথ বাক্য পাঠ

Juwel Hossain
31 Views · 2 months ago

⁣ভারতের ধর্মনিরপেক্ষতার দাবি কি শুধুই কাগজে-কলমে? মুম্বাই শহরে প্রায় ১৫০০ মসজিদসহ নানা ধর্মীয় উপাসনালয় থেকে লাউডস্পিকার সরিয়ে নিয়েছে পুলিশ প্রশাসন। উদ্দেশ্য? “শব্দ দূষণ রোধ!”— বলছে সরকার। কিন্তু প্রশ্ন উঠছে— সত্যিই কি এটি পরিবেশ রক্ষার পদক্ষেপ, নাকি সংখ্যালঘু মুসলমানদের ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ?

কাশ্মীর মিডিয়া সার্ভিস জানায়, ২ জুলাই, মহারাষ্ট্র সরকারের নির্দেশে মুম্বাই পুলিশ শহরজুড়ে লাউডস্পিকার অপসারণ অভিযান চালায়। এতে মসজিদের পাশাপাশি অন্যান্য উপাসনালয় থেকেও লাউডস্পিকার সরানো হয়েছে বলে দাবি মুম্বাই পুলিশ কমিশনার দেবিন ভারতী।

তিনি জানান, “আমরা সকল ধর্মের উপাসনালয়ের লাউডস্পিকার সরিয়েছি। এ বিষয়ে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতাদের সঙ্গে আগেই আলোচনা হয়েছে।”

কমিশনার স্পষ্ট করে বলেছেন, যেসব স্থানে লাউডস্পিকার সরানো হয়েছে, সেসব স্থানে আর তা পুনঃস্থাপন করা যাবে না। শুধু ধর্মীয় উৎসবের সময় বিশেষ অনুমতির ভিত্তিতে অস্থায়ীভাবে ব্যবহার করা যাবে, তাও নির্ধারিত শব্দসীমার মধ্যে।

তবে এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় মুসলিমরা। তাদের অভিযোগ, “এটি একতরফা পদক্ষেপ। হিন্দুত্ববাদী চাপের মুখে মুসলিমদের ধর্মাচরণ বাধাগ্রস্ত করা হচ্ছে।”

ধর্মীয় অধিকারকর্মীরা মনে করছেন, শুধু শব্দদূষণের অজুহাতে আজানের মতো ধর্মীয় রীতির উপর এই হস্তক্ষেপ ভারতের সংবিধান ও ধর্মনিরপেক্ষতার নীতির পরিপন্থী।

বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত একদিকে যেমন পরিবেশ আইনের দোহাই দিচ্ছে, অন্যদিকে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার রাজনৈতিক কৌশল হিসেবেও দেখছেন অনেকে।

বিশেষ করে নির্বাচনী বছরে বিজেপির হিন্দু ভোটব্যাংক তুষ্ট করার জন্যই এমন পদক্ষেপ নিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

জানা গেছে, মুম্বাইয়ের ধর্মীয় ও সামাজিক সংগঠনগুলো এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরজুড়ে অতিরিক্ত নজরদারি ও পুলিশ মোতায়েন করেছে।

Nezam Uddin
24 Views · 2 months ago

⁣, বাংলাদেশে একজন যুবক পাট দিয়ে একটি মিনি কমব্যাট ভেহিকেল তৈরি করেছেন। চট্টগ্রামের বুলবুল আহমেদ নামের এই যুবক ৫২ ঘণ্টা সময় ব্যয় করে এই অত্যাধুনিক গাড়িটি তৈরি করেন। গাড়িটির বডিতে পাটের আঁশ ব্যবহার করা হয়েছে।



বুলবুল আহমেদ মূলত পাটের তৈরি বিভিন্ন পণ্য নিয়ে কাজ করেন এবং এই গাড়িটি তার একটি উদ্ভাবনী প্রচেষ্টা। তিনি জানান, গাড়ির চেসিস রিসাইকেল স্টিল দিয়ে তৈরি এবং বডিতে পাটের তৈরি বিভিন্ন উপাদান ব্যবহার করা হয়েছে। এই গাড়িটি দেখতে অনেকটা রেসিং কারের মতো এবং ঘণ্টায় ১৬২ কিলোমিটার পর্যন্ত গতিতে চলতে সক্ষম।



বিভিন্ন সংবাদ মাধ্যম এই গাড়িটি সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে এই যুবকের মেধা ও উদ্ভাবনী ক্ষমতাকে প্রশংসা করা হয়েছে।

MD IMRAN MUNSHI
17 Views · 2 months ago

ঝালকাঠি জেলার কাঁঠালিয়া তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজ ছাত্র দলের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন। এসময়ে উপস্থিত ছিলেন ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় কমিটির জননেতা জনাব গোলাম আজম সৈকত।এছাড়াও এখানে উপজেলা কৃষক দলের সভাপতি মো: মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।এখানে উপস্থিত ছিলেন কলেজ ছাত্র দলের সভাপতি সৈকত রয় ও সাধারন সম্পাদক অন্তর সহ কাঁঠালিয়া উপজেলা ও ইউনিয়ন এর বহু নেতৃবৃন্দ।

Rabiul Alam
1 Views · 2 months ago

⁣কুমিল্লায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মানে গুরুজন সম্মাননা

মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।।

নানা আয়োজনের মধ্যে দিয়ে কুমিল্লা বুড়িচং উপজেলার বাকশীমূল উচ্চ বিদ্যালয়, বাকশীমূল সিনিয়র মাদ্রাসা ও সকল প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মানে গুরুজন সম্মাননা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫জুলাই) সকালে সকল প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দের উদ্যোগে বাকশীমূল উচ্চ বিদ্যালয় মাঠে এ গুরুজন সম্মাননা আয়োজন করা হয়।

এ উপলক্ষে স্কুল মাঠ থেকে ঘোড়ার গাড়ি বহরে বাকশীমুল গ্রামের ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৪ জন অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে গ্রাম প্রদক্ষিণ করে পুনরায় বাকশীমূল স্কুল মাঠে এসে আলোচনা সভায় অংশগ্রহণ করে।

এ সময় শিক্ষকদেরকে ফুল দিয়ে বরণ করে নেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।

বাকশীমূল উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ আবু তাহের এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলার শিক্ষা কর্মকর্তা আব্দুল মান্নান, বুড়িচং থানার সাব ইন্সপেক্টর রাকিবুল হাসান, ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রভাষক ইমাম হাসান,বাকশীমূল মাদ্রাসার প্রাক্তন ছাত্র নাজমুল হুদা সোহাগসহ অনেকে।

সভা শেষে ২৮ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে গুরুজন সম্মাননা দেওয়া হয়। এদের মধ্যে প্রয়াতও হয়েছেন কয়েকজন। তাদের পক্ষ থেকে পরিবারের সদস্যরা গ্রহণ করেন সম্মাননা।

এ সময় ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

MD.REJOAN ULLAH
3 Views · 2 months ago

⁣বাংলাদেশ ভিলেজ ডাক্তার ফোরাম (ভিডিএফ) উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও প্রীতিভোজ অনুষ্ঠানে সাতক্ষীরা ১ তালা- কলারোয়ার বাংলাদেশ জামায়াতে ইসলামী
মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মিনহাজুল বারী
15 Views · 2 months ago

⁣বিগত সরকার এই বগুড়াকে কোনঠাসা করে রেখেছিল - নাহিদ ইসলাম

MD.REJOAN ULLAH
229 Views · 2 months ago

সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধাক্ষ শহিদুল ইসলাম মুকুলের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অস্ত্র উদ্ধারের ভাইরাল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, উক্ত ভিডিও বিষয়ে কলারোয়আ উপজেলা সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তীব্র নিন্দা জ্ঞাপন করেন কলারোয়ার সর্বস্তরের সাংবাদিকের সাথে মতবিনিময় কালে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা আমীর উপধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল । যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে সেটা গত ১৫ জুলাই সেনাবাহিনির সাবেক এমপি রিফাত আমিনের ছেলে বাসার থেকে যে অস্ত্র উদ্ধার হয়েছে তার ভিডিও।

পুলক শেখ
11 Views · 2 months ago

⁣ভালুকায় এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ভালুকায় ৫ জুলাই ২০২৫ তারিখে এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী মর্যাদাপূর্ণভাবে উদযাপিত হয়েছে। ভালুকা প্রেস ক্লাবে আয়োজিত এই event-এ ছিল কেক কাটা, দোয়া মাহফিল, এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা। প্রধান অতিথি ছিলেন ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোর্শেদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Assistant Commissioner (Land) মো. ইকবাল হোসাইন এবং ভালুকা থানার Officer-in-Charge হুমায়ুন আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের ভালুকা উপজেলা আমীর মো. ছাইফুল্লাহ পাঠান ফজলু, ভালুকা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সালাহউদ্দিন আহমেদ, মজিবুর রহমান মজু, নাসির উদ্দিন সরকার, এবং এনটিভির ভালুকা প্রতিনিধি মো. আলমগীর হোসাইন। ভালুকা প্রেস ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ তাঁদের উপস্থিতিতে এই event-এর গৌরব বাড়িয়েছেন। একটি আনন্দ শোভাযাত্রায় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, এবং সাংবাদিকরা অংশ নেন।

Watch the full highlights of this milestone celebration of NTV’s 23 years of media excellence.


Cover Topic -
এনটিভি ২৩তম Anniversary, ভালুকা প্রেস ক্লাব, Bangladesh Media, NTV Celebration 2025, ভালুকা Event, Media Milestone, বিএনপি ভালুকা, Bangladesh News Channel, Anniversary Celebration, Local News Bangladesh, Journalism Bangladesh, ভালুকা উপজেলা,
#ntv23rdanniversary #ভালুকা #bangladeshmedia #ntvcelebration #mediaexcellence #ভালুকা_প্রেস_ক্লাব #bangladeshnews #journalism #localevents #ntv2025

Md Sohel Mia
4 Views · 2 months ago

মোঃ সোহেল মিয়া কিশোরগঞ্জ

যতদূর চোখ যায় কেবলই সবুজের সমারোহ। চারদিক জুরে রয়েছে বিস্তৃর্ন মাঠ । মাঠ পেরোলেই পথ, আর পথের দু ধাড়ে দাড়িয়ে আছে বিভিন্ন প্রজাতির গাছ আর গাছ। বলছি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের বীর পাইকশা গ্রামের কথা । বৃক্ষ প্রেমি চাচা ভাতিজার জন্মও এই গ্রামের চৌরা বাড়িতে। চাচা নজরুল ইসলাম ও ভাতিজা তানভীর ইতিমধ্যে বৃক্ষ রোপণ করে এলাকায় বেশ সাড়াও জাগিছেন। বাড়ির আঙ্গিনা, পুকুর পাড় সহ ফিসারির চারপাশে গিয়ে দেখা যায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধী গাছ লাগানো। আর এসব গাছ গাছালি দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন বৃক্ষপ্রেমিরা। সরেজমিনে গিয়ে দেখা যায়, নজরুল ইসলাম ও ভাতিজা তানভীর দুজনে মিলে বাড়ির আঙ্গিনায় মাল্টা, লিচু, আম, নারিকেল সহ বিভিন্ন রকমের ফলজ গাছের চারা রোপণ করছেন, পাশাপাশি পুরোনো গাছ গুলোর পরিচর্যাও করছেন। আর এসব গাছের মধ্যে বেশির ভাগই সুপারি, নারিকেল, মাল্টা, লিচু, আম, কামরাঙ্গা, সহ প্রায় পাঁচ শতাধিক চারা। নতুন চাড়া গাছ রোপণের কাজে ব্যাস্ত চাচা ভাতিজা। আর এসব বৃক্ষ রোপণ করে এলাকায় ব্যাপক আলোচনায় এসেছেন তারা দুজন। কথা হয় তানভীরের চাচা নজরুল ইসলামের সাথে তিনি বলেন, অনেক দিন আগে থেকেই স্বপ্ন বাড়ির আঙ্গিনা সহ পতিত সকল জায়গায় গাছ লাগানোর, তাই সপ্নগুলোকে বাস্তবে রুপ দিতেই ভাতিজা তানভীর কে নিয়ে দুজনে গাছের চারা লাগানো শুরু করি , তিনি বলেন, বৃক্ষ থেকে যেমন আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা হয় ও অক্সিজেন নেই, তেমনি তার ফল খেয়া শারীরিক পুষ্টির চাহিদা পূরন করা যায়। তাই আমাদের গুলো দেখে যাতে অন্যরাও বৃক্ষ রোপণ করতে উৎসাহী হয়, তার জন্যই আমাদের এই উদ্যোগ। বৃক্ষপ্রেমি তানভীর আহমেদ বলেন, আমারা সকলেই সুন্দর একটা জীবন চাই" আর সুন্দর জীবনের জন্য বৃক্ষ রোপণ করা আমাদের সকলের প্রয়োজন "। এদিকে ভাই, ভাতিজার বৃক্ষ প্রেমের আগ্রহ দেখে মুগ্ধ হয়ে তানভীরের প্রবাসী দুই চাচা বৃক্ষ প্রেমী খাইরুল ও কামরুল, মোবাইল ফোনে উৎসাহিত করেন তাদের । মাঝে মাঝে পরামর্শের পাশাপাশি অর্থের যোগানও দিয়ে থাকেন । এলাকাবাসী জানান, তাদের বৃক্ষ প্রেম দেখে আমরাও বাড়ির আঙ্গিনা সহ খালি জায়গায় গাছ লাগাচ্ছি ।

Juwel Hossain
30 Views · 2 months ago

⁣সাক্ষাৎকারে তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনদশায় জেল, জুলুম ও নির্যাতন প্রসঙ্গে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। এসময় তিনি বলেন, বহিরাগতদের নিয়ে কমিটি হলে যারা আন্দোলন সংগ্রাম করেছে তারা ঝড়ে পড়বে।
.
তারিখ: ০৪ জুলাই ২০২৫ইং
বার: শুক্রবার
সময়: সন্ধ্যা ৫.৩০ মিনিট
.
🔹 প্রধান অতিথিঃ মো. হায়দার আলী, সাবেক সাধারণ সম্পাদক, বহুলি ইউনিয়ন বিএনপি।
🔹 সাক্ষাৎকার: মো. জুয়েল হোসেন, আই নিউজ বিডি, রাজশাহী বিভাগীয় অঞ্চল।
🔹 ক্যামেরায়: সহকর্মী রাকিবুল ইসলাম।

Hossain Mahmud
8 Views · 2 months ago

⁣মাদারীপুর প্রতিনিধি

বন্ধু মানে সুখ-দুঃখের এক মজবুত ভরসা, চরম বন্ধুর পথে এগিয়ে চলার অনুপ্রেরণা। মানুষের জীবনের প্রায় ধাপে ধাপে শত বন্ধুর দেখা মেলে। কেউ স্কুলজীবনের বন্ধু, কেউবা কলেজজীবনের, কেউ বিশ্ববিদ্যালয়ের, কেউবা আবার কর্মজীবনের বন্ধু। এর বাইরেও অনেক বন্ধু রয়েছে। তবে জীবনচলার পথে যে বন্ধুদের দিয়ে বন্ধুত্বের সংজ্ঞা মনের মধ্যে আত্মস্থ হয়, তারা স্কুলজীবনের বন্ধু। তাদের কখনও ভোলা যায় না। হয়তো ব্যস্ততার কারণে নিয়মিত খোঁজখবর রাখা হয়ে ওঠে না, কিন্তু তারাই গেঁথে থাকে অন্তরে। বাস্তবে সচরাচর দেখা না মিললেও স্মৃতির পাতায় আজীবন রয়ে যায় অমলিন।
মাদারীপুর জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাচ-৯৫ (এসএসসি)এর শিক্ষার্থীদের মিলনমেলায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত অনুষ্ঠানে এসকল কথা বলেন তারা।এ সকল ব্যতিক্রম আয়োজন করেছেন মাদারীপুর -৯৫ বন্ধু মহল।
শুক্রবার (৪জুলাই) বিকালে শিবচর উপজেলার পদ্মার পাড়ে সবাই একত্রিত হন। এদিকে পুরনো সব বন্ধু আর সহপাঠীকে পরস্পর জড়িয়ে ধরে হয়েছেন আত্মহারা। হাতে হাত আর বুকে বুক মিলিয়ে করেছেন কুশল বিনিময়। অনেকে আবার প্রিয় সহপাঠীকে পেয়ে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। মোবাইল ক্যামেরায় নিজেদের বন্দি করেন নতুন করে।

ঈদ পূর্নমিলনী আয়োজনে ছিলেন,এ. কে.আজাদ খান সুজন, ইমান কাজী,সোহেল আহমেদ, মনির বেপারী,মনির লস্কর, রাহাত বেপারী,রুবেল আহমেদ, পনেট লস্কর,মাহমুদ, ফরিদ,নিজামসহ প্রমুখ।

Mahamud Mithu
27 Views · 2 months ago

⁣ড্রোন ক্যামেরা ভিত্তিক সংবাদ প্রতিবেদন প্রস্তুতি
১. প্রাথমিক প্রস্তুতি
বিষয়,সংবাদের বিষয় নির্বাচিত,স্থান স্থির,স্ক্রিপ্ট বা বর্ণনা প্রস্তুত, ফ্লাইট পরিকল্পনা পরিকল্পনা.
২.আইনি এবং অনুমোদন
বিষয়,বেসামরিক বিমান চলাচল CAAB অনুমতি প্রাপ্ত, ড্রোন নিবন্ধন সম্পন্ন,অনুমতি সাপেক্ষে স্থানীয় প্রশাসনের অনুমতি প্রাপ্ত
,সামরিক বা সীমাবদ্ধ এলাকায় নিশ্চিত করা হয়নি.
৩. সরঞ্জাম প্রস্তুতি,বিষয়,ড্রোন (সম্পূর্ণ চার্জযুক্ত),ব্যাকআপ ব্যাটারি,মেমোরি কার্ড (খালি এবং ফর্ম্যাট করা),রিমোট কন্ট্রোলার এবং ফোন/ট্যাব,নিরাপত্তা হেলমেট/জ্যাকেট ,যদি জনবহুল এলাকায় কাজ করা হয় .
৪. আবহাওয়া এবং এলাকা পর্যবেক্ষণ,বিষয়,আবহাওয়া অনুকূল ,বৃষ্টি ,ঝড় নেই),পর্যাপ্ত উন্মুক্ত এবং নিরাপদ এলাকা,এমন এলাকায় কাজ করা যেখানে,সীমিত মানুষের চলাচল,উড়ানের উচ্চতা এবং সীমা নির্দিষ্ট.
৫. ভিডিও শুটিং, বিষয়,স্থাপন শট,পুরো এলাকার ওভারহেড ভিউ,প্যান/টিল্ট শট, ট্র্যাকিং চলমান বিষয়ের পরবর্তী অংশ,কক্ষপথ শট (বস্তুর চারপাশে ঘোরানো, ক্লোজ-আপ (ক্লোজ-আপ শট,
৬. সম্পাদনা এবং প্রতিবেদন,বিষয়,ভিডিও কম্পিউটারে স্থানান্তরিত,ভয়েসওভার/বর্ণনা রেকর্ড করা,সাবটাইটেল এবং টেক্সট গ্রাফিক্স যোগ করা হয়েছে, সঙ্গীত বা শব্দ পটভূমি ভারসাম্যপূর্ণ, চূড়ান্ত রেন্ডারিং সম্পন্ন হয়েছে.
৭. প্রকাশনা এবং প্রচার, বিষয়,প্রতিবেদনের পূর্বরূপ এবং পর্যালোচনা করা হয়েছে,টিভি/ইউটিউব/ফেসবুক চ্যানেলে আপলোড করা হয়েছে,বর্ণনা এবং হ্যাশট্যাগ সঠিকভাবে যোগ করা হয়েছে,সূত্র এবং ক্রেডিট সঠিকভাবে উদ্ধৃত করা হয়েছে.
বিশেষ টিপস:সরকারি বা ব্যক্তিগত এলাকায় প্রস্তুতি ছাড়াই ড্রোন পরিচালনা করবেন না। সম্ভব হলে দুটি ক্যামেরা ব্যবহার করুন: ড্রোন এবং গ্রাউন্ড ফুটেজ। প্রতিবেদনের শেষে একটি ছোট ইনফোগ্রাফিক যোগ করুন কতজন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, কত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, ইত্যাদি ।

Mehedi Hasan
128 Views · 2 months ago

⁣আলেম-শিক্ষাবিদের ব্যতিক্রমী পথচলা, দাঁড়িপাল্লা হাতে ময়দানে মাওলানা আমজাদ হোসাইন

Azizar Rahman
37 Views · 2 months ago

দিনাজপুর জেলার খানসামা উপজেলার রিভার ভিউ পয়েন্টে দিন দিন বাড়ছে পর্যটকদের ভীড়

Satyajit Das
22 Views · 2 months ago

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক কুশল বরণ চক্রবর্তীর পদোন্নতির সাক্ষাৎকারকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় উপাচার্য ভবনে। একদল শিক্ষার্থী তাঁর বরখাস্তের দাবিতে মব তৈরি করে হেনস্তা করে। প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ থাকার পর তিনি প্রশাসনের সহায়তায় ক্যাম্পাস ত্যাগ করেন।
ঘটনাটি নিয়েই দেখুন পুরো প্রতিবেদন লিংকে: https://eyenewsbd.com/articles..../read/chbite-kushl-b

MD.REJOAN ULLAH
1 Views · 2 months ago


সাতক্ষীরার কলারোয়া সীমান্তের ভাদিয়ালির সোনাই নদী থেকে থেকে আট কেজি ভারতীয় রুপা উদ্ধার। বিজিবির নায়েক আহসান হাবিবের নেতৃত্বে উদ্ধার করা হয়।

Mamun Sorder
32 Views · 2 months ago

⁣পিআর পদ্ধতির নির্বাচন চায় না জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

Mamun Sorder
15 Views · 2 months ago

⁣ঝড়-বৃষ্টি থামাতে পারেনি আমাদের কণ্ঠ! শাহবাগে ৪ জুলাইয়ের মানবিক আন্দোলন

আশিকুর রহমান
23 Views · 2 months ago

ঘাটাইলে বাস দুর্ঘটনা: বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা, আহত কয়েকজন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কালিদাসপাড়ায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়।
দুর্ঘটনাটি ঘটে আজ শুক্রবার (৪ জুলাই) বিকেল ৩টার দিকে, কালিদাসপাড়া সেতুর কাছাকাছি।

আশিকুর রহমান।

Md Uzzal Mia
20 Views · 2 months ago

নেত্রকোনার পূর্বধলা উপজেলার ফাজিলপুর বাজারে মেয়াদোত্তীর্ণ মাছের খাবারের বস্তা পাওয়ার অভিযোগ। বিশেষ সতর্ক ও জরিমানা করেন নির্বাহী কর্মকর্তা।

Al Mamun Gazi
17 Views · 2 months ago

গতকাল ⁣ঢাকা-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কে কিছুক্ষণ আগে সুয়াগাজি বাজারে পিকআপ মোটরসাইকেল সংঘর্ষ আহত ১

Mamun Sorder
38 Views · 2 months ago

⁣শেখ হাসিনা হাজার কোটি টাকা দেওয়ার জন্য রেডি ছিল : সারজিস আলম

Satyajit Das
18 Views · 2 months ago

রাজনগরে হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত পলাতক জয়নাল অবশেষে র‍্যাবের হাতে গ্রপ্তার।

মৌলভীবাজার জেলার রাজনগর থানার ২০২১ সালের একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জয়নাল আবেদীনকে অবশেষে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯।

চাঁদনীঘাট ব্রিজ এলাকার সিএনজি স্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়।

⁣সত্য কথা বলা কি এখনও পাপ, ইশরাক ভাইয়ের প্রোগ্রামে গেছি, সত্য কথা বলছি বলে আমারা চিকিৎসা বঞ্চিত !

MD IMRAN MUNSHI
29 Views · 2 months ago

⁣ঝালকাঠির কাঠালিয়ায় স্বৈরাচার ফ্যাসিবাদী, খুনি হাসিনার ফাঁসি ও নিষিদ্ধ সংগঠন যুব লীগ ও ছাত্রলীগের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে উপজেলা বিএনপির একাংশের আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও সভা সদর ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়।
বিএনপি নেতা ও সাবেক প্রধান শিক্ষক মিজানুর রহমানের আকনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন যুবদল নেতা জাকির হোসেন, মো.পলাশ গোলদার, ফজলে খোদা সুমন খলিফা, মো.রেজাউল করিম, গোলাম কবির ও মো.জাকির হোসেন কিসলু সিকদার

Monsur Alam
1,662 Views · 2 months ago

⁣"ঝটপট মাছ কাটা শিখুন! সহজ ও চমৎকার কৌশল"


Dalowar Khan
4,335 Views · 2 months ago

⁣স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের (নিয়োগ যোগ্যতা সংক্রান্ত) অবৈধ চিঠি বাতিল এবং বাংলাদেশ ইউনানী, আয়ুর্বেদিক চিকিৎসা ও শিক্ষা আইন অর্ডিন্যান্স জারির দাবিতে

সংবাদ সম্মেলন

আয়োজনে : সাধারণ শিক্ষার্থী
সরকারী ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ,মিরপুর ১৩,ঢাকা

Monsur Alam
2,365 Views · 2 months ago

⁣সাহস দেখুন! ফেনীতে বিজিবি গেইটের সামনেই গাঁজা ফেলে উধাও মাদক ব্যবসায়ী

Belhaj Badhon
1,226 Views · 2 months ago

⁣বড়াইগ্রামের রামেশ্বরপুরে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

Juwel Hossain
2,370 Views · 2 months ago

⁣দেশের শীর্ষস্থানীয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে কেক কেটে উদযাপিত হলো প্রতিষ্ঠাবার্ষিকী।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ প্রেসক্লাবের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এনটিভির সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম ইন্না। তিনি বলেন, “এনটিভি সবসময় সাধারণ মানুষের কথা তুলে ধরতে চেয়েছে। এই চ্যানেলটি পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও আধুনিক সংবাদ পরিবেশনের প্রতীক হয়ে উঠেছে।” তিনি এনটিভির পক্ষ থেকে সকল অতিথি ও সহকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানান।

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন আর রশিদ খান হাসানের সভাপতিত্বে প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান রানা, যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ ও মিলন ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।

এছাড়াও উপস্থিত ছিলেন, এটিএন বাংলা ও এটিএন নিউজ এর সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ ফেরদৌস হাসান, ড্যাব সিরাজগঞ্জ জেলা এসোসিয়েশনের সভাপতি ডাঃ মোঃ আব্দুল লতিফ প্রমুখ।

অনুষ্ঠানে এনটিভির নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার প্রশংসা করে বক্তারা বলেন, “গত দুই দশকে এনটিভি শুধু সংবাদমাধ্যম হিসেবে নয়, বরং জনগণের চোখ ও কণ্ঠস্বর হিসেবে আত্মপ্রকাশ করেছে। বস্তুনিষ্ঠ ও সময়োপযোগী সংবাদ পরিবেশনের মাধ্যমে এনটিভি মানুষের আস্থা অর্জন করেছে।”

আলোচনা শেষে অতিথিবৃন্দ কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগ করে নেন। এসময় সবাই এনটিভির উত্তরোত্তর সফলতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং গণমাধ্যমে স্বাধীনতা ও পেশাদারিত্ব ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন।

২০০৩ সালের ৩ জুলাই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এনটিভি। "সময়ের সঙ্গে আগামীর পথে"— এই স্লোগানকে সামনে রেখে এনটিভি আজ দেশের অন্যতম জনপ্রিয় সংবাদমাধ্যমে পরিণত হয়েছে।

GK Shohag
4,340 Views · 2 months ago

⁣নারায়নগঞ্জের বন্দর খেয়াঘাটে নৌকা যাত্রীদের উপর জোড়পূর্বক টোল চাপিয়ে দেয়া ও পারাপারে খেয়া ভাড়া দ্বিগুণ করায়, ক্ষোভে ফুসছে জনগন। এবিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Md Humayun
6,550 Views · 2 months ago

⁣কেন্দুয়ায় যুবকের বস্তাবন্দী ভাসমান লাশ উদ্ধার: পরিবারের দাবি পরিকল্পিত হত্যাকাণ্ড

সাইদুল ইসলাম
8,685 Views · 2 months ago

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ছামিউল ইসলাম।

Juwel Hossain
12,329 Views · 2 months ago

⁣একান্ত সাক্ষাৎকার: মো. আজাদ হোসেন, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য।
.
🔹 প্রসঙ্গ: সাক্ষাৎকারে তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনদশায় জেল, জুলুম ও নির্যাতন প্রসঙ্গে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি বলেন, ত্যাগি নেতারে মূল্যায়ন না করলে, রাজনীতির করার স্বার্থকতা থাকবে না।
.
তারিখ: ০১ জুলাই ২০২৫ইং
বার: মঙ্গলবার
সময়: সন্ধ্যা ৭.৩০ মিনিট
.
🔹 প্রধান অতিথিঃ মো. আজাদ হোসেন, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য।
🔹 সাক্ষাৎকার: মো. জুয়েল হোসেন, আই নিউজ বিডি, রাজশাহী বিভাগীয় অঞ্চল।
🔹 ক্যামেরায়: সহকর্মী রাকিবুল ইসলাম।

পুলক শেখ
3,579 Views · 2 months ago

⁣ভালুকায় ৮ বছরের শিশুর রহস্যজনক মৃত্যু: আত্মহত্যার সন্দেহ!

৩ জুলাই ২০২৫, ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের লবণকোটা এলাকায় মাত্র ৮ বছর বয়সী মোঃ মোশারফ হোসেন নামের এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে তার পরিবার।
প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
শিশুটির পরিবার জানিয়েছে, দরজা না খোলায় সন্দেহ হলে তারা ঘরে প্রবেশ করে মোশারফকে উড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখে।
তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও ডাক্তার মৃত ঘোষণা করেন।
ভালুকা মডেল থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন এবং মরদেহ পাঠানো হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য।

এই ভিডিওতে জানুন, কী ঘটেছিল ওইদিন সকালে—আত্মহত্যা নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো কারণ?

📍 স্থান: ভালুকা, ময়মনসিংহ
📅 তারিখ: ৩ জুলাই ২০২৫
📰 সূত্র: স্থানীয় প্রশাসন ও ভালুকা মডেল থানা

🔔 সাবস্ক্রাইব করে থাকুন আরও আপডেট পেতে এবং ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে।


Cover Topic -
ভালুকা শিশু মৃত্যু, ৮ বছরের শিশুর আত্মহত্যা, Bhaluka Child Death, Mymensingh Child Suicide, ভালুকা নিউজ ২০২৫, Baluka Breaking News, Autopsy Report News, Child Hanging Case Bangladesh, ভালুকা থানা সংবাদ, শিশু আত্মহত্যা বাংলাদেশ,
#ভালুকা #শিশুমৃত্যু #childdeath #bangladeshnews #breakingnews #mymensinghnews #autopsyreport #childsuicide #vhalukanews #৩জুলাই২০২৫ #emotionalnews

Azizar Rahman
393 Views · 2 months ago

⁣দিনাজপুরের খানসামা উপজেলার মধ্য সুবর্ণখুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেবুন নেছার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তাকে অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী ও অভিভাবকরা।

Rabiul Alam
5,449 Views · 2 months ago

মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা নগরীর ফৌজদারি মোড়ে অবস্থিত ব্যবসায়িক প্রতিষ্ঠানের মাসিক ভাড়া জোরপূর্বক নিয়ে যাওয়া এবং দোকান দখল চেষ্টার অভিযোগে সাবেক কাউন্সিলর বিল্লালের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা।

বুধবার (২জুলাই) বিকেলে নগরীর একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী নাজমা আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন তাহমিনা আক্তার, রাজিয়া বেগম, তুষার আহমেদ সুমাইয়াসহ অনেকে।

লিখিত বক্তব্যে নাজমা আক্তার বর্তমান সরকার প্রধান, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বিচার, নিরাপত্তা এবং সন্ত্রাসী বিল্লালসহ সকল সন্ত্রাসীদের বিচারের দাবি জানান তারা।

SHARIF MIA
7,677 Views · 2 months ago

কর্মহীন শ্রমিকের হার বাড়ছে প্রতিনিয়ত একের পর এক গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে

Monsur Alam
4,581 Views · 2 months ago

⁣এইচএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল: ফেনী কলেজ গেইটে মানবিক কর্মসূচি

SHARIF MIA
449 Views · 2 months ago

ডক্টর ইউনু সরকার আমরা চাই দীর্ঘদিন যাবত থাকুক

Jiten Das
15 Views · 2 months ago

⁣সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের স্ত্রী সুরাইয়া সুলতানা, ছেলে সাফায়াত বিন জাকির ওরফে সৌরভ ও মেয়ে জাকিয়া তাবাসসুম সঞ্চয়ীর সম্পত্তির হিসাব বিবরণী চেঢয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো পৃথক পৃথক তিনটি চিঠিতে তাদের সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ জারি করা হয়েছে।
বুধবার (২ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের কুড়িগ্রামের রৌমারীর বাড়িতে এ নোটিশ পেৌঁছে দিয়েছেন কুড়িগ্রাম জেলা দুদক কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান।
উপ-সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, এ সময় তাদের কাউ না পেয়ে বাড়ির গেইটে দুদক মো. বেনজির আহম্মদ স্বাক্ষরিত পৃথক পৃথক তিনটি নোটিশ লাগিয়ে দেন ও কর্মকর্তা।

Nezam Uddin
16 Views · 2 months ago

⁣। শুধু ক্ষমতার পরিবর্তনের জন্য এক দলকে সরিয়ে আরেক দলকে বসানোর জন্য কেউ রক্ত দেয়নি। রাষ্ট্র ও মৌলিক সংস্কারের মাধ্যমে নির্বাচনে যেতে হবে।
বুধবার সন্ধ্যায়, দেশ গড়তে জুলাই পদযাত্রা‘ লালমনিরহাট মিশনমোর পথসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন একটি সুষ্ঠু নির্বাচন করতে হলে মৌলিক সংস্কারের জন্য যে কার্যক্রম চলছে,জুলাই সনদ এই মাসে হওয়ার কথা সেই সনদ আদায় করার জন্য আমরা রাজপথে নেমেছি।
জুলাইয়ের ঘোষণাপত্র নতুন সংবিধান এবং ফ্যাসিস্ট খুনি হাসিনা গত ষোল বছর বাংলার মানুষের অধিকার হরন করেছে তাদের বিচার নিশ্চিত করার জন্য এনসিপির পদযাত্রা শুরু হয়েছে। যারা সন্ত্রাসী বাহিনী ছিল তাদের এখনো গ্রেফতার করা হয়নি। আদালতে গেলে তাদের ছেড়ে দেয়ার ব্যবস্থা হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে তাদের পুনঃবাসনের চেষ্টা হচ্ছে। সেসকল চেষ্টাকে প্রতিহত করতে হবে।
পদযাত্রার মাধ্যমে জনগণের দুঃখ-দুর্দশা শুনে এনসিপি ইশতেহার ও ঘোষণাপত্র তৈরি করবে।

Imran Hossain
5 Views · 2 months ago

⁣পারকির দিকে নজর নেই কারও, বাঁধ ভেঙে খাল সৈকতের চর

MD IMRAN MUNSHI
27 Views · 2 months ago

⁣⁣

ঝালকাঠি সদর উপজেলার বিকনা এলাকায় নতুন স্টেডিয়াম সংলগ্ন একটি বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাত গভীরে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পান এলাকাবাসী। সঙ্গে সঙ্গে তারা চিৎকার শুরু করলে আশপাশের মানুষ ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরের ভেতরের আসবাবপত্র, শাড়ি-কাপড়, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।

বসতঘরের মালিক জানান, হঠাৎ আগুন দেখি ঘরের একাংশ দাউ দাউ করে জ্বলছে। প্রাণভয়ে পরিবারের সবাইকে নিয়ে বাইরে বেরিয়ে আসি।

আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখছে ফায়ার সার্ভিস।

এ ঘটনায় কেউ হতাহত না হলেও বড় ধরণের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে পরিবারটি। ক্ষতিগ্রস্ত পরিবারটি সরকারি সহায়তার দাবি জানিয়েছে।

Jahangir Alam
109 Views · 2 months ago

⁣কুড়িগ্রামের ফুলবাড়ী হাসপাতালের পরিত্যক্ত জায়গায় রক্তের ব্যাগ পাওয়ায় ক্ষুব্ধ স্বেচ্ছাসেবী রক্তদাতারা...

Nezam Uddin
687 Views · 2 months ago

⁣মঙ্গলবার (১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে পটিয়ার কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে থেকে ছাত্রলীগের এক নেতাকে আটক করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। পরে তাকে পটিয়া থানা চত্বরে নিয়ে আসা হয়। তবে ওই ছাত্রলীগ নেতার নামে কোনো মামলা না থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে চায়নি। এ নিয়ে আন্দোলনকারী নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের উত্তেজনা দেখা দেয়।

Al Mamun Gazi
890 Views · 2 months ago

⁣জুলাই আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচারের ব্যবস্থা এবং শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এই শহীদদের প্রতিটি পরিবারের সম্মানজনক পুনর্বাসন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে

Gm selim imran
1,463 Views · 2 months ago

⁣কেশবপুরের সাবেক মেয়ের চুরিপানার মাঝে লুকিয়েও রক্ষা পেলো না আ.লীগ নেতার।কেশবপুর পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র রফিকুল ইসলাম মোড়লকে বুধবার নিজ বাড়ি থেকে আটক করেছে পুলিশ।

পুলক শেখ
687 Views · 2 months ago

৩০ জুন ২০২৫, রোববার ভোরে, সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলায় ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) এর একটি বিশেষ অভিযানে ২ জন চিহ্নিত মানব পাচারকারী ও ৪ জন পাচারের শিকার বাংলাদেশী নাগরিকসহ মোট ৬ জনকে আটক করা হয়েছে।
এই সফল অভিযানটি পরিচালিত হয় বোগলা ইউনিয়নের ইদুকোনা এলাকায়, ভারত সীমান্তের ১২২৮/এমপি পিলারের কাছাকাছি।
আটক পাচারকারীরা হলেন ইমন হোসেন (২২) ও আবুল হোসেন (৫৫) এবং তারা দীর্ঘদিন ধরে ভারতের দালালদের কাছে মানুষ পাচার করে আসছিলেন।
অভিযানে সহায়তা করেন বাগানবাড়ি বিওপির সদস্যরা। অভিযানের নেতৃত্ব দেন ২৮ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল একেএম জাকারিয়া কাদির, যিনি জানান, সীমান্ত নিরাপত্তা ও মানব পাচার প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

📍 স্থান: ইদুকোনা, দোয়ারাবাজার, সুনামগঞ্জ
📅 তারিখ: ⁣২ জুলাই ২০২৫
📰 সূত্র: বিজিবি ও স্থানীয় প্রশাসন

🔔 আরও এই ধরনের প্রতিবেদন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বন্ধুদের সঙ্গে।

Cover Topic -
সুনামগঞ্জ মানব পাচার, Doarabazar BGB Operation, মানব পাচার বাংলাদেশ, Human Trafficking Bangladesh, 6 জন আটক, BGB News 2025, ২৮ বিজিবি অভিযান, সুনামগঞ্জ সীমান্ত, Human Trafficking Arrest, Sunamganj Breaking News, Doarabazar News Today,
#সুনামগঞ্জ #মানব_পাচার #bgb #দোয়ারাবাজার #humantrafficking #bgboperation #breakingnews #sunamganjnews #bangladeshnews #bordersecurity #২৮বিজিবি #traffickingarrest

মিনহাজুল বারী
872 Views · 2 months ago

⁣সোনাতলা আড়িয়াঘাট ব্রিজে সেনাবাহিনীর অভিযানে অবৈধ বালু উত্তলনের অভিযোগে ৭জনের কারাদণ্ড

#news #bdarmy

SHARIF MIA
1,260 Views · 2 months ago

⁣ছাত্র আন্দোলনে যোগ দিতে প্রস্তুত কালিয়াকৈর মান্নান ডিগ্রী কলেজের ছাত্র

SHARIF MIA
1,013 Views · 2 months ago

সিন্ডিকেট ব্যবসা চলমান চন্দ্র হাই রোড দখল করে ৬ ফিট রাস্তা দখল

Gm selim imran
36 Views · 2 months ago

⁣কেশবপুর_পৌরসভার_সাবেক_মেয়রের__বাড়ি_ঘেরাওকেশবপুর_পৌরসভার_সাবেক_মেয়রের__বাড়ি_ঘেরাও

#ekusheytv #news #boishommo_birodhi #jashore #rashed

Md Uzzal Mia
20 Views · 2 months ago

নেত্রকোনায় ড্রাগন চাষ করে সফলতার মুখ দেখেছেন শাহজাহান।

MD ROFIQUL ISLAM
28 Views · 2 months ago

একটি সড়ক দুর্ঘটনা সারা জীবনের কান্না

Akm Kaysarul Alam
125 Views · 2 months ago

⁣বৈষম্যবিরোধী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

পুলক শেখ
896 Views · 2 months ago

⁣ত্রিশালে মাদক সেবনকালে যুবকের ১৫ দিনের কারাদণ্ড ও জরিমানা ভ্রাম্যমাণ আদালতের | Mymensingh News

১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের দরিল্যা এলাকায় মাদক সেবনের সময় মাহমুদুর রহমান নামের এক যুবককে স্থানীয় জনতা হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেয়।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ত্রিশালের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ত্রিশাল থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানে যুবককে ১৫ দিনের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
স্থানীয়রা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে জানান, মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত হওয়া উচিত।

এই ভিডিওতে দেখুন, কীভাবে সচেতন জনগণের সহায়তায় মাদকবিরোধী অভিযান পরিচালিত হলো, এবং প্রশাসনের ভূমিকা কেমন ছিল।

📍 স্থান: ত্রিশাল, ময়মনসিংহ
📅 তারিখ: ১ জুলাই ২০২৫
📰 সূত্র: স্থানীয় প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

🔔 আরও সংবাদ ও প্রতিবেদন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বন্ধুদের সঙ্গে।

Cover Topic -
ত্রিশাল মাদক অভিযান, Mymensingh Drug Arrest, মাদক সেবন ত্রিশাল, মাহমুদুর রহমান ত্রিশাল, ভ্রাম্যমাণ আদালত মাদক, ত্রিশাল খবর ২০২৫, ত্রিশাল প্রশাসন, মাদক দমন অভিযান বাংলাদেশ, Anti Drug Campaign Bangladesh, Mobile Court Mymensingh, Mahmudur Rahman Drug Case,
#ত্রিশাল #মাদক_দমন #drugarrest #ভ্রাম্যমাণ_আদালত #mymensinghnews #antidrugcampaign #মাদকবিরোধী_অভিযান #ত্রিশাল_প্রশাসন #bangladeshnews #drugfreesociety

Rajesh Gour
6,777 Views · 2 months ago

⁣জুলাই আন্দোলনের শহীদদের স্মৃতি ধারন করে আমরা এদেশে বৈষম্যমুক্ত একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করবো- ডা. দিবালোক সিংহ

GK Shohag
2,384 Views · 2 months ago

⁣জুলাই সনদ ঘোষণার দাবিতে, ফরেন সার্ভিস একাডেমি অভিমুখে ইনকিলাব মঞ্চের জুলাই জনতার লাল মার্চ

Jiten Das
3,584 Views · 2 months ago

⁣কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ও চর শৌলমারী ইউনিয়নের মধ্যবর্তী কাজাইকাটা এলাকায় একটি সেতুর নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার সকাল ১০ টায় স্থানীয়দের উদ্যোগে এ মানববন্ধন করা হয়। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ।

SHARIF MIA
1,595 Views · 2 months ago

⁣সাভার বাজার স্টান্ড এর ব্যাটারি চালিত অটো রিক্সার যানজট

MD IMRAN MUNSHI
592 Views · 2 months ago

ঐতিহ্যবাহী পিরোজপুর জেলার ভান্ডারিয়া বাজারে রিক্সা শ্রমিক সমিতির নামে চাঁদা তোলার অভিযোগ রয়েছে। জানা যায় যে তারা শুধু তাদের সংগঠনের সদস্য দের থেকে টাকা উঠানোর কথা থাকলেও তারা সকল প্রকার তিন চাকার বাহন থেকে টাকা তোলার অভিযোগ পাওয়া গেছে। শুধুমাত্র শ্রমিক ইউনিয়নের একটি রেজিষ্ট্রেশনকৃত সংগঠন এর নামে সাদা কাগজে স্লিপ দিয়ে টাকা আদায় চলছে।নেই কোন মন্ত্রণালয় থেকে অনুমতি। অবৈধ উপায়ে চলছে চাঁদাবাজি। থানার এক কিলোমিটার অদুরে হওয়ার পরেও চাঁদাবাজি চলছে হুলস্থুল।

শুধু মাত্র রিক্সা সমিতির নামে তারা মিশুক,বিভাটেক,ইজিবাইক,নসিমন সহ সকল তিন চাকার যানবাহন থেকে টাকা তোলা হচ্ছে। রিক্সা সমিতির সভাপতির কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি অস্বীকার করেন এবং বলেন আমরা শুধু সদস্যদের থেকেই টাকা নেই।তবে সরেজমিনের চিত্র ভিন্ন। এবিষয়ে পৌর প্রশাসন ও স্থানীয় প্রশাসনের তৎপরতা নেই বললেই চলে।অনুসন্ধানমূলক প্রতিবেদন।

SHARIF MIA
7 Views · 2 months ago

⁣বাইপেল সড়ক যেন এক মরণফাঁদ বলি ভদ্র বাজার থেকে পল্লী বিদ্যুৎ পর্যন্ত

SHARIF MIA
16 Views · 2 months ago

জীবনের ঝুঁকি নিয়ে পার হচ্ছে রাস্তা ব্যবহার করছে না ফুটওভার ব্রিজ

Al Mamun Gazi
7,878 Views · 2 months ago

মুন্সীগঞ্জের শ্রীনগরে দালাল চক্রের মূলহোতা, বিদ্যুৎ ।
ফেমাস হওয়ার চিন্তা মাথায় রেখে ফেসবুকের নাম রেখেছেন সেফায়েতুল্লা সেফুদা,খবরের কাগজে তার নাম উঠে আসার নেশায়,নেতাদের সাথে চলেন উচ্চবিলাসী স্বপ্ন নিয়ে । রয়েছে অত্যাধুনিক অহংকার, কাগজ বিহীন মোটর বাইক নিয়ে চলেন, বীরের বেশে, চুল এবং পোশাকের বিভিন্ন স্টাইল সহ করেন রূপের রদবদল প্রতি সপ্তাহে। দেখে বোঝার উপায়নেই সে দালাল চক্রের সদস্য। পরিচয় দেন পুলিশের সোর্স কখনো আবার ডিবি পুলিশ।

এক সময় মোটরসাইকেল চোর চক্রের দাদাভাই খ্যাত নাম থাকলেও বর্তমানে স্টাইল করে বিশেষজ্ঞদের মত কথা বলেন বলে সংশ্লিষ্টরা ডাকেন (পাকনা বিদ্যুৎ)
উপজেলার শ্রীনগর বাড়ৈগাও মোল্লাপাড়া এলাকার মৃত সিরাজুল পুত্র বিদ্যুৎ। নানা অপকর্মের সাথে জড়িত অনেক আগে থেকেই, যুক্ত রয়েছেন ঢাকা-মাওয়া মহাসড়কের ডাকাতি চুরি ছিনতাই সিন্ডিকেটের সাথে দেড় বছর আগে কয়েক দফা সাময়িক বাহিনীর হাতে ধরা পড়েন সে, ওই সময় সাধারণ শাস্তি দিয়ে মুশলেকা রেখে ছেড়ে দেন তারা।

কিছুদিন এলাকায় গা ঢাকা দিয়ে থাকার পর নেমে পড়েন ভিন্ন পেশায় বিদেশে পাঠানোর নামে শ্রীনগর এলাকায় নিতে চান অফিস সেখান থেকে ঘুরে যায় ভাগ্যের চাকা বেশ কিছু যাত্রীর টাকা-পাসপোর্ট লুটে নেন বিদেশে পাঠানোর নামে, এরপর গা ঢাকা।

ইমু হোয়াটসঅ্যাপে তার সাথে যোগাযোগ করে ভুক্তভোগী যাত্রীরা টাকা পাসপোর্ট ফেরত চাইলে জানান বর্তমানে দেশের বাইরে রয়েছি দেশে এসে
শ্রীনগরে অফিস নিচ্ছি তখন দেখা করবেন কলে এরিয়ে চলেন ।
নামে বেনামে রয়েছে অগণিত ফেসবুক আইডি যা ব্যবহার করে হাতিয়ে নেন উঠতি বয়সি মেয়েদের সহ বিশেষ ব্যক্তিদের ব্ল্যাকমেল করে টাকা।
এ ছাড়াও শ্রীনগরের এক সিনিয়র সাংবাদিকের ছবি এডিট সহ অনেকের ছবি দিয়ে মিথ্যা গুজব ,এর আগেও ছড়িয়েছে তিনি ।
গেল মাসে ডিবি পুলিশ পরিচয়ে করছেন চাদা বাজি এ বিষয়ে তার ভিডিও ডকুমেন্ট তৈরী রয়েছে ৪টি,এ প্রতিবেদকের হাতে। উদাহরনে উঠে আসে পুলিশ পরিচয়ে দিন মজুরদের "শাসানো একটি ভিডিও তা সামিাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর টনক নড়ে শ্রীনগর বাসির। গেল ফেব্রয়ারীতে আড়িয়াল বিলে নির্জন এলাকায় সামির কে মাওয়া থেকে খবর দিয়ে এনে অন্ধকার রুমে আটকিয়ে রেখে নিম্মম ভাবে অত্যাচার করে বিকাশ মাধ্যম ত্রিশ হাজার টাকা এবং একটি আইফোন এলিভেন মোবাইল ছিনিয়ে নিয়ে। মোটর সাইকেল চোর আখ্যায়িত করে সন্ধ্যায় ছেড়ে দেয়া। আটক করা সেই মোটরসাইকেল টি ১৫ দিন পরে দ্বিতীয় পক্ষের কাছে বিক্রয় করেন, শ্যামসিদ্ধি ইউনিয়নের এক কিশোরের কাছে বিক্রির ১০ দিন পর মোটর বাইক টি সড়ক দুর্ঘটনা হলে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হন ওই চালক, এমন সংবাদের ভিক্তিতে সেখানে চক্রের সদস্যদের নিয়ে হাসপাতালের বেট থেকে বাইরে ডেকে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরের পরিবারের নিকট মোটরসাইকেল চোর আখ্যায়িত করে ২লক্ষ টাকা দাবি করেন। নানা ভাবে ভয় ভীত, হাতিয়ে নেওয়া হয় ৮০ হাজার টাকা, প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর কামনাও দ্রুত"তার বিষয়ের ব্যবস্থা নেয়া প্রয়োজন" বলছেন প্রদক্ষ সংশ্লিষ্ঠরা


ভুক্তভোগী বিদেশ যাত্রী কবির হাসান জানান। সাড়ে ৪ লক্ষ টাকা নেন, রোমানিয়া পাঠাবেন বলে পাকনা বিদ্যুৎ। মাসের পর মাস পেরিয়ে গেলেও হচ্ছে না বিদেশ
ঘোরাচ্ছেন বছর জুড়েই বার বার বিদ্যুৎ কে ফোন দিলে পাওয়া যায়নি তবে কোন এক দফায় গণ্যমান্য ব্যক্তিদের কথা মীমাংসা মেটানো হয় ফেরত দিবেন টাকা এবং পাসপোর্ট তাও আজ দের বছর ফেরত দিচ্ছে না ফোন ও ধরছেন না যদিও দুই একবার ফোন ধরেন তাও বেগুতি কথাবার্তা বলে ফোন কেটে দেন। কয়েক দিন ধরে হুমকি ও দিচ্ছেন টাকা পাসপোর্ট এবং ফোন তার কাছে দাবি করলে মেরে ফেলার হুমকি দিয়ে আসছেন তিনি।
শ্রীনগর উপজেলার আটপাড়া গ্রামের,ইকবাল আরিফ জানান, এক বছর ধরে দুইটি পাসপোর্ট নিয়ে ফেরত দিচ্ছেন তো নাই, বরং হুমকি দিচ্ছেন নানাভাবে, টাকা পাসপোর্ট ফেরত চাইলে। এ বিষয়ে শ্রীনগর থানার ওসি তদন্ত মোঃ আমিনুল ইসলাম,বলেন মৌখিকভাবে শুনেছে তিনি অনেকের পাসপোর্ট এবং টাকা নিয়ে বিদেশের কথা বলে,তাদের সাথে যোগাযোগ এবং গা ঢাকা দিয়ে রেখেছে প্রায় দেড় বছর হয়, তবে তার বিষয়ে লিখিত অভিযোগ কেউ দেয়নি দিলে ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে বিদুৎতের মোবাইলে বিকাল সাড়ে ৪টায় বারবার ফোন দিলে পাওয়া যায়নি।

Rabiul Alam
9,858 Views · 2 months ago

⁣মোঃ রবিউল আলম,কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে সংখ্যালঘু সম্প্রদায়ের নারীকে দরজা ভেঙে ধর্ষণ ও নির্যাতনের ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে সামাজিক প্রতিরোধ কমিটি।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়

এসময় সামাজিক প্রতিরোধ কমিটির ব্যানারে বাংলাদেশ মহিলা পরিষদ, প্রত্যয় ও দুর্বার নেটওয়ার্ক, ব্লাস্ট,এ্যাককশন এইড বাংলাদেশ,ব্র্যাক,কর্মজীবী নারী, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি, ইউ ক্যান সংগঠন একাত্মতা পোষণ করে মানববন্ধনে অংশ দেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদের আন্দোলন সম্পাদক রাবেয়া খাতুন শান্তি, প্রত্যয় ও দুর্বার নেটওয়ার্কের নির্বাহী পরিচালক মাহমুদ আক্তার,, কর্মজীবী নারী সংগঠনের নির্বাহী পরিচালক আক্তারসহ আরও অনেকে।

এসময় ধর্ষিতাকে ন্যায়বিচার না দিয়ে ধর্ষিতার উপর নির্যাতন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশের তীব্র নিন্দাসহ ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা ।

মানববন্ধন শেষে প্রতিবাদ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেস ক্লাবে এসে শেষ হয়।

Imran Hossain
19,551 Views · 2 months ago

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, রাষ্ট্র মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে কোন বৈষম্য থাকবে না। রাষ্ট্রের সংস্কারের পাশপাশি জনগণের ভাগ্যের পরিবর্তন হবে।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে চট্টগ্রামের আনোয়ারার পারকিতে আনোয়ারা-কর্ণফুলীতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এস্ কথা বলেন তিনি।

মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে, দেশের সকল ক্ষমতার উৎস হচ্ছে এ দেশের সাধারণ মানুষ। তারাই ঠিক করবে বাংলাদেশ কোন পথে চলবে। আওয়ামী লীগ গত ১৭ বছর ধরে মানুষের ওপরে যে কর্তৃত্ব চাপিয়ে দিয়েছে, বিএনপি তা বিশ্বাস করে না। আমরা জনগণের মতামত নিয়েই একটি মানবিক ও ন্যায়ের সমাজ গড়তে চাই।

তিনি বলেন, যারা গত ১৭ বছরে আওয়ামী লীগের সাথে আঁতাত করে সুবিধা নিয়েছে, ব্যবসা করেছে, তারা আর বিএনপির ছায়ায় থাকতে পারবে না। সদস্য নবায়ন ফরমে আদায়কারীর স্বাক্ষর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো অনুপ্রবেশকারীর নাম থাকলে তার দায় সংশ্লিষ্ট আদায়কারীকেই নিতে হবে।

তিনি আরও বলেন, আনোয়ারা-কর্ণফুলীকে নিয়ে আমার স্বপ্ন রয়েছে। বিশেষ করে আনোয়ারা উপকূলীয় অঞ্চলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, পারকি সমুদ্র সৈকতকে আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা। এ অঞ্চলের শিল্প প্রতিষ্ঠান থাকলেও এখনো বেশিরভাগ শিক্ষিত তরুণ বেকার, এই বেকার সমস্যা দূরীকরণে পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি সাগর উপকূল ঘিরে মাদকের যে কারবার , তার বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স থাকবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিন জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মুহাম্মদ আলম খান, চট্টগ্রাম দক্ষিন জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সাজ্জাদ, জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য মো. সেলিম, আনোয়ারা উপজেলা যুবদলের সদস্য জিয়াউর রহমান, বিএনপি নেতা জসিম উদ্দিন, আনোয়ারা উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আবদুল গফুর, যুবদল নেতা আলমগীর খান, শাহ্ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ সাঈদুল ইসলাম প্রমুখ।

⁣সাতক্ষীরা জেলা যাত্রী ও পন্য পরিবহন কমিটি (আরটিসি)'র সভা অনুষ্ঠিত হয়েছে


ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা।

MD IMRAN MUNSHI
2,363 Views · 2 months ago

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা মো. মাহমুদ হোসেন রিপনকে মারধরের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১ জুলাই) সকালে তিনি ইউনিয়ন পরিষদে গেলে মারধর করে ইউনিয়ন পরিষদ থেকে কচুয়া বাজারে নিয়ে যায় বিএনপির বিক্ষুপ্ত নেতাকর্মীরা। এ সময় ইউপি সদস্য মো. মোস্তফা কামালকে মারধর করা হয়। পরে স্থানীয়রা ইউপি চেয়ারম্যানকে উদ্ধার তার নিজ বাড়িতে পাঠিয়ে দিলে তিনি সেখান থেকে আত্মগোপনে চলে যান।

জানাযায়, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা মো. মাহমুদ হোসেন রিপনকে দলীয় কোন্দলের জের ধরে এবং আওয়ামী সমর্থিত হওয়ায় একই ইউনিয়ন বিএনপি’র সভাপতি (বহিষ্কৃত) শামসুল আলমের নেতৃত্বে ৪০/৫০ জন বিএনপি’র নেতাকর্মী এই হামলা ও মারধর করেন। ঘটনার পর কাঠালিয়া থানা পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
আরও জানাযায়, শৌলজালিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি (বহিষ্কৃত) ও ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য শামসুল আলমের সাথে ব্যক্তিগত ও রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপনের পূর্ব শত্রুতা ছিলো। গত বছরের ৫ আগস্ট ২০২৪ এর পর থেকে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে শামসুল আলম বিএনপি প্রভাব খাটিয়ে চেয়ারম্যান রিপনকে দায়িত্ব থেকে বিতাড়িত করার চেষ্টা করে যাচ্ছিলেন এবং ইউনিয়নে বিএনপি প্রভাব খাটানোর চেষ্টা করে যাচ্ছেন। অবশেষে আজ সকালে রিপন চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদ হতে বিতাড়িত করার জন্য এই হামলা চালান।
উল্লেখ্য, গত বছরের ০৫ আগস্ট সরকার পতনের পর কাঠালিয়ায় ০৬টি ইউনিয়নের মধ্যে ০৪ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পলাতক ও সদর ইউপি চেয়ারম্যান মারা যাওয়ায় দায়িত্ব পালন করেন প্যানেল চেয়ারম্যানরা। তবে শুধুমাত্র শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন প্রথমে পলাতক থাকলেও পরবর্তীতে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের যোগসাজশে বহাল তবিয়তে দায়িত্ব পালন করে আসছিলেন।

Al Mamun Gazi
6,564 Views · 2 months ago

সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটে নদী ও পরিবেশ রক্ষায় একদল সেচ্ছাসেবী তরুণ নিরলসভাবে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। “নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন” ব্যানারে সংগঠিত এই সামাজিক উদ্যোগে দিনরাত মাঠে সক্রিয় ভূমিকা রাখছেন ছাত্রনেতা ও সংগঠনের সমন্বয়ক মো. আজমল।

প্রাকৃতিক সম্পদে ভরপুর গোয়াইনঘাট উপজেলার পরিবেশ আজ বিপর্যয়ের মুখে। বালু-পাথর উত্তোলনে অবৈধ কর্মকাণ্ড, নদী দখল, পাহাড় ধ্বংস ও বন উজাড়ের বিরুদ্ধে সচেতনতার পাশাপাশি সরাসরি অভিযান পরিচালনা করছে এই সংগঠনটি।

বিশেষ করে রাতের আঁধারে যেসব চক্র নদী ও পরিবেশ ধ্বংসে লিপ্ত হয়, তাদের তথ্য সংগ্রহ ও প্রতিবাদে রাতেও মাঠে থাকেন আজমল ও তাঁর দল। পরিবেশ রক্ষায় ত্যাগ ও সাহসিকতার এই নজির স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। তারা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের নজরদারির পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আজমল বলেন, “নদী ও পরিবেশ আমাদের অস্তিত্বের অংশ। একে বাঁচাতে হলে শুধু দিনে নয়, রাতেও পাহারা দিতে হয়। আমরা কেউ পেছনে সরে যাবো না, এই আন্দোলন চলবে গোয়াইনঘাটের প্রকৃতি রক্ষার স্বার্থে।”

গোয়াইনঘাটের সচেতন মহল মনে করেন, এই আন্দোলনের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে নতুন প্রজন্মের নেতৃত্ব তৈরি হচ্ছে, যা ভবিষ্যতের জন্য আশার আলো।

পুলক শেখ
7,663 Views · 2 months ago

⁣১ জুলাই ২০২৫, ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার দত্তেরবাজার এলাকায় ব্রহ্মপুত্র নদে ঘটে গেছে একটি মর্মান্তিক নৌকাডুবির ঘটনা।
বিরই নদীর পাড় দাখিল মাদ্রাসায় যাওয়ার সময় নদী পার হতে গিয়ে ৩ জন নিখোঁজ হন।
ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজ শুরু করে এবং জাল ফেলে একজনকে উদ্ধার করা হয়।
বর্তমানে উদ্ধার কাজ চলমান রয়েছে এবং নিখোঁজদের সন্ধানে নদীর আশপাশে তল্লাশি চলছে।
স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

📍 স্থান: দত্তেরবাজার, গফরগাঁও, ময়মনসিংহ
📅 তারিখ: ১ জুলাই ২০২৫
📰 সূত্র: ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন

📌 ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ঘটনাটির গুরুত্ব সকলের মাঝে ছড়িয়ে দিন।
🔔 আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন সবশেষ আপডেট পেতে।

Cover Topic -
গফরগাঁও নৌকাডুবি, Gafargaon Boat Capsize, ব্রহ্মপুত্র নদ দুর্ঘটনা, Gafargaon Breaking News, Mymensingh Boat Accident, ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান, দত্তেরবাজার নদী দুর্ঘটনা, ১ জুলাই ২০২৫ খবর, Gafargaon Latest News, Gafargaon Update Today, Boat Capsize Bangladesh, নৌ দুর্ঘটনা বাংলাদেশ,
#গফরগাঁও #নৌকাডুবি #boatcapsize #breakingnews #brahmaputrariver #fireservice #gafargaonnews #bangladeshnews #rescueoperation #নিখোঁজ #mymensinghnews

Monsur Alam
23,024 Views · 2 months ago

⁣‎"সদর হাসপাতালের সেই মর্মান্তিক সকাল – ফেনী কাঁদল একসাথে"

MD IMRAN MUNSHI
13,768 Views · 2 months ago

কাঠালিয়ার আওতাধীন ৫ নং শৌলজালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপনকে আজকে গণধোলাই দিয়েছে জনগণ। জানা যায় টিসিবি ও বিজিএফ এর কার্ডের দেওয়ার কথা বলে তিনি লোকের কাছে বা ভুক্তভোগীদের কাছ থেকে টাকা দাবি করেছেন। বহু মানুষকে হামলা মামলা স্বীকার করছেন তারা ভুক্তভোগীরা ক্ষিপ্ত হয়ে আজকে এইরকম ঘটনা ঘটিয়েছেন।

সুভাষ মজুমদার
4,596 Views · 2 months ago

⁣যশোর জেলা শহরের সার্কিট হাউজপাড়ায় মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার সময় একটি নির্মাণাধীন বহুতল ভবনের ষষ্ঠ তলার বারান্দা/কার্নিশ ভেঙে পড়ে দুই প্রকৌশলী ও একজন শ্রমিক প্রাণ হারিয়েছেন।

Juwel Hossain
1,010 Views · 2 months ago

⁣একান্ত সাক্ষাৎকার: ভিপি আয়নুল হক, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ ও তাড়াশ) আসনের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি।
.
🔹 প্রসঙ্গ: সাক্ষাৎকারে তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনদশায় জেল, জুলুম ও নির্যাতন পরিশেষে পেলেন বহিষ্কারাদেশ প্রসঙ্গে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি বলেন, দলের অভ্যন্তরীণ সংকট ও বর্তমান প্রেক্ষাপটে তাঁর অবস্থান এবং পরিকল্পনার কথা।
.
তারিখ: ২৯ জুন ২০২৫ইং
বার: রবিবার
সময়: সকাল ১১.০০টা
.
🔹 প্রধান অতিথিঃ ভিপি আয়নুল হক, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ ও তাড়াশ) আসনের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি।
🔹 সাক্ষাৎকার: মো. জুয়েল হোসেন, আই নিউজ বিডি, রাজশাহী বিভাগীয় অঞ্চল।
🔹 ক্যামেরায়: সহকর্মী রাকিবুল ইসলাম।

Badsha Alamgir
7,665 Views · 2 months ago

⁣কুষ্টিয়ায় জেলা বিএনপি কার্যালয় ঘেরাও কর্মসূচি।


কুষ্টিয়া পৌর বিএনপির দ্বি-বার্ষিকী সম্মেলনে ভোট চুরির নির্বাচন বাতিলের দাবিতে এবং জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন ও সদস্য সচিব জাকির হোসেন সরকারের পদত্যাগের দাবিতে।

Al Mamun Gazi
706 Views · 2 months ago

যশোর অভয়নগরে গত (২৯ জুন ২০২৫) শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশে যশোর অভয়নগরের আইকন আসাদুজ্জামান জনি বলেন, “তরুণরাই দেশের সবচেয়ে বড় শক্তি। মাদক ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে এক নতুন বাংলাদেশ গড়তে হবে। সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে।”
সমাবেশে স্থানীয় তরুণ-তরুণীরা উচ্ছ্বাসের সাথে তার আহ্বানে সাড়া দেন।

Mahamud Mithu
8,016 Views · 2 months ago

🔴 ⁣ড্রোন ক্যামেরায় টিভি সংবাদ, দশটি বাস্তব ভিত্তিক সংবাদ কাহিনি পর্ব , যা সাংবাদিকতার ধারণাকে পাল্টে দিতে পারে । ⁣⁣আই নিউজ বিডি মানে ড্রোন ক্যামেরায় সংবাদ ধারন। যারা যারা ড্রোন সাংবাদিকতা বা ইনোভেটিভ ড্রোন কন্ট্রোল জানালিস্ট হতে চান। তাদের জন্য ,⁣ধারণা বা শিখতে চাইলে যোগাযোগ করতে পারেন Mahamud Mithu 01919171683

Akm Kaysarul Alam
2,477 Views · 2 months ago

⁣সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার স্ত্রীর জমি - গাড়ী ও ৫৬ টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

Al Mamun Gazi
5,683 Views · 2 months ago

২৮বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সুনামগঞ্জ সদর উপজেলার ২নং রঙ্গারচর ইউনিয়নের হরিণাপাটি গ্রামের একটি টিনসেটের গোডাউনে গোয়েন্দা তথ্যর ভিত্তিতে টাস্কফোর্স এর অভিযানে মালিকবিহীন ৪২৮৬ পিস ভারতীয় শাড়ি,১৩ পিস লেহেঙ্গা,৪৯২২ পিস কসমেটিক্র সামগ্রী ও ২০১২০ পিস চকলেট আটক করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্যে ৫ কোটি ৫৪ লাখ ৭১ হাজার ৫২০ টাকা।

আজ সোমবার ভোররাতে সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্রিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান,২ জন পুলিশ সদস্য,২৮ বর্ডারগার্ড বিজিডিও-৩১৫ সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম,১৬ জন বিজিবি”র সদস্যসহ মোট ২০ জন অভিযানে অংশগ্রহন করেন।

এ ব্যাপারে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একেএম জাকারিয়া কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকর্মীদের জানান,আমাদের বিজিবি”র উবর্ধতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সুনামগঞ্জের ৯০ কিলোঃ সীমান্তজুড়ে ১৯টি বিওপির সদস্যরা নিরাপত্তা রক্ষা,চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা হয়েছে। এই জেলার সকল সীমান্ত স্পটগুলো সুরক্ষিত রাখতে আমরা আমাদের সৈনিকদের দ্বারা নিরাপদ রাখায় সব সময় সচেতন রয়েছেন বলে তিনি জানান। তিনি বলেন আজকের আটককৃত ভারতীয় অবৈধ মালামালগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য গত একমাসে সুনামগঞ্জের ৯০ কিলোমিটার এলাকায় ১৯টি বিওপির সদস্যরা অভিযান চালিয়ে এযাবত ১৪ কোটি ৮৪ লাখ ৬৭ হাজার ৯৭৮ টাকার সীমান্ত দিয়ে অবৈধ ভারতীয় বিভিন্ন ধরেনর পন্যসামগ্রী আটক করতে সক্ষম হয়েছে।




Showing 32 out of 33