আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ১৯/০২/২০২৫ ১১:৫৭এ এম
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চান কণ্ঠশিল্পী আসিফ, বিতর্ক তুঙ্গে!
রাজনীতি নিয়ে আবারও আলোচনায় কণ্ঠশিল্পী আসিফ আকবর। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন জরুরি বলে মত দিয়েছেন তিনি। তবে তার এই মতামতকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তুমুল বিতর্ক।
আসিফের পোস্ট ও প্রতিক্রিয়া
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। সেখানে তিনি বলেন,
"জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন জরুরি। এতে রাজনৈতিক সংস্কৃতির উন্নতি বোঝা যাবে, মানুষও উপকৃত হবে।"
এমন পোস্টের পরেই শুরু হয় নানা ধরনের মন্তব্য। এক ব্যক্তি কটাক্ষ করে মন্তব্য করেন,
"স্থানীয় নির্বাচন না চাওয়ার কারণ হচ্ছে নিজে এমপি হব, বউকে উপজেলা চেয়ারম্যান বানাব। শালা ভাইস চেয়ারম্যান, শালিকে মহিলা ভাইস চেয়ারম্যান, বড় চামচাকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ছোট চামচাগুলাকে মেম্বার বানাব। এই মহৎ উদ্দেশ্য সফল হলে চুরির ক্ষেত্রে আর বাধা নেই।"
এ মন্তব্যের উত্তরে আসিফ সংক্ষেপে লেখেন— "একশ তে একশ।"
দ্বিমত ও বিতর্ক
পারভেজ ভূঁইয়া নামে এক নেটিজেন আসিফের মতের সঙ্গে দ্বিমত পোষণ করে লেখেন,
"একপক্ষ চায় জাতীয় নির্বাচন আগে হোক, অন্য পক্ষ চায় স্থানীয় নির্বাচন আগে হোক। এখানে দুই পক্ষের যুক্তিই গ্রহণযোগ্য। আগে জাতীয় নির্বাচন হলে যারা সরকার গঠন করবে, তারা ইচ্ছামতো স্থানীয় সরকার নির্বাচনে নিজেদের প্রার্থী জয়ী করাবে। আবার যদি স্থানীয় সরকার নির্বাচন আগে হয়, তাহলে নির্বাচিত প্রতিনিধিরা জাতীয় নির্বাচনে প্রভাব বিস্তার করবে না, তার নিশ্চয়তা কোথায়?"
এ মন্তব্যের জবাবে আসিফ বলেন,
"ওই দাঁতের সমস্যা নির্বাচন কমিশন, সরকার আর সেনাবাহিনী দেখবে।"
তবে নেটিজেনের আপত্তি এখানেই শেষ হয়নি। তিনি ফ্যাসিস্ট শাসনের প্রসঙ্গ টেনে এনে বলেন,
"শেখ হাসিনার আমলেও তো নির্বাচন কমিশন, সেনাবাহিনী ও সরকার ছিল। কিন্তু তারা কি নিরপেক্ষ ভূমিকা রেখেছিল? এখন যারা উপদেষ্টা থেকে দল গঠন করছেন, তারা যে এমনটা করবে না, তার নিশ্চয়তা কী?"
এই প্রশ্নের কোনো উত্তর দেননি আসিফ।
বিএনপির প্রতিক্রিয়া
এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার বিকেলে যশোর শহরের টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে এক জনসভায় বলেন,
"আপনারা স্থানীয় নির্বাচন আগে করতে চান। কিন্তু এতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা গর্ত থেকে বেরিয়ে আসবে। তারা পাড়া-মহল্লায় সন্ত্রাস করবে, দেশে অরাজকতা তৈরি হবে। তাই দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দিন। জাতীয় নির্বাচন যত দ্রুত হবে, দেশে তত দ্রুত শান্তি ফিরে আসবে।"
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও শনিবার কুমিল্লায় এক বক্তব্যে বলেন,
"জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া কোনোভাবেই ঠিক হবে না। সরকার কি তবে জনগণের ভোটে নির্বাচিত হয়ে যারা ক্ষমতায় আসবে, তাদের বিশ্বাস করে না? এই অবিশ্বাসের কারণেই তো ফ্যাসিবাদ কায়েম হয়েছিল, বাকস্বাধীনতা হরণ করা হয়েছিল, দেশের সম্পদ লুট করা হয়েছিল।"
আসিফের অতীত রাজনৈতিক সংযোগ
প্রসঙ্গত, ২০১১ সালের ৪ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি থেকে পদত্যাগ করেছিলেন আসিফ আকবর। তবে বিএনপি নেতারা সে সময় বিষয়টি অস্বীকার করেছিলেন।