Berikutnya

তিতাসে জাকের পার্টির ইফতার মাহফিল

12 Tampilan· 20/03/25
Rabiul Alam
Rabiul Alam
3 Pelanggan
3

⁣মোঃরবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।।
শাহেনশাহে তরিকত বিশ্বওলী হযরত মাওলানা শাহ্ সূফী খাজাবাবা ফরিদপুরী নকশবন্দী মুজাদ্দেদী ছাহেবের মহাপবিত্র বিশ্ব ফাতেহা শরীফ-২০২৫ উপলক্ষে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের হুকুমে দাওয়াতী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১৯ মার্চ আসমানিয়া বাজার রশিদ মার্কেটের সামনে অনুষ্ঠিত ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য ও কুমিল্লা উত্তর জেলার সভাপতি এডভোকেট আব্দুল হালিম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ওলামা ফ্রন্ট চট্টগ্রাম বিভাগের সভাপতি হযরত মাওলানা আমিনুল ইসলাম চৌধুরী। সভাপতিত্ব করেন জাকের পার্টি তিতাস উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ জিন্নাহ সরকার।

এসময় আরও উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা জাকের পার্টির সিনিয়র সহ সভাপতি
এসএম কাবিল হোসেন জাকের, কুমিল্লা উত্তর জেলা জাকের পার্টির সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবক ফ্রন্টের সদস্য মোঃ শাহজাহান
মিয়া, তিতাস উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল কাদের মোল্লা, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, নায়েব আলী সরকার, মোঃ সিদ্দিকুর রহমান, মোনতাজ উদ্দিন, মালয়েশিয়ান প্রবাসি দেলোয়ার হোসেন, মনোয়ার হোসেন মনু মিয়া, হোরন মিয়া ও খলিলুর রহমান।

Menampilkan lebih banyak

 1 Komentar sort   Sortir dengan


Akm Kaysarul Alam
Akm Kaysarul Alam 3 bulan yang lalu

Nice

0    0 Membalas
Menampilkan lebih banyak

Berikutnya