বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
Verified আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ০৩/০৯/২০২৪ ০৪:৩৪পি এম

শিক্ষকদের জোর করে পদত্যাগ ও হেনস্তা বন্ধে আহ্বান শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের

শিক্ষকদের জোর করে পদত্যাগ ও হেনস্তা বন্ধে আহ্বান শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের
শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ আজ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় শিক্ষকদের জোর করে পদত্যাগ ও হেনস্তার ঘটনা বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো শিক্ষকদের এমন আচরণের শিকার হতে হচ্ছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

ওয়াহিদউদ্দিন মাহমুদ আরও বলেন, যেসব শিক্ষক ও কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি বা অপকর্মের অভিযোগ রয়েছে, সেগুলোর সঠিক তদন্ত ও ব্যবস্থা গ্রহণ করা হবে। শৃঙ্খলা ভঙ্গকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রচলিত আচরণবিধি অনুযায়ী পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে স্থানীয় প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থে শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ