close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

Volgende

ট্রাফিক পুলিশের হাতে ইয়াবাসহ আটক মোটরসাইকেল আরোহী

8 Bekeken· 16/08/25
Imran Hossain
Imran Hossain
3 abonnees
3

চট্টগ্রামের কর্ণফুলীর ট্রাফিক পুলিশের চেকপোস্টে মোটরসাইকেল চালকদের বৈধ কাগজপত্র যাচাইয়ের কালে ১ হাজার ৯৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ট্রাফিক পুলিশ ও বাংলাদেশ সেনা বাহিনী।

শনিবার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার মইজ্জ্যেরটেক পুলিশ বক্সের চেকপোস্টে তল্লাশিতে ইয়াবা উদ্ধারসহ আটক করা হয় তাদের।

আটককৃতরা হলো, কক্সবাজার উখিয়ার নুরুল আমিনের পুত্র মো. মুসা (৩০) ও টেকনাফের শামসুল আলমের পুত্র ইমাম হোসেন (৩৪)। এসময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলও জব্দ করা হয়।

কর্ণফুলী ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) আবু সাঈদ বাকার রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, 'ট্রাফিক পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী চেকপোস্টে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই করছিল। এসময় একটি মোটরসাইকেলের কাগজপত্র দেখার সময় চালকের পেছনে থাকা আরোহীকে সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। এসময় তার পরনের থাকা রেইন কোর্টের ভেতরে সাদা স্কচটেপে মোড়ানো ১০ প্যাকেটে ১ হাজার ৯৭৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।'

অভিযানে ট্রাফিক সার্জেন্ট আরিফ, কর্ণফুলী থানার সাা ইন্সপেক্টর তানভীরসহ বাংলাদেশ সেনাবাহিনী সহযোগিতা করেন।

Laat meer zien

 0 Comments sort   Sorteer op


Volgende