আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ২১/০২/২০২৫ ১১:২৫এ এম
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে জনসমুদ্র
২১ ফেব্রুয়ারি, শুক্রবার ভোর থেকে শহীদ মিনারে মানুষের ঢল। কণ্ঠে ভাইহারা গান, হাতে ফুল—ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একে অপরকে ছুঁয়ে চলেছে শহীদ মিনারের পবিত্র মাটি। দিনটি ছিলো একাত্তরের ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের দিন। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি নানা শ্রেণি-পেশার মানুষ যোগ দিয়েছেন শ্রদ্ধা জানাতে। বাবা-মায়ের হাত ধরে এসেছে ছোট ছোট শিশুরাও, তাদের চোখে ছিল ভাষার প্রতি অগাধ শ্রদ্ধা।
শহীদ মিনারে প্রবেশের জন্য পলাশী মোড় দিয়ে ঢুকছিলেন মানুষ, আর শ্রদ্ধা নিবেদন শেষে বের হচ্ছিলেন চাঁনখারপুল ও কার্জন হল এলাকা দিয়ে। এই দিনটি ছিলো শুধু ভাষার প্রতি ভালোবাসার নয়, বরং একটি বৈষম্যহীন, ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠারও অঙ্গীকার।
এদিন সবার কণ্ঠে ছিল ভাষার গুরুত্বের প্রতি গভীর আবেগ। তাদের প্রত্যাশা, একুশ যেন হয় একটি সমতার, শান্তির এবং সকল মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার প্রেরণা। পাশাপাশি শুদ্ধ বাংলা ভাষার প্রচলন ও চর্চা আরও বাড়ানোর আহ্বান জানান তারা।
এটি ছিল এক সম্মিলিত আবেগ ও জাতীয়তাবোধের দিন, যেখানে মানুষের ভাষা ও সংস্কৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।