শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ২০/০২/২০২৫ ১১:১৫এ এম

নতুন রাজনৈতিক দল ঘোষণায় অনিশ্চয়তা! আহ্বায়ক ঠিক, কিন্তু সদস্য সচিব নিয়ে টানাপোড়েন!

নতুন রাজনৈতিক দল ঘোষণায় অনিশ্চয়তা! আহ্বায়ক ঠিক, কিন্তু সদস্য সচিব নিয়ে টানাপোড়েন!
জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গঠিত হতে যাওয়া নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ২৪ ফেব্রুয়ারি দল ঘোষণার পরিকল্পনা থাকলেও সদস্য সচিব পদে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে না পারায় তারিখ পেছানোর সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে আত্মপ্রকাশ দুই থেকে তিন দিন পিছিয়ে যেতে পারে।

সদস্য সচিব কে হবেন?

নতুন দলের আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের নাম চূড়ান্ত হলেও সদস্য সচিব পদ নিয়ে বিভক্ত নেতারা। এ পদে আলোচনায় রয়েছেন তিনজন—জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্য সচিব আখতার হোসেন এবং যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। বিভিন্ন পক্ষের সমর্থন থাকলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। নাগরিক কমিটির উপদেষ্টা মাহফুজ আলম নাসীরুদ্দীনকে সমর্থন করলেও, ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক আন্দোলনকর্মীরা আখতার হোসেনের পক্ষে রয়েছেন। অপরদিকে, সাবেক শিবির কর্মীরা জুনায়েদকে সমর্থন দিচ্ছেন।

২২ ফেব্রুয়ারির মধ্যেই সিদ্ধান্ত!

নাগরিক কমিটির সূত্র জানিয়েছে, ২২ ফেব্রুয়ারির মধ্যে সদস্য সচিব পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা চলছে। এরপরই আত্মপ্রকাশের নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে। ২৩-২৮ ফেব্রুয়ারির মধ্যে দল ঘোষণার সম্ভাবনা রয়েছে।

কোথায় হবে দলের ঘোষণা?

নতুন দলের আত্মপ্রকাশের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারকে প্রাধান্য দেওয়া হচ্ছে। পূর্বে এখান থেকেই গণঅভ্যুত্থান ও রাষ্ট্র বিনির্মাণের কর্মসূচি ঘোষিত হয়েছিল। তবে বিকল্প হিসেবে মানিক মিয়া অ্যাভিনিউ, শাহবাগ ও সোহরাওয়ার্দী উদ্যানকেও বিবেচনা করা হচ্ছে।

নেতাদের মন্তব্য: দ্বন্দ্ব নয়, মতবিরোধ

নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন জানিয়েছেন, "আমরা দ্রুতই দল ঘোষণা করব। জনগণের সমর্থন আমাদের পক্ষে রয়েছে। কিছু মতবিরোধ থাকলেও কোনো দ্বন্দ্ব নেই।" একই কথা বলেছেন মুখ্য সংগঠক সারজিস আলমও, "ফেব্রুয়ারির মধ্যেই দল ঘোষণা করা হবে। সিদ্ধান্ত সবার সমন্বয়ে হবে।"

শেষ কথা: নতুন দলে কাদের দেখা যাবে?

নতুন রাজনৈতিক দলের ঘোষণায় দেশজুড়ে আগ্রহ তৈরি হলেও এখনো চূড়ান্ত হয়নি সদস্য সচিব পদটি। নেতাদের সিদ্ধান্তেই নির্ধারিত হবে আত্মপ্রকাশের তারিখ। ফেব্রুয়ারির শেষ সপ্তাহেই নতুন দলের মুখ উন্মোচিত হতে পারে—এ প্রত্যাশায় রয়েছে দেশের রাজনীতিতে নতুন মোড়ের অপেক্ষায় থাকা সাধারণ জনগণ।

আপডেট পেতে চোখ রাখুন!

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ