কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
National
নারী ভক্তদের ব্যতিক্রমী উপহার হিরো আলমের জন্য নিজ হাতে দুধ নিয়ে হাজির!
সাতক্ষীরা শ্যামনগর উপজেলা
বিমানবন্দরে বন্ধ রয়েছে বিমান উঠানামা দীর্ঘ অপেক্ষায় যাত্রী এবং স্বজনরা
এখনও জ্ব'ল'ছে বিমানবন্দরে আ'গু'ন
বিমানবন্দরে আ'গু'ন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৩২ ইউনিট
এখনো জ্ব'ল'ছে বিমানবন্দরের কার্গো হাউসের আ'গু'ন
জুলাই সনদ স্বাক্ষরে সংঘর্ষ: আহতের পাশে দাঁড়ালেন সাংবাদিক, পেশাদারিত্বের বাইরে মানবিকতা।
গত ১৭ অক্টবর শুক্রবার জাতীয় সংসদে অনুষ্ঠিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান কে ঘিরে পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের মধ্যে ঘটে যাওয়া সংঘর্ষের সময় যখন উপস্থিত গণমাধ্যমকর্মীরা খবর সংগ্রহে ব্যস্ত, তখন ব্যতিক্রমী এক চিত্র ধরা পড়ে একটি ভিন্ন মিডিয়ার ক্যামেরায়।
দৈনিক সকালের একজন সংবাদকর্মী, যিনি গলায় পরিচয়পত্র, এক হাতে ভিডিও ধারণের মোবাইল ও মাইক্রোফোন ধারণ করছিলেন, তিনি সংবাদ সংগ্রহ না করে ছুটে যান আহত এক জুলাই যোদ্ধার পাশে। রাস্তার পাশে পড়ে থাকা সেই ব্যক্তিকে সহানুভূতির সঙ্গে তুলে আনতে দেখা যায় তাকে, যা সামাজিক মাধ্যমে ইতোমধ্যেই প্রশংসা কুড়াচ্ছে।
পেশাদার দায়িত্বের বাইরে গিয়ে এমন মানবিকতার নজির সাংবাদিকতায় এক নতুন মাত্রা যোগ করল বলে মনে করছেন অনেকে।
এ ঘটনায় আহতদের চিকিৎসা চলছে এবং স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। সংঘর্ষের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উল্লেখযোগ্য:
এই সাংবাদিকের এমন ভূমিকা আমাদের মনে করিয়ে দেয়— সাংবাদিকতা শুধু খবর সংগ্রহ নয়, মানবতার দায়িত্বও।
*#সংঘর্ষ #সাংবাদিকতা #মানবিকতা #জুলাইসনদ #ঘোড়াঘাট #জুলাইযোদ্ধা #dainiksokal #journalismwithheart #newsbeyondcamera*
শাহজালাল বিমানবন্দরে ভয়া'বহ আ'গু'ন
https://ekhon.tv/national-news..../68f35b240cb5a09430f
কালিগঞ্জ হতে ভেটখালি রাস্তার সংস্কারের
কাজের জন্য রাস্তার দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ
দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা দীর্ঘদিন ধরে ২০% বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা ও উৎসব ভাতার দাবিতে আন্দোলন করে যাচ্ছেন। বারবার আলোচনার আশ্বাস দেওয়া হলেও এখনো তাদের দাবিগুলো পূরণ হয়নি। এতে ক্ষুব্ধ শিক্ষকরা অনশন কর্মসূচি শুরু করেছেন। শিক্ষকদের প্রশ্ন— ন্যায্য দাবিগুলো মানতে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনীহার কারণ কী? নেপথ্যে কে বা কারা রয়েছে, তা জানতে চায় দেশের শিক্ষক সমাজ।
কচুয়া চৌমুহনী মাদ্রাসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।।
চাঁদপুরের কচুয়ায় চৌমুহনী মাদ্রাসায় চৌমুহনী সমাজ কল্যাণ পরিষদ ও দিশারী মেডিকেল (নরমাল ডেলিভারি) সেন্টারের উদ্দোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৭ অক্টোবর শুক্রবার চৌমুহনী মাদ্রাসার অডিটরিয়ামে চৌমুহনী সমাজকল্যাণ পরিষদের সহ-সভাপতি চৌমুহনীবাজার মসজিদের খতিব প্রভাষক মাওলানা শহীদুল্লাহ খানের সার্বিক সহযোগিতায় সকাল ৯ টা থেকে সারাদিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ প্রদান করা হয়েছে। কচুয়া দিগন্ত দিশারী ফাউন্ডেশন ও চৌমুহনী সমাজ কল্যাণ পরিষদের যৌথ তত্ত্বাবধানে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ফ্রি মেডিকেল ক্যাম্পের সভাপতিত্ব করেন নব দিগন্ত সম্পাদক কচুয়া দিশারী স্কুল মাদ্রাসা ও দিশারী মেডিকেল পরিচালক, কচুয়া প্রেসক্লাবের সেক্রেটারি অধ্যক্ষ শাহাদাত হোসেন মুন্সী। স্থানীয় জামায়াত নেতা ও কচুয়া প্রেসক্লাব সহ-সভাপতি মাওলানা আবু হানিফ নোমানের সঞ্চালনায় মেডিকেল ক্যাম্প উত্তর আলোচনায় প্রধান অতিথির বিশিষ্ট সমাজসেবক ডাক্তার নাসরিন সুলতানা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন আবু তাহের মুন্সি, কচুয়া আল ফাতেহা মাদ্রাসার শিক্ষক মাওলানা মিয়াজী মোহাম্মদ আব্দুল কাদের, শরিফুল ইসলাম, ফারুক মুন্সী, ফয়েজ মুন্সী, আব্দুল হাকিম, ইঞ্জিনিয়ার রায়হান হোসেন, ও ছাত্র নেতা রামিম হোসেন, ডাঃ নাছরিন সুলতানা এমবিবিএস, পিজিটি গাইনী, ও চক্ষু ডাঃ সাগর চন্দ্র রায়। মেডিকেল ক্যাম্পে সার্বিক সহযোগিতা করেন, আসিফ মাহমুদ, অধ্যক্ষ মাওলানা আবু জাফর,, ওয়ালী উল্লাহ মীর, হোসনেয়ারা বেগম, আমিনুল ইসলাম মীর স্থানীয় ছাত্র শিবির নেতৃবৃন্দ প্রমুখ। ফ্রি মেডিকেল ক্যাম্পে স্থানীয় এতিমখানা শিক্ষার্থী, বয়স্ক পুরুষ মহিলা শিশুসহ সকল শ্রেণীর রোগীদের স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। এতে উপস্থিত সকলের সন্তুষ্টি প্রকাশ করেন এবং দিশারী মেডিকেলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
ডাকসুর সাবেক ভিপি ও বাংলাদেশ গণ অধিকার পরিষদের সদস্যসচিব নূরুল হক নূর বলেছেন, “আমরা জনগণের সকল প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর। গণমানুষের অধিকার, ন্যায়বিচার ও পরিবর্তনের রাজনীতি প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য।”
তার এই বক্তব্যে উপস্থিত জনগণ উচ্ছ্বাস প্রকাশ করেন এবং গণ অধিকার পরিষদের প্রতি নতুন আশার বার্তা দেখছেন। সাধারণ মানুষের মতে, এই দলই ভবিষ্যতে প্রকৃত অর্থে জনগণের কণ্ঠস্বর হয়ে উঠতে পারে। উক্তিটি করেন পটুয়াখালী ছাত্র পরিষদের সা.সম্পাদক
ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, “যে দেশে বদলা দেওয়া মানুষের বেতন লাখ টাকায়, সেখানে ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষকদের বেতন সবচেয়ে কম — এটা জাতির জন্য লজ্জাজনক।” তিনি আরও বলেন, শিক্ষক সমাজের মর্যাদা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠা না হলে দেশের শিক্ষা ব্যবস্থা কখনোই শক্ত ভিত্তি পাবে না। তার বক্তব্যে শিক্ষক সমাজের ন্যায্য দাবি বাস্তবায়নের প্রতি জোর আহ্বান জানান তিনি।
বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবসে সারাদেশে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে পুলিশ ও জুলাই যোদ্ধাদের মধ্যে ধাওয়া পাল্টা হাওয়া হয়। পরিস্থিতি শান্ত হলে ও চিহ্ন রেখে যায়।
সাতক্ষীরা শ্যামনগর অবৈধ স্থাপনা উচ্ছেদ
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে অনড় অবস্থান নিয়েছেন। তারা ঘোষণা দিয়েছেন— দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন এবং ঘরে ফিরবেন না। শিক্ষকদের দাবির মধ্যে রয়েছে ২০ শতাংশ বাড়ী ভাড়া ভাডা, মেডিকেল ভাতা ও ৭৫ শতাংশ উৎসব ভাতা বাস্তবায়ন। আন্দোলনের ফলে দেশের বিভিন্ন স্থানে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।
সাতক্ষীরা শ্যামনগর অবৈধ স্থাপনা উচ্ছেদ
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে সংসদ ভবন এলাকার সবশেষ পরিস্থিতি সরাসরি..hd
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে মানিক মিয়া এভিনিউ রণক্ষেত্র, সরাসরি..hd
জুলাই যোদ্ধা-পুলিশ মুখোমুখি, রণক্ষেত্র সংসদ ভবন এলাকা সরাসরি.hd
জুলাই যোদ্ধাদের অবস্থান ঘিরে রণক্ষেত্র সংসদ ভবন এলাকা। সরাসরি..hd
জুলাই আন্দোলনের যোদ্ধাদের সংসদে সামনে অবস্থান.hd
জাতীয় সংসদ ভবনে জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, সরাসরি..hd
গণিতবিদ ২০২৫ পুরস্কার বিতরণী এবং সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অধ্যাপক ড. শহীদুল ইসলাম, সরাসরি.hd
কিছুক্ষণ পরই শুরু জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। সরাসরি.hd
সংসদ ভবনের সামনে সতর্ক অবস্থানে সেনাবাহিনী-পুলিশ,বিজিব.hd
সংসদ ভবনে প্রবেশ করছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি.hd
Live সংসদ ভবনে জুলাই যোদ্ধাদের হট্টগোল; অ্যাকশনে পুলিশ, ব্যাপক উত্তেজনা.hd
Live পু'লিশের সাথে জুলাই যো'দ্ধাদের সংঘ'র্ষের পর সংসদ ভবনের এরিয়ায় সর্বশেষ পরিস্থিতি..hd
LIVE জুলাইযোদ্ধা আইনশৃঙ্খলা বাহিনীর মুখোমুখি সংসদ ভবনের সামনে.hd
জুলাই যোদ্ধাদের দাবির প্রতিফলন ঘটিয়ে অঙ্গীকারনামার সংশোধন করা হয়েছে
জুলাইযোদ্ধা আইনশৃঙ্খলা বাহিনীর মুখোমুখি সংসদ ভবনের সামনে
ফুটেজে দেখা যায়। একদল সন্ত্রাসী পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে হাসপাতালের ৩য় তলায় ভর্তি রোগীর উপর উপর্যপুরি হামলা করছে।
ভারতের চোখে চোখ রেখে বিএনপির নেতৃত্বে এই মুহূর্তে তিস্তার পারে লাখো মানুষের মোমবাতি প্রজ্জ্বলন, বিএ
ভারতের চোখে চোখ রেখে বিএনপির নেতৃত্বে এই মুহূর্তে তিস্তার পারে লাখো মানুষের মোমবাতি প্রজ্জ্বলন, বিএনপির দুলু ভাই
বাংলাদেশ জাতীয়বাদী সমবায় দলের ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা জাতীয় প্রেস ক্লাব ১৫ অক্
বাংলাদেশ জাতীয়বাদী সমবায় দলের ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা জাতীয় প্রেস ক্লাব ১৫ অক্টোবর ২০২৫
বাংলাদেশ জাতীয়বাদী সমবায় দলের ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা- জাতীয় প্রেস ক্লাব- ১৫ অ
বাংলাদেশ জাতীয়বাদী সমবায় দলের ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা-
জাতীয় প্রেস ক্লাব- ১৫ অক্টোবর ২০২৫
এক সময়ের প্রভাবশালীদের বর্তমানে নেই ক্ষমতা নেই আগের সেই প্রভাব।
আগুন লাগা ভবন থেকে ছড়িয়ে পড়ছে ক্লোরিন গ্যাস মিরপুর থেকে সরাসরি
কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় ব্রিফিং মিরপুর থেকে
মিরপুর অগ্নিকাণ্ডের সর্বশেষ ঘটনাস্থল থেকে সরাসরি
শাহবাগ অভিমুখে শিক্ষকরা, পুলিশের বাধা
শাহবাগ ব্লকেডের প্রস্তুতি, শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষকরা।
পুলিশের বাধা উপেক্ষা করে শাহবাগ অবরোধ শিক্ষকদের.
শাহবাগ ব্লকেড করতে এগিয়ে যাচ্ছে শিক্ষকরা
পুলিশের বাধা অতিক্রম করে শিক্ষকদের শাহবাগ ব্লকেড।
'তুমি কে আমি কে, শিক্ষক শিক্ষক' স্লোগানে উত্তাল শাহবাগ,
উত্তাল পরিস্থিতি শাহবাগে, সরাসরি
আমার চুল থেকে নখ পর্যন্ত বিএনপি,অমানুষিক নির্যাতনেও নত হইনি
উপস্থাপনায় :জুয়েল আজ্জম
অতিথি :নুর মোহাম্মদ পনেছ
সাবেক সভাপতি - বন্দর থানা বিএনপি
মার্চ টু সচিবালয় অংশ নিতে হাজারো শিক্ষকদের ঢল শহীদ মিনারে সরাসরি
সচিবালয় অভিমুখে এমপিওভুক্ত শিক্ষকদের লংমার্চ
শিক্ষকদের লংমার্চ টু সচিবালয়, পুলিশের বাধা
মেধা দিয়ে কিন্তু রেল চলে না: রেল বুঝতে সচিবের লাগে ১০ বছর
রায়পুরে ৬০ বছরের জমি বিরোধ, মামলার ৩৫ বছর পরে ভবন ভেঙে প্রকৃত মালিককে বুঝিয়ে দিল আদালত!
আটকদের জন্য সেনানিবাসে সাব জে ল
শিক্ষকদের স্বার্থসিদ্ধির জন্য শিক্ষার্থীদের রাস্তায় নামানো হয়েছে!
জুলাই সনদে স্বাক্ষরের আগে আমাদের সব দাবি সনদে অন্তর্ভুক্ত করতে হবে!
এনটিআরসিএ কার্যালয়ে পুলিশ-আ'ন্দোলনকারী মুখোমুখি,
সচিবালয়ে ঢুকছে সাত কলেজের প্রতিনিধি টিম,
১৮ তম সুপারিশ বঞ্চিতদের এবং পুলিশ মুখোমুখি, এনটিআরসিএ থেকে
সাত কলেজ শিক্ষার্থীদের মুখোমুখি পুলিশ
সাত কলেজ শিক্ষার্থীদের শিক্ষাভবন ঘেরাও কর্মসূচি
ঢাকা কলেজে শিক্ষার্থী শিক্ষক হাতাহাতি
ঢাকা কলেজ শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা
জুলাই যোদ্ধাদের সচিবালয় ঘেরাও, পুলিশের বাধা সচিবালয় থেকে
পুলিশের বাধার মুখে সাত কলেজের শিক্ষার্থীরা
সচিবালয় অভিমুখেপুলিশের মুখোমুখি জুলাই যোদ্ধারা
শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করতে সাত কলেজের প্রতিনিধি টিম সচিবালয় অভিমুখে।
শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান ঘিরে যা দেখা যাচ্ছে
শিক্ষা ভবন অভিমুখে শিক্ষার্থীদের পদযাত্রা ঘিরে পুলিশ কঠোর অবস্থানে।
পুলিশের বাধা উপেক্ষা করে এনটিআরসিএ কার্যালয়ে ঢুকছেন আ'ন্দোলনকারীরা
আমরা কি ২৪ এর গনুভভুথান করে কি ভুল করেছি
শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের কঠোর হুঁশিয়ারি! সরকারকে দেওয়া হলো চরম আল্টিমেটাম
দীর্ঘ ৭ বছর পর স্বামী শহীদ জিয়াউর রহমানের ক ব র জিয়ারতে বেগম খালেদা জিয়া
ডিম, মাছ, সবজি নিত্য প্রয়োজনীয় পণ্যে অকেজো ব্যয় ও লুটপাটের আঁচ
বাংলাদেশে রাষ্ট্রীয় মদদে নি'খোঁ'জের ভ'য়াব'হ অধ্যায় উন্মোচন
বর্তমান সরকারের উপদেষ্টা আমাদের কথা দিয়ে কথা রাখেনি
দেশের রাজস্ব আয় বিদ্ধি করার জন্য আমাদেরকে সুপারিশ করতে চাছে না
আমাদের পার্শ্ববর্তী দেশে শিক্ষকদের বেতন কত
শিক্ষকদের উপর সাউন্ড গ্রেনেড মারলো পুলিশ।
একজন ব্যাবসায়ীর বক্তব্য।।
প্রেসক্লাবে শিক্ষকদের সঙ্গে পুলিশের সং ঘ র্ষ ।সরাসরি
আন্দোলনরত শিক্ষকদের সরাতে অ্যাকশনে পুলিশ
এমপিও ভুক্ত শিক্ষকদের প্রেসক্লাব থেকে সরিয়ে দিচ্ছে পুলিশ
এমপিও ভুক্ত শিক্ষকদের প্রেসক্লাব থেকে সরিয়ে দিচ্ছে পুলিশ সরাসরি
প্রেসক্লাব থেকে শহিদ মিনারের উদ্দেশ্যে এমপিওভুক্ত শিক্ষকরা
এমপিওভুক্ত শিক্ষক -পুলিশ মুখোমুখি
যুবকের অনশন ভাঙ্গাতে ছুটে এলেন ডিসি সারওয়ার
ক্লাসের তা লা ভে' ঙে শহীদ মিনারে জড়ো হচ্ছে ঢাকা কলেজ ইন্টারমেডিয়েট শিক্ষার্থীরা
কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় মডেলের বিরুদ্ধে ঢাকা কলেজ ইন্টার শিক্ষার্থীদের সাইন্সল্যাব অবরোধ
কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মডেলের বিরুদ্ধে ঢাকা কলেজ ইন্টারমিডিয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ
বিশ্ববিদ্যালয়ের মডেলের বিপক্ষে ইন্টারমিডিয়েট শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
বিভিন্ন দাবিতে উত্তাল সিলেট,
পুলিশ-শিক্ষক মুখোমুখী, উ’ত্তা’ল শাহবাগ
পূর্বধলা, নেত্রকোনা।
ড মুহাম্মদ ইউনূস হাসিনার মতোই কাজ করতেছে
ঝিনাইদহ,কালীগঞ্জে ,আাড়পাড়া গ্রাম থেকে পপি(২২) নামের এই মহিলাকে পরান(৩০) নামের এই ছেলের সাথে বদ্ধ ঘরে আ*টক করে এলাকার বাসিন্দারা,পরবর্তী এলাকাবাসী জানান পপি(২২) এর আগে ৯-১০টি বিবাহ করেছেন,তার ২ টি সন্তান আছে,,,,❗এলাকাবাসী আরো জানান সে মাঝেমধ্যেই এমন মানুষ নিয়ে বাসাই দেখাযায়, পরিচয় দেন আত্মীয় স্বজনের,,,
অতঃপর পরান(৩০)কে পুলিশের হাতে তুলেদেন এলাকাবাসী,,,
এলাকাবাসীর দাবি পপি(২২) তার আর কালীগঞ্জে থাকার অধিকার নাই,,,❗আপনারাও সচেতন থাকেন কালিগঞ্জে আর কোন যৌন ব্যবসায়ীর স্থান গড়েতুলতে দেবনা,,,❗
#কালিগন্জ #পোস্ট,
কুতুবদিয়া
(কক্সবাজার) প্রতিনিধি ॥
কক্সবাজার
উপকূলের কুতুবদিয়ায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে নৌবাহিনী ও প্রশাসনের যৌথ অভিযানে
১১টি ফিশিং বোট আটক করা হয়েছে। এ সময় ৭৬০ মণ মাছ ও অপরিচিত পরিমাণ অবৈধ জাল জব্দ
করা হয়েছে।
বৃহস্পতিবার
(অক্টোবর ১০, ২০২৫) রাত ৮ থেকে ৯টা পর্যন্ত কুতুবদিয়ার আলী
আকবর ডেইল ইউনিয়নের তাবালের চর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। বাংলাদেশ নৌবাহিনীর
লেফটেন্যান্ট কমান্ডার আরমান হোসেন এর নেতৃত্বে পতেঙ্গা নৌ ঘাঁতিতের টহলরত জাহাজ
বানৌজা মহিবুল্লাহ মা ইলিশ রক্ষার জন্য অভিযানে অংশ নেছে।
পরে কুতুবদিয়া
উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াই প্রু মারমা এর নেতৃত্বে ঘটনাস্থলে মোবাইল
কোর্ট পরিচালনা করা হয়। উপস্থিত ছিলেন কুতুবদিয়া থানার ওসি আরমান হোসেন, উপজেলা
মৎস্য কর্মকর্তা নাজমুস সাকিব, ও আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান আকতার কামাল।
মোবাইল কোর্টে
১১টি বোটের মালিকদের মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত মাছ ১৪ লাখ ৯০
হাজার টাকা মূল্যে নিলামে বিক্রি করা হয়। এছাড়াও উদ্ধারকৃত বেহুন্দি ও অন্যান্য
অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
অতীত থেকে কি শিক্ষা নিতে পেরেছে বাফুফে!
পিআর পদ্ধতি যারা চায় না — তাদের আসল উদ্দেশ্য দেশে লুটপাট করা