close

লাইক দিন পয়েন্ট জিতুন!

राष्ट्रीय

রবি ডাকুয়া
2 विचारों · 5 घंटे पहले

⁣“মোংলা বন্দরের আধুনিক বর্জ্য অপসারণ ব্যবস্থাপনা প্রকল্প উদ্বোধন করলেন নৌ পরিবহন উপদেষ্টা”


‎ম.ম.রবি ডাকুয়া,বিশেষ প্রতিনিধিঃ





‎মোংলা বন্দরের আধুনিক বর্জ্য ও নিঃসৃত তেল অপসারণ ব্যবস্থাপনা প্রকল্পটির শুভ উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন।


‎২৭ জানুয়ারি, ২০২৬ তারিখে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান, সদস্য (হারবার ও মেরিন) কমডোর মোঃ শফিকুল ইসলাম সরকার, সদস্য (অর্থ) ও পরিচালক (প্রশাসন) (অ:দা:) কাজী আবেদ হোসেন (যুগ্মসচিব), সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) ড. এ. কে. এম. আনিসুর রহমান (যুগ্মসচিব), পরিচালক (বোর্ড) কালাচাঁদ সিংহ (যুগ্মসচিব), হারবার মাষ্টার ও প্রকল্প পরিচালক ক্যাপ্টেন মোহাম্মদ শফিকুল ইসলামসহ সকল বিভাগীয় প্রধান ও বন্দরের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বন্দর ব্যবহারকারীগণ।

Nazrul Islam
1 विचारों · 1 दिन पहले

নিজস্ব প্রতিবেদক,

কক্সবাজার বীর মক্তিযোদ্ধা মাঠে অনুষ্ঠিত হবে বিশাল এই নির্বাচনী জনসভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়েতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

SLB Shuvo
2 विचारों · 5 दिन पहले

⁣সরস্বতীপূজা উপলক্ষে মালিপাড়ায় চলছে প্রতিমা কেনাবেচার ধূম

Nazrul Islam
5 विचारों · 9 दिन पहले

⁣তিনি স্মরণ করিয়ে দেন, ২০২২ সালে ফ্যামিলি কার্ড ইস্যু ও বিতরণকে ঘিরে দেশজুড়ে বিস্তর দুর্নীতির অভিযোগ উঠেছিল। সে সময় প্রকৃত দরিদ্র ও সুবিধাবঞ্চিত অনেক পরিবার কার্ড থেকে বঞ্চিত হলেও রাজনৈতিক পরিচয়, স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের মাধ্যমে অযোগ্য ব্যক্তিরা কার্ড পেয়েছেন বলে অভিযোগ আসে।

ওসমান এহতেসাম
10 विचारों · 10 दिन पहले

আতংকের মাস জানুয়ারি!
আইন আছে জানেনা কেউ!
অনুসন্ধানী প্রোগ্রাম : জানতে চাই, পর্ব-১

Md Hamidul Islam
7 विचारों · 11 दिन पहले

⁣৩৪ বছর পর আবারও গণভোটে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে দেশের মানুষ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই সময়ে গণভোটের মাধ্যমে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিয়ে জনগণ সরাসরি মতামত প্রকাশ করতে পারবে।
এই ঐতিহাসিক প্রেক্ষাপটে পটুয়াখালীর গলাচিপায় গণভোট, নাগরিক অধিকার, সংবিধান পরিবর্তন ও শাসনব্যবস্থার সংস্কার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় ব্যতিক্রমধর্মী ওপেন এয়ার কনসার্ট।
অনুষ্ঠানে অংশ নেন চ্যানেল আইয়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী বনি আমিন, অভিনেতা সামিউল রহমান ভূঁইয়া (ভাইসাব), কণ্ঠশিল্পী টুম্পা, আরিশা তামান্না ও ওহিদুল রাহাত। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান গণতন্ত্র ও নাগরিক অধিকার বিষয়ে তরুণ সমাজকে সচেতন করার গুরুত্ব তুলে ধরেন।
ভিডিওতে দেখুন—অনুষ্ঠানের মুহূর্ত, মানুষের অংশগ্রহণ এবং গণভোট বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা।
স্থান: গলাচিপা, পটুয়াখালী
তারিখ: ১৪ জানুয়ারি ২০২৬
প্রতিবেদন: গুজিয়া সংবাদ

Juwel Hossain
4 विचारों · 12 दिन पहले

⁣জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম রাহিমুলের কণ্ঠে পবিত্র কোরআন
.
#রাহিমুল | #কোরআন | #হিফজুল

রবি ডাকুয়া
10 विचारों · 15 दिन पहले

⁣‎বিশেষ প্রতিনিধিঃ





‎২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এক বছরে সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকে ৪৯ দস্যুকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। এসময় জব্দ করা হয়েছে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ। ২৯ ডিসেম্বর সোমবার সকাল ১১টায় বিজিসি বেইজ মোংলায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম।





‎তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা, চোরাচালান প্রতিরোধ, বনজ সম্পদ সংরক্ষণ, মৎস্যসম্পদ রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগে মানবিক সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ, জলদস্যু ও বনদস্যু নির্মূল, জেলেদের নিরাপত্তা প্রদান এবং সমুদ্র ও নৌপথে অবৈধ কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।

News24 Pabna
8 विचारों · 16 दिन पहले

⁣পাবনা পলাশ ক্যাডেট স্কুল এন্ড মডেল মাদ্রাসায়, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

Abdullah Ibne Khalid
8 विचारों · 21 दिन पहले

রাজধানীতে তিব্র গ্যাস সংকট। তবে ক্রেতারা অভিযোগ করছে বেশি টাকা দিলেই মিলছে গ্যাস সিলিন্ডার।

Nazrul Islam
9 विचारों · 24 दिन पहले

⁣জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উপলক্ষে কক্সবাজারের কুতুবদিয়ায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে
এ কর্মসূচি পালন করা হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাকিবুল আলম, থানার ওসি (তদন্ত) ফারুক হোসাইন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট ডা. মোরশেদ পারভেজ।

বক্তারা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় আনতে সমাজসেবার গুরুত্ব তুলে ধরে সম্মিলিত
উদ্যোগের আহ্বান জানান।

ইউনিয়ন সমাজকর্মী মোহাম্মদ হাসান মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো.
সাখাওয়াত হোসেন সাহেদ, রুপালী
রাণী দাশ (ইউনিয়ন সমাজকর্মী) এবং অফিস সহকারী কোহিনূর আকতারসহ বিভিন্ন পর্যায়ের
সমাজকর্মী ও অতিথিবৃন্দ।

‎আলোচনা সভার শুরুতে কুরআন তেলাওয়াত করেন মুজাহিদুল ইসলাম। হামদ পরিবেশন করেন মোহাম্মদ তফসির। মোনাজাত পরিচালনা করেন হাফেজ বাহাউদ্দীন।

Abdullah Ibne Khalid
10 विचारों · 27 दिन पहले

বেগম খালেদা জিয়ার জানাযায় এসে অসুস্থ হয়ে পরে এক ব্যক্তি। মেডিকেল টিমের সদস্য রা এগিয়ে আসেন

Md Hamidul Islam
11 विचारों · 27 दिन पहले

বেগম খালেদা জিয়ার মহাকালের সমাপ্তিতে কেমন ছিলো মানিক মিয়া এভিনিউ।

Juwel Hossain
22 विचारों · 28 दिन पहले

⁣বেগম জিয়ার মৃত্যুতে সিরাজগঞ্জ জেলা বিএনপির শোক ও মির্জা মোরাদুজ্জামানের পরিবারের শ্রদ্ধাঞ্জলি
.
#sirajganj | #begumzia | #tariquerahman

Abdullah Ibne Khalid
12 विचारों · 28 दिन पहले

বাংলাদেশের সাবেক তিন বারের সফল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু তে সাধারণ কর্মজিবী মানুষের প্রতিক্রিয়া।

Md.Mominul Islam
9 विचारों · 1 महीना पहले

⁣দিনাজপুরে ৬ টি আসনে মনোনয়ন পত্র
গ্রহন করলেন জামায়াতের ছয় প্রার্থী

দিনাজপুর প্রতিনিধি :

আজ ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার নির্বাচন কমিশন
ও জেলা প্রশাসক রফিকুল ইসলাম এর কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন জামায়াতে ইসলামী ৬ টি আসনের ছয়জন প্রার্থী।
মনোনয়ন সংগ্রহ করা প্রার্থীরা হলেন ১ ( বীরগঞ্জ - কাহারোল)
আসনে মতিউর রহমান,
২ আসনে (বিরল - বোচাগঞ্জ) আফজালুল আনম, ৩ (সদর) আসনে এড্যাভোকেট মাইনুল আলম,৪ আসনে ( চিরিরবন্দর- খানসামা) আফতাব উদ্দিন মোল্লা, ৫ আসনে ( ফুলবাড়ী -পার্বতীপুর) আনোয়ার হোসেন, ৬ আসনে ( বিরামপুর -নবাবগঞ্জ- ঘোড়াঘাট- হাকিমপুর) আনোয়ারুল ইসলাম।
প্রার্থীরা উপস্থিত থেকে নিজ নিজ মনোনয়নপত্র গ্রহণ করেন।

মনোনয়ন পত্র সংগ্রহের সময় জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিছুর রহমান সহ জামাতের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।

Farhad Ahmad
15 विचारों · 1 महीना पहले

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর স্বদেশ প্রত্যার্বতন উপলক্ষে বান্দরবান পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শুভেচ্ছা মিছিল

MD IMRAN MUNSHI
26 विचारों · 1 महीना पहले



ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও রাজনৈতিক আন্দোলনের অংশ হিসেবে, সদ্য বিগত জুলাই যোদ্ধা আদি হত্যার বিচারের দাবিতে একটি ব্লকেড কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচিটি প্রায় এক ঘন্টাব্যাপী ধরে চলে এবং এতে আঞ্চলিক সচেতন ছাত্রমহল এবং বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো উজ্জীবিতভাবে অংশগ্রহণ করে। ছাত্রদের এই অংশগ্রহণ প্রমাণ করে যে, তাঁরা সমাজের জন্য ইনকিলাব জিন্দাবাদ এবং আমরা সবাই হাদী হব গুলির মুখে কথা কবো এই ধরনের স্লোগান দিয়ে কীভাবে ঐক্যবদ্ধ হয়ে কর্মসূচি চালিয়ে যায়। জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদীর হত্যার ঘটনাটি তাঁর গ্রামের বাড়ি ঝালকাঠি জেলায় শোকের ছায়া নেমে এনেছে। এলাকাবাসীর মতে, এই আন্দোলন শুধু একটি হত্যাকান্ডের বিচার দাবি করাই নয়, বরং এটি একপ্রকার সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতি উদাত্ত আহ্বান। হাদীর মৃত্যুতে সৃষ্ট শোকের আবহাওয়া এলাকায় সবদিকে ছড়িয়ে পড়েছে এবং মানুষ খুবই দুঃখের সঙ্গে এই হারানোর ক্ষতিকে সহ্য করার চেষ্টা করছে।

Juwel Hossain
20 विचारों · 1 महीना पहले

⁣জাতির উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস
.
#dryunus | #osman_hadi | #july

Abu Rayhan
14 विचारों · 1 महीना पहले

”আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস উপলক্ষে বিরল উপজেলা জামায়াতের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের লক্ষ্যে সকাল থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে প্রথমে একটি র‍্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের গুরুত্ব তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন।

র‍্যালি শেষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং বিজয় দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতা, আত্মমর্যাদা ও জাতীয় ঐক্যের প্রতীক। দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান বক্তারা।

সভা শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

JAKIR HOSSAIN
19 विचारों · 1 महीना पहले

⁣আগামীকাল মঙ্গলবার মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে যশোরের শার্শার কাশীপুরে শহীদ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সমাধীস্থল প্রস্তুত। ইতিমধ্যে ধোয়া, মোছা,পরিষ্কার পরিছন্ন সহ রংয়ের কাজ সমপন্ন হয়েছে। দিবসটির প্রথম প্রহরে উপজেলা প্রশাসন, বীরশ্রেষ্ঠের পরিবার ও বিজিবির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হবে। পরে একে একে রাজনৈতিক, সামাজিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পৃথকভাবে ফুলের শ্রদ্ধা জানাবে।

মঙ্গলবার সকালে বিজিবির পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হবে।

মহান মুক্তিযুদ্ধে পাকহানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে অংশ নেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ। এ সময় শত্রুর হাতে নির্মমভাবে প্রাণ হারান তিনি। পরে শার্শার কাশিপুরে তাকে সমাহিত করা হয়। প্রতিবছর তার জন্ম-মৃত্যু বার্ষিকী,বিজয় দিবস ও স্বাধীনতা দিবসে উপজেলা প্রশাসন ও বিজিবিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ সমাধীস্থলে তার প্রতি শ্রদ্ধা জানায়।

Sumon Hawlader
33 विचारों · 1 महीना पहले

⁣বাড্ডা পেট্রোল পাম্পের সামনে ‘অছিম পরিবহন’-এর একটি বাসে হঠাৎ আগুন লাগে। আগুনের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে ফিটনেস সমস্যার সন্দেহ করা হচ্ছে। ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Nazrul Islam
16 विचारों · 2 महीने पहले

পিনাকির বর্ণনা থেকে

আই নিউজ বিডি ডেস্ক
16 विचारों · 2 महीने पहले

⁣হোটেল থেকে সৈকত, সর্বত্র ভয়! মিশুক ড্রাইভারদের হাতে জিম্মি কক্সবাজারের টুরিস্টরা

Nazrul Islam
12 विचारों · 2 महीने पहले

⁣নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া
কুতুবদিয়ায় ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। চলতি নভেম্বর মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা দুই শতাধিক ছাড়িয়ে গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার এবং বিভিন্ন ইউনিয়ন থেকে প্রাপ্ত তথ্য বলছে—গত দুই সপ্তাহে ডেঙ্গু উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, প্রতিদিন ৮–১২ জন রোগী ডেঙ্গুর উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসছেন। অধিক ঝুঁকিপূর্ণ না হলে তাদের বাসায় থেকেই চিকিৎসার পরামর্শ দেওয়া হচ্ছে।
কুতুবদিয়া হাসপাতালে ওষুধ, স্যালাইন ও পরীক্ষার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে বলেও জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল হাসান। তিনি বলেন, “দ্বীপাঞ্চলে আগে এ ধরনের প্রকোপ ছিল না। জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন কারণে ডেঙ্গুর বিস্তার বাড়ছে। এখনই পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার না হলে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে।” তবে শীত বাড়ার সাথে সাথে ডেঙ্গুর প্রকোপ কমবে বলে জানান তিনি। এসময় ডায়রিয়া ও নিউমোনিয়া রোগী বাড়তে পারে বলে মন্তব্য করেন ডাঃ রেজাউল হাসান।
স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী, শুধু নভেম্বর মাসেই আধুনিক হাসপাতালে ১০০ জনেরও বেশি রোগীর ডেঙ্গু পজিটিভ শনাক্ত হয়েছে। ইউনিয়নভিত্তিক তথ্যের মধ্যে আলী আকবর ডেইল ইউনিয়নে আক্রান্তের হার সবচেয়ে বেশি—সংখ্যা প্রায় ৮০ জন। এছাড়াও অন্যান্য ইউনিয়নগুলোতেও কম বেশী আক্রান্ত হচ্ছেন। এদিকে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোর তথ্য থেকে জানা গেছে, গত এক মাসে কয়েক শতাধিক মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এর মধ্যে কয়েকজনকে অবস্থা সংকটাপন্ন হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করতে হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. গোলাম মারুফ জানান, ডেঙ্গু রোগীদের মধ্যে জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথা এবং প্লেটলেট কমে যাওয়ার সমস্যা বেশি দেখা যাচ্ছে। তিনি বলেন, “হাসপাতালের ধারণক্ষমতার তুলনায় রোগীর চাপ বেশি। প্রাচীন ৩০ শয্যার ভবনটি পরিত্যক্ত হয়ে পড়ায় সব বয়সের রোগীদের একই স্থানে চিকিৎসা দিতে হচ্ছে। এতে রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে।”
এদিকে সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি চিকিৎসা কেন্দ্রগুলোতেও রোগীর চাপ বৃদ্ধি পেয়েছে। স্থানীয়দের অভিযোগ—ইউনিয়ন পরিষদগুলোর পরিচ্ছন্নতা উদ্যোগ ও মশক নিধন কার্যক্রম কার্যকরভাবে পরিচালিত হচ্ছে না। নিয়মিত ফগিং না হওয়ায় মশার বিস্তার দ্রুত বাড়ছে। এছাড়া যত্রতত্র ময়লার স্তূপের কারণে দুর্গন্ধ ছড়ানো ও রোগের ঝুঁকি বাড়ছে বলেও অভিযোগ করেছেন তারা।
সাধারণ মানুষ মনে করছেন, স্বাস্থ্য বিভাগের পাশাপাশি স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও কমিউনিটির সমন্বিত উদ্যোগ ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। বিশেষজ্ঞরাও একই মত প্রকাশ করে বলেছেন—এডিস মশার প্রজননস্থল ধ্বংস করাই ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।
কুতুবদিয়াবাসীর প্রত্যাশা—অবিলম্বে কার্যকর মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান এবং স্বাস্থ্যসেবা জোরদার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক।

Nazrul Islam
6 विचारों · 2 महीने पहले

⁣আবাসিক মেডিকেল অফিসার ডা. গোলাম মারুফ জানান—

রোগীদের মধ্যে জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথা এবং প্লেটলেট কমে যাওয়ার সমস্যা বেশি দেখা যাচ্ছে।
“৩০ শয্যার পুরনো ভবনটি পরিত্যক্ত। সব রোগীকে এক জায়গায় চিকিৎসা দিতে হচ্ছে—যা ঝুঁকি আরও বাড়াচ্ছে।”

Foysal Sourov
20 विचारों · 2 महीने पहले

ফয়সাল সৌরভ লালমনিরহাট জেলা প্রতিনিধি,
⁣লালমনিরহাট জেলা প্রশাসকের দপ্তরে জনবল নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফলে অনিয়ম এবং স্বজন প্রীতির অভিযোগ এনে হরিজন সম্প্রদায়ের বিক্ষোভ পরীক্ষা বাতিলের দাবী

Belhaj Badhon
8 विचारों · 2 महीने पहले

⁣শ্রম বিক্রির হাট; নাটোরের বড়াইগ্রামে টিকে থাকার সংগ্রামে মানুষের 'দিন' বিক্রি

Emran Sarkar
88 विचारों · 2 महीने पहले

⁣সিসিইউতে বেগম খালেদা জিয়া। নিরাপত্তা নিশ্চিত করতে এভারকেয়ারের সামনে কাঁটাতারের ব্যারিকেড। সরাসরি

Emran Sarkar
217 विचारों · 2 महीने पहले

⁣খালেদা জিয়াকে দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

Emran Sarkar
69 विचारों · 2 महीने पहले

⁣বেগম জিয়ার চিকিৎসায় চীনের মেডিকেল টিম এভারকেয়ারে।সরাসরি

Emran Sarkar
11 विचारों · 2 महीने पहले

⁣খালেদা জিয়াকে ভিআইপি ঘোষণা, এসএসএফ পাচ্ছে জিয়া পরিবার! সরাসরি

Emran Sarkar
536 विचारों · 2 महीने पहले

⁣খালেদা জিয়াকে দেখে এসে যা জানালেন স্নিগ্ধ , সরাসরি

Emran Sarkar
16 विचारों · 2 महीने पहले

⁣খালেদা জিয়া দুপুরে একটু খারাপ অবস্থায় থাকলেও এখন স্থিতিশীল নিলোফার চৌধুরী

Emran Sarkar
6 विचारों · 2 महीने पहले

⁣কক্সবাজার ও তার আশপাশের এলাকায় ভুমিকম্প অনুভূত। সরাসরি

Emran Sarkar
6 विचारों · 2 महीने पहले

⁣ হাসপাতালে স্পেশাল কেয়ারে খালেদা জিয়া, নেয়া হতে পারে বিদেশে

Emran Sarkar
7 विचारों · 2 महीने पहले

⁣নিরাপত্তা বাড়ছে এভারকেয়ার হাসপাতালের সামনে

Emran Sarkar
13 विचारों · 2 महीने पहले

⁣খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে হাসপাতাল থেকে

Emran Sarkar
8 विचारों · 2 महीने पहले

⁣এভারকেয়ার হাসপাতালে সামনে পুলিশ নিরাপত্তা জোরদার

Emran Sarkar
5 विचारों · 2 महीने पहले

⁣Live এভারকেয়ার হাসপাতালের সামনে সর্বশেষ পরিস্থিতি

Md Hamidul Islam
7 विचारों · 2 महीने पहले

⁣পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্রি ইউনিয়নে বিএনপির আয়োজিত বিশাল জনসভায় একটি দৃশ্য সবার নজর কাড়ে—এক ছোট্ট শিশুকে দেখা যায় “বেগমিয়া লুক” বা “খালেদা জিয়া স্টাইল”-এ। তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচির সমর্থনে আয়োজিত এ জনসভায় শিশুটির উপস্থিতি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।
A unique moment drew attention at the BNP rally in Panpotri Union, Galachipa, where a little girl appeared in the iconic “Begumia Look” inspired by Begum Khaleda Zia. The child’s appearance quickly went viral during the event organized in support of Tarique Rahman’s 31-point reform agenda.

Imran Hossain
6 विचारों · 2 महीने पहले

চট্টগ্রামের কর্ণফুলীতে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিএনপির মনোনয়ন প্রাপ্ত সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজামের প্রার্থিতা বাতিলের দাবি জানিয়েছেন দলটির নেতাকর্মীরা।

এ দাবিতে প্রথমবারের মত সংসদীয় আসনের কর্ণফুলী উপজেলায় বৃহস্পতিবার রাতে বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর এলাকায় মশাল মিছিল করেছেন তারা। বিক্ষোভকারীরা বেশির ভাগই স্বৈরশাসনামলের মামলা, হামলা জুলুম-নির্যাতনের শিকার ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মী। সদ্য ঘোষিত প্রার্থী সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামকে ‘আওয়ামী-সুবিধাবাদী’ আখ্যা দিয়ে মশাল, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে স্লোগান দেন- ‘অবৈধ প্রার্থী মানি না, মানব না’। বিক্ষোভকারীরা আগুন জ্বালিয়ে প্রায় ঘণ্টাখানেক রাস্তায় অবস্থান নেন। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল।

সমাবেশে বক্তব্য দেন কর্ণফুলী বিএনপি নেতা কামরুল, সায়েম, মোরশেদ, সাকিব, ইউসুফ, আবির, সাইমন, ফয়সাল, আমিন, ফোরকান, মহিউদ্দিন, আলমগীর, টিপু প্রমুখ।

ক্ষুব্ধ এসব নেতাকর্মীদের অভিযোগ করে বলেন, দলের দুঃসময়ে বিদেশে অবস্থান করেছেন বিএনপির মনোনয়ন প্রাপ্ত সরওয়ার জামাল নিজাম। এখন সু-সময়ে এসে মনোনয়ন ভাগিয়ে নিয়েছেন। দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপিকে আগলে রাখা ত্যাগী নেতা চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মুহাম্মদ হেলাল উদ্দিনকে অন্যায়ভাবে মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে। এই আসনে লায়ন মুহাম্মদ হেলাল উদ্দিনের বিকল্প কোনো প্রার্থী মেনে নেওয়া হবে না। এসময় তারা সরওয়ার জামাল নিজামের মনোনয়ন বাতিল করে মুহাম্মদ হেলাল উদ্দিনকে প্রার্থী ঘোষণার দাবি জানান।

এছাড়াও মনোনয়ন ঘোষণার পরই তাঁর অনুসারীরা উপজেলার বিভিন্ন দপ্তর, ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প কারখানা ও সাধারণ মানুষের ওপর বেপরোয়া হয়ে উঠে বলেও অভিযোগ তুলেন মিছিলে আসা সাধারণ মানুষ।

এদিকে মনোনয়ন ঘোষণারপরই আনোয়ারা উপজেলার তৃণমূল বিএনপির নেতারা কাফনের কাপড়সহ মশাল মিছিল করেন কয়েকবার।

এছাড়াও সরওয়ার জামাল নিজাম একজন আওয়ামী লীগের সুবিধাভোগী ও দলের দুঃসময়ে রাজপথে না থাকা এই নেতাকে গত ১৭ বছরে বিএনপির হয়ে স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে কোনো আন্দোলন, সংগ্রাম, মিছিল-মিটিংয়ে দেখা যায়নি বলে অভিযোগ করে বুধবার (১৯ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর লিখিত আবেদন জানিয়েছেন ওই আসনের তিন মনোনয়নপ্রত্যাশী। আবেদনে স্বাক্ষর করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মুহাম্মদ হেলাল উদ্দিন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস ও কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক এসএম মামুন মিয়া।

উল্লেখ্য গত ৪ নভেম্বর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন। সেখানেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) সংসদীয় আসনে সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজামের নাম ঘোষণা করা হয়।

Nazrul Islam
11 विचारों · 2 महीने पहले

⁣‎'দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো কক্সবাজারের কুতুবদিয়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (২৬ নভেম্বর) উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সিটিজেন পার্ক প্রাঙ্গণে এ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুতুবদিয়া প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম। উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা এনামুল হকের সঞ্চালনায় মেলায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা, সহকারী কমিশনার (ভূমি) সাকিব উল আলম এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

‎মেলা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Nazrul Islam
11 विचारों · 2 महीने पहले

⁣নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের অমজাখালী আল আমিন মার্কেটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ডেকে নিয়ে মারধর ও পরবর্তীতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৭টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন।
আহতরা হলেন, নুরুল হোসেনের ছেলে মো. আনিস (২০), মৃত শফি মিয়ার ছেলে ওসমান গণি (৫৫), আলম ছবির ছেলে নাছির (৬০) এবং ওসমান গণির ছেলে রুবেল (২০)। সবাই একই এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে ওসমান গণি আল আমিন মার্কেটে মাছ কিনতে গেলে একই এলাকার শাহাদাত হোসেন তাকে এক পাশে ডেকে নিয়ে মারধর করেন। পরবর্তীতে শাহাদাতের ভাই ও আত্মীয়রা লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলায় অংশ নেন। এতে ঘটনাস্থলে উভয় পক্ষের লোকজন জড়ো হলে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।
স্থানীয়রা আহত চারজনকে দ্রুত উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের অবস্থা গুরুতর হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়।
স্থানীয় কয়েকজন দাবি করেন, পূর্বের একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতিপক্ষের ওপর এই হামলা চালানো হয়েছে। পরে তারা একটি দোকানও লুটপাট করেছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।
আহত ওসমান গণির স্ত্রী রেহেনা বেগম অভিযোগ করে বলেন, মঙ্গলবার সকাল সকালে একই এলাকার আবুল কালাম প্রকাশ কালা মিয়ার ছেলে শাহাদাত হোসেন, বেলাল,দিলদার ও গুরা বাদশা এবং মানিকের ছেলে বাদশা ও তোষারসহ প্রকাশ্যে তার স্বামীর ওপর হামলা করে। স্বামীর চিৎকারে আনিস, ওসমান গণি, নাছির এবং রুবেল উদ্ধার করতে গেলে সন্ত্রাসীরা তাদেরকেও এলোপাতাড়ি কুপাতে থাকে। এখনো সন্ত্রাসীরা প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিচ্ছে।
এ বিষয়ে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান হোসেন বলেন, “ঘটনার বিষয়ে শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Nazrul Islam
5 विचारों · 2 महीने पहले

⁣কুতুবদিয়ায় তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, আহত ৪
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের অমজাখালী আল আমিন মার্কেটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ডেকে নিয়ে মারধর ও পরবর্তীতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৭টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন।
আহতরা হলেন, নুরুল হোসেনের ছেলে মো. আনিস (২০), মৃত শফি মিয়ার ছেলে ওসমান গণি (৫৫), আলম ছবির ছেলে নাছির (৬০) এবং ওসমান গণির ছেলে রুবেল (২০)। সবাই একই এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে ওসমান গণি আল আমিন মার্কেটে মাছ কিনতে গেলে একই এলাকার শাহাদাত হোসেন তাকে এক পাশে ডেকে নিয়ে মারধর করেন। পরবর্তীতে শাহাদাতের ভাই ও আত্মীয়রা লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলায় অংশ নেন। এতে ঘটনাস্থলে উভয় পক্ষের লোকজন জড়ো হলে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।
স্থানীয়রা আহত চারজনকে দ্রুত উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের অবস্থা গুরুতর হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়।
স্থানীয় কয়েকজন দাবি করেন, পূর্বের একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতিপক্ষের ওপর এই হামলা চালানো হয়েছে। পরে তারা একটি দোকানও লুটপাট করেছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।
আহত ওসমান গণির স্ত্রী রেহেনা বেগম অভিযোগ করে বলেন, মঙ্গলবার সকাল সকালে একই এলাকার আবুল কালাম প্রকাশ কালা মিয়ার ছেলে শাহাদাত হোসেন, বেলাল,দিলদার ও গুরা বাদশা এবং মানিকের ছেলে বাদশা ও তোষারসহ প্রকাশ্যে তার স্বামীর ওপর হামলা করে। স্বামীর চিৎকারে আনিস, ওসমান গণি, নাছির এবং রুবেল উদ্ধার করতে গেলে সন্ত্রাসীরা তাদেরকেও এলোপাতাড়ি কুপাতে থাকে। এখনো সন্ত্রাসীরা প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিচ্ছে।
এ বিষয়ে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান হোসেন বলেন, “ঘটনার বিষয়ে শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Mamun Sorder
5 विचारों · 2 महीने पहले

⁣ভূমিকম্পে আহত ঢাবির ২০ শিক্ষার্থী, কর্মচারী ভবনে তালা

Mamun Sorder
26 विचारों · 2 महीने पहले

⁣বংশালে ভূমিকম্প , ঘটনাস্থলে ইশরাক

Mamun Sorder
14 विचारों · 2 महीने पहले

⁣বংশালে হেলে পরেছে আরও একটি ভবন, বিশাল ফাঁটল

Mamun Sorder
68 विचारों · 2 महीने पहले

⁣রাজধানীতে বড় ভূ/মি/ক/ম্প

Emran Sarkar
14 विचारों · 2 महीने पहले

⁣সরাসরি শেখ হাসিনার রায় ঘিরে হাইকোর্টের সামনে নিরাপত্তা জোরদার

Emran Sarkar
5 विचारों · 2 महीने पहले

⁣সরাসরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভেতরের ফটক থেকে

Emran Sarkar
8 विचारों · 2 महीने पहले

⁣শেখ হাসিনার রায় ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিরাপত্তা জোরদার। সরাসরি

Emran Sarkar
8 विचारों · 2 महीने पहले

⁣শেখ হাসিনার রায় আজ, রাজধানীতে যান চলাচল স্বাভাবিক। সরাসরি..hd

Emran Sarkar
6 विचारों · 2 महीने पहले

⁣শেখ হাসিনার রায় ঘিরে যে অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। সরাসরি

Emran Sarkar
8 विचारों · 2 महीने पहले

⁣শেখ হাসিনার রায় ঘিরে ধানমন্ডি-৩২ এর সর্বশেষ পরিস্থিতি। সরাসরি

Emran Sarkar
5 विचारों · 2 महीने पहले

⁣শেখ হাসিনার ভাগ্যে কী আছে জানা যাবে অল্প কিছুক্ষণ পরেই! সরাসরি

Emran Sarkar
7 विचारों · 2 महीने पहले

⁣ধানমন্ডি ৩২ এ আ.লীগের ল'কডাউন ঘিরে যা দেখা যাচ্ছে! সরাসরি..hd

Emran Sarkar
6 विचारों · 2 महीने पहले

⁣ধানমণ্ডি-৩২ এ ককটেল বিস্ফোরণ। সরাসরি.

Emran Sarkar
10 विचारों · 2 महीने पहले

⁣কি আছে শেখ হাসিনার ভাগ্যে জানা যাবে আজ। সরাসরি..hd

Emran Sarkar
14 विचारों · 2 महीने पहले

⁣কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কমপ্লিট শাটডাউন, শাহবাগ যা দেখা যাচ্ছে। সরাসরি.hd

Emran Sarkar
15 विचारों · 2 महीने पहले

⁣কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কমপ্লিট শাটডাউন, আ.লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে সরাসরি

Emran Sarkar
3 विचारों · 2 महीने पहले

⁣কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কমপ্লিট শাটডাউন, আ.লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে সরাসরি.hd

Emran Sarkar
16 विचारों · 2 महीने पहले

⁣শেখ হাসিনার রায় ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, স্বাভাবিক যান চলাচল।

Emran Sarkar
10 विचारों · 2 महीने पहले

⁣শেখ হাসিনার রায় আজ, আদালত চত্বরে নিরাপত্তা জোরদার

Emran Sarkar
8 विचारों · 2 महीने पहले

⁣Live ধানমন্ডি বত্রিশের সবশেষ পরিস্থিতি

Emran Sarkar
4 विचारों · 2 महीने पहले

⁣LIVE ধানমন্ডি ৩২ জুড়ে চলছে বিশেষ অভিযানে তল্লাশি

Emran Sarkar
7 विचारों · 2 महीने पहले

⁣Live কথা বলছেন রাষ্ট্র নিযুক্ত শেখ হাসিনার আইনজীবী.hd

Abdullah Ibne Khalid
9 विचारों · 2 महीने पहले

আজ ১৭ নভেম্বর ২০২৫ মানবতা বিরোধী আপরাধের রায় ঘোষণা কে কেন্দ্র করে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ এর ডাকা লকডাউনের চিত্র শাহবাগ থেকে।

Md Mamun Molla
15 विचारों · 2 महीने पहले

⁣লালমনিরহাটের কালীগঞ্জে প্রতিবন্ধীমে কে টেনে-হিঁচড়ে নিয়ে অমানবিক নির্যাতন।

Md Mamun Molla
4 विचारों · 2 महीने पहले

news

Nuralam Shaikh
7 विचारों · 2 महीने पहले

নূর আলম শেখ, গোপালগঞ্জ। জেলা প্ৰতিনিধি।
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া বাজারে স্বর্ণের দোকান রাসু জুয়েলার্স-এ চুরি করতে গিয়ে দুই চোরকে আটক করেছে স্থানীয় জনতা। শনিবার সকাল ১০:৫০ মিনিটে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দোকানের মালিক পানি আনতে বাইরে গেলে সেই সুযোগে দুই চোর দোকানের ভেতরে প্রবেশ করে। এ সময় বাজারে থাকা লিটু মোল্লা তাদের সন্দেহজনক আচরণ লক্ষ্য করেন। তিনি দেখেন, তারা দোকানের ব্যাগের চেন খুলে স্বর্ণালংকার নেওয়ার চেষ্টা করছে।

তাৎক্ষণিকভাবে লিটু মোল্লা একজনকে আটক করেন এবং দোকান মালিককে ডেকে বলেন,
“দাদা, দেখেন আপনার কিছু চুরি হয়েছে কিনা। আমি দেখেছি তারা আপনার দোকানে প্রবেশ করে ব্যাগের চেন খুলছে।”

পরবর্তীতে বাজারের অন্যান্য ব্যবসায়ী ও স্থানীয়রা এগিয়ে এসে দুইজনকেই আটক করেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানানো হলে মুকসুদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চোরদের হেফাজতে নেয়।

আটক দুই চোরের পরিচয়:
১. আমির হোসেন (৪৯), পিতা রফিক হোসেন, মাতা নবিরন নেছা, গ্রাম বিন্না বাড়ি, উপজেলা বোয়ালমারী, জেলা ফরিদপুর।
২. সবুর মিয়া (62), পিতা মসলেম মাতুব্বর, মাতা মৃত নবিরন নেছা, গ্রাম ছোলনার, উপজেলা বোয়ালমারী, জেলা ফরিদপুর।

পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ঘটনাটির পর বাজার এলাকায় অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে।

Nazrul Islam
9 विचारों · 2 महीने पहले

⁣⁣কুতুবদিয়ার বড়ঘোপ বাজারে অগ্নিকাণ্ডে ৩টি বাড়ি পুড়ে ছাই,

‎ক্ষতিগ্রস্ত ৬ পরিবারকে তাৎক্ষণিক সহায়তা দিলেন ইউপি চেয়ারম্যান ছোটন

‎নিজস্ব প্রতিবেদক ● কুতুবদিয়া

‎কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ বাজারের ব্রাহ্মণ পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বাড়ি পুড়ে গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে নিশ্চিত করেছেন কুতুবদিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল আহমেদ ।

‎তিনি জানান, আগুনের খবর পেয়ে কুতুবদিয়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও আগুন নেভানোর কাজে সহযোগিতা করেন। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

‎অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িগুলো হলো,বাদল শীলের ছেলে বলরাম শীল ও তপন শীল, সারদা শীলের ছেলে সেন্টু শীল এবং সেন্টু শীলের ছেলে জনি শীল, ললীত শীলের ছেলে রবি শীল এবং সৌরভ শীল।

‎ক্ষয়ক্ষতির পরিমাণ অনুমান ৩০ লক্ষ টাকা হবে বলে পরিবারগুলো জানিয়েছে।

‎ঘটনার পর কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।



‎এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬টি পরিবার এবং ২টি দোকানঘরের মালিকদের মাঝে তাৎক্ষণিক ত্রাণ বিতরণ করেন বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ন ম শহীদ উদ্দিন ছোটন।

‎চেয়ারম্যানের পক্ষ থেকে সাংবাদিক হাসান কুতুবী, ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা দেলোয়ার হোসেন, ইউপি সদস্য তৌহিদুল ইসলাম ও মাইনুদ্দিন হাশেম মিন্টুর উপস্থিতিতে ক্ষতিগ্রস্তদের হাতে চাল–ডাল, শুকনো খাবার, কাঁচামালসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী প্রদান করা হয়। পাশাপাশি প্রত্যেক পরিবারকে ২,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।

Nazrul Islam
9 विचारों · 2 महीने पहले

⁣কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ বাজারের ব্রাহ্মণ পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বাড়ি পুড়ে গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে নিশ্চিত করেছেন কুতুবদিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল আহমেদ ।

‎তিনি জানান, আগুনের খবর পেয়ে কুতুবদিয়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও আগুন নেভানোর কাজে সহযোগিতা করেন। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

‎অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িগুলো হলো,বাদল শীলের ছেলে বলরাম শীল ও তপন শীল, সারদা শীলের ছেলে সেন্টু শীল এবং সেন্টু শীলের ছেলে জনি শীল, ললীত শীলের ছেলে রবি শীল এবং সৌরভ শীল।

‎ক্ষয়ক্ষতির পরিমাণ অনুমান ৩০ লক্ষ টাকা হবে বলে পরিবারগুলো জানিয়েছে।

‎ঘটনার পর কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।


‎এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬টি পরিবার এবং ২টি দোকানঘরের মালিকদের মাঝে তাৎক্ষণিক ত্রাণ বিতরণ করেন বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ন ম শহীদ উদ্দিন ছোটন।

‎চেয়ারম্যানের পক্ষ থেকে সাংবাদিক হাসান কুতুবী, ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা দেলোয়ার হোসেন, ইউপি সদস্য তৌহিদুল ইসলাম ও মাইনুদ্দিন হাশেম মিন্টুর উপস্থিতিতে ক্ষতিগ্রস্তদের হাতে চাল–ডাল, শুকনো খাবার, কাঁচামালসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী প্রদান করা হয়। পাশাপাশি প্রত্যেক পরিবারকে ২,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।

Imran Hossain
14 विचारों · 2 महीने पहले

চট্টগ্রাম-১৩ আনোয়ারা-কর্ণফুলী আসনে বিএনপির মনোনয়ন প্রাপ্ত সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজামের প্রার্থীতা বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত আটটা পর্যন্ত আনোয়ারা উপজেলার কালাবিবি দীঘির মোড় থেকে কর্ণফুলী টানেল চত্বর সড়কে আনোয়ারা-কর্ণফুলী উপজেলার তৃণমূল বিএনপির নেতারা এই মিছিল করেন। পরে টালেন চত্বরে অবস্থান নিয়ে সমাবেশ করেন বিক্ষোভকারীরা।
বিক্ষোভকারীরা সদ্য ঘোষিত প্রার্থী সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামকে ‘আওয়ামী-সুবিধাবাদী’ আখ্যা দিয়ে মশাল, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে স্লোগান দেন- ‘অবৈধ প্রার্থী মানি না, মানব না’। বিক্ষোভকারীরা চত্ত্বরে আগুন জ্বালিয়ে প্রায় ঘণ্টাখানেক রাস্তায় অবস্থান নেন। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল।
বিক্ষোভে অংশ নেওয়া কর্মী-সমর্থকরা অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপিকে আগলে রাখা ত্যাগী নেতা চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মুহাম্মদ হেলাল উদ্দিনকে অন্যায়ভাবে মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে। এই আসনে লায়ন মুহাম্মদ হেলাল উদ্দিনের বিকল্প কোনো প্রার্থী মেনে নেওয়া হবে না। এসময় তারা সরওয়ার জামাল নিজামের মনোনয়ন বাতিল করে মুহাম্মদ হেলাল উদ্দিনকে প্রার্থী ঘোষণার দাবি জানান।
এছাড়াও মনোনয়ন ঘোষণার পরই তাঁর অনুসারীরা উপজেলার বিভিন্ন দপ্তর, ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প কারখানা ও সাধারণ মানুষের ওপর বেপরোয়া হয়ে উঠে বলেও অভিযোগ তুলেন মিছিলে আসা সাধারণ মানুষ।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপির কারা নির্যাতিত ত্যাগী নেতা রফিক ডিলার, আবুল কাসেম, মোস্তাক আহমেদ, জামাল হোসেন, মুজিব, মো. শাহজাহান, জীবন, মোহাম্মদ মারুফ, মোহাম্মদ ইমন, আবু কালাম, মো. তারেক, এরশাদ, শফিউল, ইউচুপ, এরফানুর রশীদ, রুবেল, মো. আবছার, হাসান, মহিউদ্দিন, তৌহিদ, নয়ন, মালেক, শামসুল, দস্তগীর, হোসেনসহ আনোয়ারা ও কর্ণফুলীর কয়েক হাজার সাধারণ মানুষ এতে অংশ নেন।
উল্লেখ্য গত ৪ নভেম্বর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন। সেখানেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) সংসদীয় আসনে সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজামের নাম ঘোষণা করা হয়।

Abu Raihan
8 विचारों · 2 महीने पहले

⁣দেশের ৫০ ভাগ নারী, তাদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে তা ভুল হবে বলে জানান সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার বেলা ১১টায় জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের ৩ দিন ব্যাপী ১ম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

Nazrul Islam
8 विचारों · 3 महीने पहले

⁣⁣বঙ্গোপসাগরে ট্রলারসহ ১৩ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী
⁣দেশের সার্বভৌমত্ব রক্ষায় সমুদ্র ও উপকূলীয় এলাকায় প্রতিনিয়ত টহল কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবহিকতায় শনিবার (০৮-১১-২০২৫) বঙ্গোপসাগরে টহল কার্যক্রমের সময় নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা শহীদ মহিবুল্লাহ’ সাগরে ভাসমান অবস্থায় একটি মাছ ধরার ট্রলারসহ ১৩ জন জেলেকে উদ্ধার করে।

কুতুবদিয়া লাইট হাউজ হতে প্রায় ২০ মাইল দূরে ইঞ্জিন বিকল অবস্থায় গভীর সমুদ্রে একটি মাছধরা ট্রলার ভাসতে থাকে। ট্রলারে অবস্থানরত জেলেরা নৌবাহিনীর জাহাজ দেখতে পেয়ে জাহাজের দৃষ্টি আকর্ষণের জন্য আলো ও হাত দিয়ে সংকেত প্রদর্শন করে। সাগরে টহলরত নৌবাহিনী জাহাজ ‘বানৌজা শহীদ মহিবুল্লাহ’ সংকেত লক্ষ করে তাৎক্ষণিক বিপদগস্ত জেলে ও ট্রলারের নিকট ছুটে যায়। অতি দ্রুত ঘটনাস্থলে গিয়ে নৌ সদস্যগণ ট্রলারসহ অসহায় জেলেদের উদ্ধার করে। উদ্ধারের পরপরই জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধ, খাবার ও বিশুদ্ধ পানি প্রদান করা হয়। নৌবাহিনী জাহাজ উদ্ধারকৃত জেলেদের ও মাছ ধরার ট্রলারটিকে নিরাপদে তীরে নিয়ে আসে। পরবর্তীতে তাদের পরিবার ও মালিক পক্ষের কাছে সকলকে হস্তান্তর করা হয়। জেলেরা জানায়, গত ০৬ নভেম্বর ২০২৫ হতে ট্রলারটি ইঞ্জিন বিকল হয়ে তিনদিন যাবৎ মাঝ সমুদ্রে ভাসতে থাকে।

আই নিউজ বিডি ডেস্ক
14 विचारों · 3 महीने पहले

⁣পুলিশ চেকপোস্টে বাইক ডা'ম্পিং

আই নিউজ বিডি ডেস্ক
6 विचारों · 3 महीने पहले

⁣উল্টো পথে আসায় বাইকারকে মা'ম'লা দিলো পু'লি'শ!

আই নিউজ বিডি ডেস্ক
10 विचारों · 3 महीने पहले

⁣গুলিস্তানে আওয়ামী লীগের কার্যালয়ে আগুন, ভাঙচুর

Abdullah Ibne Khalid
11 विचारों · 3 महीने पहले

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ এর লকডাউনে শাহবাগ এর অবস্থা।

Abdullah Ibne Khalid
9 विचारों · 3 महीने पहले

সকাল থেকেই রাজধানী কর্মব্যস্ত নগরীতে পরিনত হয়। সকালের শাহবাগ ও মতিঝিল এর চিত্র তুলে ধরা হল

সালমান বিশ্বাস
14 विचारों · 3 महीने पहले

⁣জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সকলকে একত্রিত হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন চৌগাছা উপজেলা বিএনপি সহ-সভাপতি

আব্দুল ওয়াহেদ-------

Abdullah Ibne Khalid
8 विचारों · 3 महीने पहले

জাতীয় সংসদ নির্বাচন নাকি গণভোট সাধারণ মানুষের ভাবনা কি আমরা জানতে চেয়েছিলাম মতিঝিলে সাধারণ মানুষের কাছে।

GK Shohag
5 विचारों · 3 महीने पहले

জিকে সোহাগ, সিটি রিপোর্টার

Nazrul Islam
6 विचारों · 3 महीने पहले

চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনিত এমপি প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগকালে এ ঘটনা ঘটে। ভিডিও

আই নিউজ বিডি ডেস্ক
6 विचारों · 3 महीने पहले

⁣ঢাকা ১৪ আসনের নির্বাচনী প্রচারণায় মায়ের ডাকের তুলি। সরাসরি

সালমান বিশ্বাস
12 विचारों · 3 महीने पहले

⁣যশোর চৌগাছাতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চৌগাছা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ফারুক হোসেনের নেতৃত্বে আনন্দ মিছিল

IBRAHIM SHEAK
8 विचारों · 3 महीने पहले

⁣ঝিনেদহ কালিগঞ্জ ৪ নির্বাচনী এলাকায় রাজনৈতিক অঙ্গনের দুঃসময় রাজপথের বীর সৈনিকের এক দৃষ্টান্তমূলক উদাহরণ নেতা মোদের একটাই সাইফুল ইসলাম ফিরোজ।


ফিরোজ ভাইয়ের মার্কা ধানের শীষ মার্কা ইনশাল্লাহ।
কালীগঞ্জে ধানের শীষের বিকল্প কিছু নেই ইনশাআল্লাহ। সুখে দুখে যাকে পাই সে মোদের সাইফুল ইসলাম ফিরোজ।

Mahamud Mithu
8 विचारों · 3 महीने पहले

⁣সাংবাদিক জেলে যাবে কেন ? ⁣
বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের ১ম বর্ষপূর্তি ও ২য় বর্ষে পদার্পণ উৎসবে
জাতীয় প্রেসক্লাব সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া বলেন 🔸🔸🔸

Nazrul Islam
11 विचारों · 3 महीने पहले

⁣‎আলোচিত বাপ্পী খুনের আসামি গ্রেফতারের দাবিতে কুতুবদিয়ায় মানববন্ধন



‎নিজস্ব প্রতিবেদক | কুতুবদিয়া



‎কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার লেমশীখালী মতিরবাপের পাড়ার আলোচিত বাপ্পী খুনের আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।



‎সোমবার (৩ নভেম্বর ২০২৫) বিকেলে কুতুবদিয়া উপজেলা গেইটের সামনে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনসাধারণ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও নিহতের স্বজনরা অংশ নেন।



‎মানববন্ধনে কান্নাজড়িত কণ্ঠে বক্তব্য রাখেন নিহত বাপ্পীর পিতা কায়মুল হুদা ও মা রুজিনা আখতার। তারা অভিযোগ করে বলেন, “উত্তর কৈয়ারবিল সেন্টারপাড়ায় প্রকাশ্যে দিবালোকে গরীব ও অসহায় পরিবারের একমাত্র অবলম্বন বাপ্পীকে পূর্ব শত্রুতার জেরে নৃশংসভাবে খুন করা হয়েছে। ঘটনার এক সপ্তাহ পার হলেও এখনো এজাহারভুক্ত আসামিদের কেউ গ্রেফতার হয়নি।”



‎তারা আরও বলেন, “আমরা এখন উল্টো আসামি পক্ষের হুমকির মধ্যে দিন কাটাচ্ছি। প্রশাসন দ্রুত পদক্ষেপ না নিলে আমাদের জীবনও হুমকির মুখে পড়বে।”



‎মানববন্ধনে বক্তারা বলেন, “একজন নিরীহ যুবককে প্রকাশ্যে হত্যা করা হয়েছে—এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রশাসন দ্রুত আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে এলাকাবাসী কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়।”



‎মানববন্ধনে এলাকাবাসী ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



‎📅 (০৩ নভেম্বর ২০২৫)

‎📍 কুতুবদিয়া, কক্সবাজার

Nazrul Islam
30 विचारों · 3 महीने पहले

⁣কুতুবদিয়া সরকারি কলেজে শিবিরের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের কুতুবদিয়া সরকারি কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (তারিখ উল্লেখযোগ্য) সকাল থেকে দুপুর পর্যন্ত কলেজ মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীর উপস্থিতি অনুষ্টানকে প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কুতুবদিয়া-মহেশখালী আসনের সাবেক সংসদ সদস্য ড. হামিদুর রহমান আযাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ভিপি ইব্রাহীম রনি এবং কুতুবদিয়া উপজেলা জামায়াতের আমির ও সাবেক চেয়ারম্যান আ. স. ম. শাহরিয়ার চৌধুরী।
প্রধান অতিথি ড. হামিদুর রহমান আযাদ বলেন, “দুর্নীতি, বেকারত্ব ও দারিদ্র্যকে না বলতে হবে। মেধাবীদের হাত ধরেই বাংলাদেশ উন্নতির শিখরে পৌঁছাবে।” তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে নৈতিকতা, সততা ও পরিশ্রমের মাধ্যমে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ না থেকে নেতৃত্বগুণ ও সৃজনশীল চিন্তাশক্তি অর্জনের প্রতি গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শিবির ও জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও কলেজের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Belhaj Badhon
6 विचारों · 3 महीने पहले

⁣নাটোরের বড়াইগ্রাম উপজেলার "তিরাইল অতিথি পাখির গ্রাম" ধ্বংসের মুখে...




Showing 1 out of 2