বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
Verified আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ২৪/১০/২০২৪ ০১:০৯এ এম

ফ্যাসিবাদ নির্মূল না হলে নির্বাচনের প্রশ্ন অবান্তর: নাসির উদ্দিন পাটোয়ারী

ফ্যাসিবাদ নির্মূল না হলে নির্বাচনের প্রশ্ন অবান্তর: নাসির উদ্দিন পাটোয়ারী
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী মন্তব্য করেছেন যে, দেশে ফ্যাসিবাদ সম্পূর্ণভাবে নির্মূল না হওয়া পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনের প্রশ্ন একেবারে অপ্রাসঙ্গিক। বুধবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়ে প্রশ্ন করা হলে নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, "যতদিন ফ্যাসিবাদ দেশ থেকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন না হবে, ততদিন নির্বাচনের বিষয়ে আলোচনা করাটাই অবান্তর।" তিনি আরও বলেন, “যদি কোনো রাজনৈতিক দল আমাদের জাতীয় ঐক্যের সাথে না আসে, তবে আমরা তাদের বাদ দিয়ে জনগণের সহযোগিতায় ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে সমাধান করবো।”

তিনি আরও উল্লেখ করেন, "আমরা এখনো বঙ্গভবনে স্বৈরাচারী শাসকদের দেখতে পাচ্ছি। দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে সংবিধান বাতিল এবং রাষ্ট্রপতির অপসারণের জন্য আমরা বৃহত্তর জাতীয় ঐক্যের ডাক দিচ্ছি।"

রাষ্ট্রপতির অপসারণের প্রসঙ্গে নাসির উদ্দিন বলেন, "আমরা কোনো গোলটেবিল বৈঠকের পথে যেতে চাই না। অতীতে আমরা রাজপথে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছি। এবারও, কোনো দল না আসলেও জনগণকে সঙ্গে নিয়ে সংবিধান ও রাষ্ট্রপতির ইস্যুতে রাজপথে সমাধান করব।"

সংবাদ সম্মেলনে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ১৯৭২ সালের মুজিববাদী সংবিধান বাতিল এবং রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের অপসারণের জন্য জাতীয় ঐক্যের আহ্বান জানায়। হাসনাত আব্দুল্লাহ বলেন, "আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং জাতীয় পার্টি ছাড়া সব রাজনৈতিক দলকে আমরা এই জাতীয় ঐক্যের সাথে একীভূত হওয়ার আহ্বান জানাচ্ছি। যদি কোনো দল বাহাত্তরের সংবিধান বাতিল ও রাষ্ট্রপতির অপসারণের দাবিতে আমাদের সঙ্গে না আসে, তবে সেই দলকেও ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে বয়কট করবো।"

হাসনাত আরও বলেন, "আমরা বাহাত্তরের পচা-গলা সংবিধান মেনে নিতে পারবো না। বাহাত্তরের সংবিধান বহাল থাকলে দেশের রাজনৈতিক সংকট কখনোই সমাধান হবে না।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ