রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
Verified আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ০৭/০২/২০২৫ ০১:০৭পি এম

শেখ হাসিনার 'অনৈতিক' প্রস্তাব: সিনহার মুখ থেকে শোনা অজানা কাহিনী

শেখ হাসিনার 'অনৈতিক' প্রস্তাব: সিনহার মুখ থেকে শোনা অজানা কাহিনী
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সম্প্রতি এক বিস্ময়কর তথ্য ফাঁস করেছেন, যেখানে তিনি জানান কীভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ১৬তম সংশোধনীর রায় সরকারের পক্ষে দিতে চাপ প্রয়োগ করেছিলেন।

সিনহা বলেন, "আমার মোবাইলে হঠাৎ করে রাষ্ট্রপতির সামরিক সচিবের ফোন আসে। সাধারণত এমন উচ্চ পর্যায়ের যোগাযোগ প্রোটোকল অনুযায়ী আমার রেজিস্ট্রার জেনারেল বা প্রাইভেট সেক্রেটারির মাধ্যমে হয়। সরাসরি ফোন পাওয়াটা ছিল খুবই অস্বাভাবিক। আমাকে জানানো হয়েছিল, মহামান্য রাষ্ট্রপতি আমাকে এক কাপ চায়ের নিমন্ত্রণ জানিয়েছেন।"

বঙ্গভবনে পৌঁছানোর পর সিনহা দেখেন, সেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আইনমন্ত্রী এবং অ্যাটর্নি জেনারেল উপস্থিত। "আমি বুঝে গেলাম, এই আমন্ত্রণের পেছনে ভিন্ন উদ্দেশ্য রয়েছে।"

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্টভাবে সিনহাকে বলেন, "১৬তম সংশোধনীর রায় সরকারের পক্ষে দিতে হবে।" সিনহা এ প্রস্তাবে হতবাক হন এবং বলেন, "আপনি নির্বাহী বিভাগের প্রধান, আর আমি বিচার বিভাগের। আপনি আমাকে এমন কিছু বলতে পারেন না। এটা সম্পূর্ণ অনৈতিক।"

প্রধানমন্ত্রীর পাশাপাশি আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলও সিনহার ওপর চাপ সৃষ্টি করতে থাকেন। কিন্তু তিনি বলেন, "আমি প্রধান বিচারপতি হিসেবে আমার সহকর্মী বিচারকদের সঙ্গে আলোচনা ছাড়া কোনো সিদ্ধান্ত নেব না।"

বৈঠক দীর্ঘায়িত হয়ে মধ্যরাত পর্যন্ত গড়ায়। শেখ হাসিনা বুঝতে পারেন, সিনহা কোনোভাবেই চাপের কাছে নতি স্বীকার করবেন না। তখন তিনি রাষ্ট্রপতিকে বলেন, "আপনার লোকজনকে ডাকুন। প্রধান বিচারপতি এখানে।"

চূড়ান্ত মুহূর্তে সিনহা রাষ্ট্রপতিকে বলেন, "আমি প্রধান বিচারপতি হিসেবে থাকা ঠিক হবে না। আমি বাসায় গিয়ে পদত্যাগপত্র পাঠিয়ে দেব।" এই ঘোষণা শুনে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী উভয়েই বিস্মিত হয়ে ওঠেন।

এই ঘটনা বাংলাদেশের রাজনৈতিক এবং বিচারিক স্বাধীকারের প্রশ্নকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ