close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

Bir sonraki

তিন দফা দাবীতে ছাত্র জনতার বিক্ষোভ মিছিল

9 Görünümler· 10/05/25
Ranajit Barman
Ranajit Barman
Aboneler
0
İçinde

⁣শ্যামনগরে তিন দফা দাবীতে ছাত্র জনতার বিক্ষোভ মিছিল

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শনিবার(১০মে) সকালে শ্যামনগরের সর্বস্তরের বিপ্লবী ছাত্রজনতার আয়োজনে তিন দফা দাবীতে ছাত্র জনতার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রেসক্লাব চত্তরে এক সংক্ষিপ্ত সমাবেশে আওয়ামীলীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ, জুলাইয়ের ঘোষণাপত্র জারী সহ তিন দফা দাবীতে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রশিবির শ্যামনগর পৌরসভা শাখার সভাপতি জাহিদ হাসান, ছাত্র আন্দোলনের সাবেক সহ সভাপতি মনিরুল ইসলাম, ছাত্র প্রতিনিধি মাছুমবিল্যা, ছাত্র আন্দোলন শ্যামনগরের সভাপতি নজিবুল্লাহ, ছাত্র শিবির শ্যামনগর পৌর শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সিয়াম প্রমুখ।

বক্তারা আওয়ামীলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠন নিষিদ্ধ করার দাবী জানান। দাবী না মানলে আবারও আন্দোলন শুরু হবে বলে জানান।

ছবি- শ্যামনগরে সর্বস্তরের বিপ্লবী ছাত্রজনতার বিক্ষোভ মিছিল।

Daha fazla göster

 0 Yorumlar sort   Göre sırala


Bir sonraki